বাংলালিংক নাম্বার চেক ও সকল কোড ২০২৫
আপনি কি বাংলালিংক নাম্বার চেক ও সকল কোড সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কেননা আজকের পোস্টের মধ্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি বাংলালিংক নাম্বার চেক ও সকল কোড সম্পর্কে বিস্তারিত তথ্য।
বর্তমান সময়ে বাংলালিংক সিম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যবহৃত সিম কোম্পানির মধ্যে অন্যতম একটি। কারণ তারা প্রতিনিয়তই মানুষের যোগাযোগের সুবিধার জন্য সেবা প্রদান করে থাকে। মূলত বাংলালিংক সিম কোম্পানি কিছু শর্ট কোডের মাধ্যমে তাদের সেবা বা তথ্য সার্ভিস মানুষের মাঝে পৌঁছে দেয়।
যেমন, banglalink সিমের নাম্বার দেখার জন্য শর্ট কোড, মিনিট দেখার শর্ট কোড, মিনিট কেনার শর্ট কোড, ব্যালেন্স দেখার শর্ট কোড, এমবি দেখার শর্ট কোড, এমবি কেনার শর্ট কোড, বাংলালিংক কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার ইত্যাদি। নিম্নে এমনই সব বাংলালিংকের অজানা কোড সম্পর্কে উল্লেখ করা হলো।
পোস্ট সূচিপত্র.
বাংলালিংক সিমের নাম্বার চেক কিভাবে করব?
আপনি যদিবাংলালিংক সিমের নাম্বার চেক করতে চান? তাহলে সাধারণত দুই ভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করতে পারবেন। প্রথমত, সরাসরি USSD কোড ডায়াল করার মাধ্যমে নাম্বার চেক। আর দ্বিতীয়ত My Banglalink অ্যাপের মাধ্যমে নাম্বার চেক। তাহলে চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলালিংক সিমের নাম্বার চেক করার উপায় সম্পর্কে-
USSD কোড দিয়ে বাংলালিংক নাম্বার চেক
বাংলালিংক সিমে আপনি যদি নাম্বার চেক করতে চান তাহপলে সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। কারণ USSD কোড ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত নাম্বারটি বের করতে পারবেন।
- CODE: *511#
কোডটি যে ভাবে ব্যবহার করবেন-
- আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *511# টাইপ করুন।
- তারপর, কল বোতামে ক্লিক করুন।
- এরপর দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পাবেন।
My Banglalink অ্যাপের মাধ্যমে নাম্বার চেক
বর্তমান সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে My Banglalink অ্যাপের মাধ্যমে নাম্বার চেক করা। কারণ এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার সিমের সকল তথ্য এক জায়গায় পেয়ে যাবেন।
My Banglalink অ্যাপ যে ভাবে ব্যবহার করবেন-
- আপনার স্মার্টফোনের গুগল প্লে-স্টোর থেকে My Banglalink অ্যাপ ডাউনলোড করুন।
- তারপর অ্যাপটি লগইন করুন (যদি প্রথমবার ব্যবহার করেন, তাহলে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে সাইন আপ করুন)।
- এরপর লগইন করলেই অ্যাপটির হোম স্ক্রিনে আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পারবেন।
বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড?
বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড (banglalink number check code) বা বাংলালিংক সিমের নাম্বার বের কররা জন্য প্রথমে, আপনাকে আপনার বাটন মোবাইল বা স্মার্টফোনের ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচের শট টাইপ করতে হবে;
- CODE: *511#
উপরের কোডটি ডায়াল করার পরে আপনার বাটন মোবাইল বা স্মার্টফোনে আপনার বাংলালিংক সিমের যে নাম্বারটি আপনি দেখতে চাচ্ছিলেন সেটি দেখতে পাবেন। কিন্তু অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি করে আসতে পারে। আর কোডটি ডায়াল করার পূর্বে খেয়াল রাখতে হবে যেই সিমের নাম্বার চেক করতে চান সে সিম যেন আপনার মোবাইল ফোনে সচল থাকে।
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড?
