উপায় একাউন্ট দেখার নিয়ম ২০২৫
আপনি কি উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা আর্টিকেলের মধ্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি উপায় একাউন্ট টাকা দেখার নিয়ম ও উপায় একাউন্ট যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য।
উপায় হচ্ছে বিকাশ ও নগদের পর অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনাদের মধ্যেই অনেকেই উপায় একাউন্ট ব্যবহার করেন। কিন্তু, জানেন না উপায় একাউন্ট টাকা দেখার নিয়ম, উপায় একাউন্ট দেখার কোড ও উপায়ে টাকা দেখার নিয়ম সম্পর্কে। আশা করি আর্টিকেলটি পড়লে এ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ও উপায় একাউন্টের টাকা আপনারা সহজেই দেখে নিতে পারবেন।
পোস্ট সূচিপত্র.
উপায় একাউন্ট দেখার নিয়ম
আপনি যদি উপায় দেখার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আর্টিকেলটি পরতে থাকুন। একজন উপায় ব্যবহারকরী সাধারণত দুই ভাবে উপায় একাউন্ট দেখতে পারেন। প্রথমত, সরাসরি অ্যাপের মাধ্যমে উপায়ে টাকা দেখা অথবা USSD কোড ডায়াল করার মাধ্যমে উপায়ে একাউন্ট দেখা যায়।
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে উপায় বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে। আর এটি UCB ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হওয়ায় এখানে কিছু বাড়তি সেবা পাওয়া যায়। মূলত আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে আপনি খুব সহজে উপায় মোবাইল অ্যাপ এর মাধ্যমে উপায়ে একাউন্ট দেখতে পারবেন। আর যদি আপনার কাছে যদি বাটন ফোন থাকে তাহলে আপনি USSD কোড ডায়ালের মাধ্যমে উপায় একাউন্ট দেখতে পারবেন।
উপায় একাউন্ট দেখার মূলত ২টি নিয়ম রয়েছে। যেমন-
- উপায় USSD কোড ডায়াল করে, এবং
- উপায় অ্যাপ ব্যবহার করে।
*268#- USSD কোড ডায়াল করে
উপায় এর USSD কোড হলো *২৬৮# আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন দুইটির মধ্যে যে কোন একটি থাকে তাহলে আপনি উপায় একাউন্ট দেখতে পারবেন।
- প্রথমে, আপনার বাটন ফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে *268# ডায়াল করুন। এতে করে উপায়ের প্রধান মেনু স্ক্রিনে চলে আসবে।
- এরপর, ৭ চাপুন যাতে আপনি “My upay” অপশনে প্রবেশ করতে পারেন।
- তারপর, ১ নির্বাচন করুন, যা আপনাকে “ Check Balance ” অপশনে নিয়ে যাবে।
- এখন, আপনার উপায় একাউন্টের পিন নম্বরটি লিখে সেন্ড বা এন্টার করুন। কিছু সেকেন্ডের মধ্যেই আপনার স্ক্রিনে আপনার উপায় একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
অ্যাপ দিয়ে উপায় একাউন্ট দেখার নিয়ম
উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট দেখা সব থেকে বেশি সহজ। ইউএসএসডি কোড ডায়াল করে সেন্ড মানি, ক্যাশ আউট ইত্যাদি সেবা গুলো পাওয়ার তুলনায় অ্যাপ দিয়ে অর্ধেক সময়ে একাউন্টের সার্ভিস পাওয়া যায়। উপায় অ্যাপ থেকে উপায় একাউন্ট দেখার জন্য নিচের নিয়ম অনুসরণ করে অ্যাকাউন্ট দেখে নিতে পারেন-
- উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট দেখার জন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করতে হবে।
- তারপর, উপায় অ্যাপে প্রবেশ করে আপনার উপায় একাউন্টের “পিন নম্বর” নম্বর দিয়ে “লগইন” অপশনে ক্লিক করুন।
- এরপর, “ব্যালেন্স জানার জন্য ট্যাপ করুন” এই অপশনে ক্লিক করে আপনি আপনার উপায়ে টাকা দেখতে পারবেন।
উপায় অ্যাপে একাউন্টে কত টাকা আছে তা চেক করা সহ সব ধরণের লেনদেন করতে পারবেন।
উপায় একাউন্ট দেখার নিয়ম কোড