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে (banglalink balance check) প্রথমে, আপনাকে আপনার মোবাইল বা স্মার্টফোনে ডায়াল প্যাড অপশনে যেতে হবে এবং সেখান থেকে সঠিকভাবে নিচের শট কোডটি টাইপ করতে হবে;
- CODE: *124#
উপরের কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে যেখানে আপনার বাংলালিংক সিমে ঠিক কত টাকা রয়েছে সেটি দেখাবে।
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড?
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স (banglalink emergency balance) নেওয়ার জন্য প্রথমে, আপনাকে আপনার মোবাইল বা স্মার্টফোনে ডায়াল প্যাড অপশনে যেতে হবে এবং সেখান থেকে সঠিকভাবে নিচের শট কোডটি টাইপ করতে হবে;
- CODE: *121*5#
উপরের কোডটি ডায়াল করার পরে, আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। এবং আপনার যখন পরবর্তীতে রিচার্জ করবেন তখন সেই রিচার্জ থেকে, আপনার ইমারজেন্সি ব্যালেন্স টাকা পরিশোধ হয়ে যাবে।
বাংলালিংক সিমে মিনিট কেনার কোড?
বাংলালিংক সিমে মিনিট কেনার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনে যেতে হবে। এবং সেখান থেকে সঠিক ভাবে নিচের শট কোডটি টাইপ করতে হবে;
- CODE: *888#
উপরের শর্ট কোডটি ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে মিনিট কেনার অনেক অপশন আসবে। যেখানে আপনি কত টাকায় কত মিনিট কিনতে পারবেন সেটি উল্লেখ থাকবে। আর যদি সেগুলো কিনতে না চান তাহলে More minits এই অপশনে গিয়ে আরো অন্যান্য পছন্দের মিনিট কিনতে পারবেন।
বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড?
- CODE: *121*1#
বাংলালিংক সিমে এম বি কেনার কোড?
বাংলালিংক সিমে এমবি কেনার জন্য প্রথমে আপনার বাটন মোবাইল বা স্মার্টফোনের ডায়াল প্যাড অপশনে যেতে হবে। তারপর ডায়াল প্যাড থেকে নিচের শর্ট কোড টি টাইপ করে, বাংলালিংক সিম থেকে কল করতে হবে। শর্ট কোড টি হল;
- CODE: *5000#
উপরের কোডটি ডায়াল করার পরে মোবাইল বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাক বা এমবি কেনার অপশন সামনে দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দমত ইন্টারনেট প্যাক বা এম বি কিনতে পারেন। আর যদি পছন্দ না হয় সে ক্ষেত্রে more paks অপশনে ক্লিক করে ইচ্ছা অনুযায়ী প্যাক কিনতে পারেন।
বাংলালিংক সিমে এম বি ধার করার কোড?
বাংলালিংক সিমে এমবি ধার বা লোন নেওয়ার জন্য প্রথমে, আপনার মোবাইল বা স্মার্টফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচের শট কোডটি লিখে বাংলালিংক সিমে কল অপশনে ক্লিক করতে হবে। শর্ট কোডটি হলো;
- CODE: *875#
উপরের কোডটি ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে কত এমবি ইমারজেন্সি ব্যালেন্স আপনাকে প্রদান করা হয়েছে সেটি দেখানো হবে।
বাংলালিংক সিমে এমবি চেক করার কোড?
বাংলালিংক সিমে আপনার এমবি চেক করতে হলে বা এমবি দেখার জন্য প্রথমে, আপনাকে আপনার মোবাইল বা স্মার্টফোনের ডায়াল প্যাডে যেতে হবে। তারপর নিচের শর্ট কোডটি টাইপ করতে হবে। শর্ট কোডটি হলো;
- CODE: *5000*500#
উপরের কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে এবং সেখানে দেখাবে বর্তমানে আপনার মোবাইল ফোনের বাংলালিংক সিমে কত এমবি রয়েছে ও এর মেয়াদ কতক্ষণ পর্যন্ত থাকবে।
বাংলালিংক সিমে এসএমএস কেনার কোড?
বাংলালিংক সিমে এসএমএস কেনার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়ালপ্যাড এ গিয়ে নিচে শর্ট কোডটি টাইপ করতে হবে। শর্ট কোড টি হল;
- CODE: *121*1013#
উপরের এই কোডটি ডায়াল করার পরে আপনার সামনে বাংলালিংকের এসএমএস এর বিভিন্ন অফার সামনে আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত এসএমএস ক্রয় করতে পারবেন।
বাংলালিংক সিমে এস এম এস চেক করার কোড?