উপায় একাউন্ট দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। যে কোন মোবাইল থেকে USSD কোড ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স, ট্রানজেকশন এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।
- উপায় একাউন্ট দেখার কোড - *২৬৮#
উপায় একাউন্ট কোড দিয়ে দেখার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অথবা বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *২৬৮# এই USSD কোড ডায়াল করুন। এরপর, 7 লিখে My Nagad অপশনে যেতে হবে। তারপর, “ Check Balance ” অপশনে যাওয়ার জন্য 1 লিখতে হবে। এখন Pin Code দেওয়ার সাথে সাথে উপায়ে টাকা দেখতে পারবেন।
উপায়ে টাকা দেখার নিয়ম
আপনার উপায় একাউন্ট রয়েছে কিন্তু আপনি জানেন না কিভাবে উপায়ে টাকা দেখবেন? তাদের জন্য বিশেষ করে নিচে উপায়ে টাকা দেখার নিয়ম গুলো দেওয়া হলো-
উপায় অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট দেখার নিয়ম আরো সহজ। আপনার যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে খুব সহজেই আপনার উপায় একাউন্টে লগইন করে একাউন্টের বিস্তারিত তথ্য পারবেন।
- USSD কোড দিয়ে: উপায়ে একাউন্ট চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে *২৬৮# মানে USSD কোড ডায়াল করুন। এরপর, 7 লিখে "My upay" অপশনে যেতে হবে। তারপর, “ Check Balance ” অপশনে যাওয়ার জন্য 1 লিখতে হবে। এখন Pin Code দেওয়ার সাথে সাথে উপায়ে টাকা দেখতে পারবেন।
- UpayApp উপায়ে অ্যাপ দিয়ে: উপায় অ্যাপ ব্যবহার করা উপায় একাউন্ট চেক করার আরও একটি সহজ উপায়। প্রথমে Google Play Store বা Apple App Store থেকে উপায়ে অ্যাপ ডাউনলোড করুন। এরপর, অ্যাপে প্রবেশ করে মোবাইল নাম্বার এবং পিন কোড দিয়ে একাউন্টে প্রবেশ করতে হবে। তারপর, ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক করে উপায়ে টাকা দেখতে পারবেন। এ ছাড়াও লগইন করার পর Dashboard থেকে আপনার একাউন্টের ব্যালেন্স, ট্রানজেকশন হিস্টরি এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।
উপায় কোড নম্বর
মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে উপায়ের সকল সার্ভিস উপভোগ করার জন্য উপায় কোড জনা অনেক জরুরি। উপায়ের কোডটি হলো- *২৬৮#। এই কোডটি দিয়ে আপনি ফোনের ডায়াল প্যাড থেকে উপায় চালাতে পারবেন। অথবা বাটন ফোনে কোডটি ব্যবহার করে উপায় ব্যবহার করা যাবে। আপনি চাইলে উপায় কোড ডায়াল করে উপায় এর যাবতীয় কাজ গুলো করতে পারবেন। যেমন-
- Send Money
- Mobile Recharge
- Make Payment
- Cash Out
- Pay Bill
- Upay Payment
- My upay
- Confirm iPhone Login
- Reset PIN
উপায় কাস্টমার কেয়ার নাম্বার
উপায় কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 16268। উপায়ের এ নাম্বারে ফোন করে উপায় একাউন্টের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারেন। তবে উপায় কল সেন্টারে কল বাবর প্রতি মিনিটে BDT 2+VAT+SD+SC সহ সর্বমোট BDT 2.665 চার্জ কাটা হতে পারে। তাই উপায় মোবাইল ব্যাংকিং সংক্রান্ত যে কোন জটিলতায় তাৎক্ষণিক সেবা পেতে, উপায়ের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন।
উপায় একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে গ্রাহক সেবার দিক থেকে বিকাশ ও নগদ এর পরেই উপায় স্থান করে নিয়েছে। কেননা লেনদেন ছাড়াও আরও অনেক ধরনের সেবা গ্রাহকদের প্রদান করে উপায় বিশ্বাস অর্জন করেছে। আজকাল অনেকের উপায়ের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে কিন্তু অনেকেই আছেন যারা উপায় একাউন্ট নেই বা খোলার নিয়ম সম্পর্কে জানেন না। বিশেষ করে তারা নিচের নিয়ম অনুসরণ করে উপায় একাউন্ট খুলে নিতে পারেন-
উপায়ে একাউন্ট মূলত দুইভাবে খোলা যায়। যেমন-
- বাটন মোবাইল ফোনের মাধ্যমে