বাংলালিংক সিমে এসএমএস চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ড্যায়াল প্যাড অপশনে গিয়ে নিচের কোড টি টাইপ করতে হবে। কোড টি হলো;
- CODE: *121*100#
আবার উপরের কোডটি ডায়াল করে আপনার ক্রয়কৃত এসএমএস চেক করতে পারবেন।
বাংলালিংক সিমের কাস্টমার সার্ভিস নাম্বার
আপনার ব্যবহার করা বাংলালিংক সিমে যদি কোন ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে পারেন। মূলত টেকনিক্যাল সমস্যা বলতে যদি আপনার কলরেট অতিরিক্ত চার্জ করে, বা আপনি রিচার্জ করেছিলেন রিচার্জ কেটে নেওয়া হয়েছে, এমবির সমস্যা এসএমএস এর সমস্যা ইত্যাদি যে কোন সমস্যার জন্য আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে নিচের শর্ট কোডটি দিয়ে ডায়াল করতে হবে। শর্ট কোডটি হচ্ছে;
- CODE: 121
উপরের কোডটি ডায়াল করে কল করার পরে, কিছু নির্দেশনা অনুসরণ করে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।
বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ চালু/বন্ধ করার উপায়
বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ চালু/বন্ধ করার জন্য কিছু নিয়ম রয়েছে। যে গুলো নিচে দেওয়া হলো-
- বাংলালিংক ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *5000#
- বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে ডায়াল করুন *5000*566#
- অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#
- যে কোন ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে ডায়াল করুন *5000*536#
বাংলালিংক মিসড কল অ্যালার্ট চালু/বন্ধ করার উপায়
বাংলালিংকের মিসড কল অ্যালার্ট চালু/বন্ধ করার কিছু নিয়ম রয়েছে। যে গুলো নিচে দেওয়া হলো-
- মিসড কল অ্যালার্ট চালু করতে হলে মেসেজ অপশনে টাইপ করুন START এবং 622 নাম্বারে সেন্ড করুন।
- মিসড কল অ্যালার্ট সার্ভিস বন্ধ করতে মেসেজ অপশনে যান তারপর টাইপ করুন STOP এবং 622 নাম্বারে সেন্ড করুন।
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংক এর কাস্টমার কেয়ার সপ্তাহের ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আপনি বাংলালিংক সিম সম্পর্কিত যে কোন ধরনের সমস্যা আপনার কোন ধরনের প্রশ্ন থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
- বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার 121 (বাংলালিংক গ্রাহকদের জন্য)
- কাস্টমার কেয়ার নম্বর 01911304121 (অন্যান্য নেটওয়ার্কের জন্য)
- বাংলালিংক সিমের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে ডায়াল করুন 158 (টোল-ফ্রি)
বাংলালিংক ই-সিম (Banglalink e SIM) কী?
ই-সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই-সিমের ফুল নাম হচ্ছে এমবেডেড সিম(embedded SIM)। যা আপনার ফোন,স্মার্টফোন, স্মার্টওয়াচ বা ট্যাবলেটে এমবেডেড করা আছে। মূলত সিম এবং ই-সিমের মধ্যে পার্থক্য হলো, ই-সিম দ্বারা কোন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয় না।
প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের টেলিকম কোম্পানি গুলোও সমান ভাবে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে বাংলালিংক সবচেয়ে এগিয়ে রয়েছে। গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করতে ই-সিম ব্যবস্থা চালু করেছে বাংলালিংক।
বাংলালিংক ই-সিম কোথায় পাওয়া যায়?
বাংলালিংক গ্রাহকরা দেশের যে কোন বাংলালিংক সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন। ই-সিমের বর্তমান দাম ২৫০ টাকা। ই-সিম নিয়ে বিস্তারিত তথ্য বাংলালিংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলালিংক নাম্বার চেক ও সকল কোড-শেষ কথা
আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় বাংলালিংক নাম্বার চেক ও সকল কোড সম্পর্কে। আশাকরি আপনি আজকের আর্টিকেল পরার পর থেকে বাংলালিংক সিমের সকল কোড গুলো জানতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url