- উপায়ে অ্যাপ ব্যবহার করে
বাটন মোবাইলে উপায় একাউন্ট খোলার নিয়ম
আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অথবা বাটন ফোন দুইটির মধ্যে যে কোন একটি থাকে উপায় আপনি উপায় একাউন্ট দেখতে পারবেন।
- বাটন মোবাইলে উপায় একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার বাটন মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে উপায় কোড ডায়াল করুন *২৬৮#।
- তারপর ইয়েস ইয়েস নো অপশন আসলে ইয়েস ইয়েস অপশন অর্থাৎ প্রেস করে সেন্ড করুন ।
- এরপর সাকসেসফুলি স্টার্টেড রেজিস্ট্রেশন প্রসেস, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন । Successfuly Started Registration Process, please wait for confirmation. এই লেখাটি চলে আসবে ।তখন আপনি ওকে বাটন দেখতে পাবেন এবং ওকে বাটনে প্রেস করে দিবেন।
- তারপর উপায় অফিস থেকে একটি টেম্পোরারি পিন নম্বর আপনার মোবাইলে পাঠিয়ে দিবেন। এই টেম্পোরারি পেন নাম্বার দে একদিনের মধ্যেই সেটআপ করতে হবে যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চালু হবে না তখন আবার নতুন করে নতুন একাউন্ট খোলার জন্য ব্যবস্থা নিতে হবে।
- এরপর পুনরায় উপায় কোডটি *২৬৮# ডায়াল করতে হবে। এখন আপনাকে যে টেম্পোরারি পিন নাম্বার দিয়েছিল সেই পিন নম্বরটি এখানে পিন দিয়ে ‘Confirm’ করুন।
- তারপর এবার আপনার নতুন পিন সেট আপ এর জন্য ইন্টার নিউ পিন (Enter New pin 4 Digits) অপশনটি চলে আসবে। এখানে আপনি, আপনার মনের মতো করে ৪ ভিজিটের একটি নতুন পিন নাম্বার বসিয়ে দিন।
- এরপর পুনরায় ওই নতুন পিন দিয়ে সেন্ড বাটনে প্রেস করুন।
- তারপর আপনার মোবাইল স্ক্রিনে উপায় সার্ভিস লিস্ট চলে আসবে । এখন থেকে আপনি যে কোনো মুহূর্তে বিকাশ, নগদ, রকেট এর মতই সকল প্রকার সেবা লেনদেন সেবা করতে পারবেন
অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় অ্যাপ থেকে উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে উপায় অ্যাপ আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপটি Open করে ‘নতুন একাউন্ট খুলুন’ সিলেক্ট করে একে একে আপনার Mobile Number, Operator, Account type, NID ইত্যাদি তথ্য দিয়ে উপায় একাউন্ট খুলে নিতে হবে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো-
- প্রথমত গুগল প্লে-স্টোর বা অ্যাপেল স্টোর থেকে থেকে উপায় অ্যাপটি ইন্সটল করুন।
- তারপর অ্যাপটি Open করে ‘নতুন একাউন্ট খুলুন’ অপশনে ক্লিক করুন। তারপর Upay terms and condition পড়ে "I Agree" অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার মোবাইল অপারেটর নির্বাচন করুন। যেমন: Robi, Airtel, Banglalink, Grameenphone, Skitto, Teletalk ইত্যাদি। সিলেক্ট করে ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
- এরপর একাউন্টের ধরন নির্বাচন করুন। রেগুলার ও ইসলামিক। তারপর পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
- তারপর জাতীয় পরিচয়পত্র ছবি প্রদান। ক্যামরা আইকনে ক্লিক করে NID এর স্পষ্টভাবে ফ্রন্ট ও ব্যাক সাইটের ছবি তুলে আপলোড করুন। তারপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার NID তথ্য যাচাই করুন এবং পরবর্তী অপশনে ক্লিক করুন। ব্যক্তিগত তথ্য প্রদান যেমন: নাম, লিঙ্গ, পেশা ইত্যাদি নির্বাচন করুন।
- তারপর পরিস্কার ছবি তুলুন এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- এরপর অন্যান্য তথ্য প্রদান যেমন: ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি। অথবা স্কিপ করুন।
- তারপর উপায় এর শর্তাবলীর সাথে একমত পোষণ করা এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- এরপর আপলোডকৃত ডকুমেন্ট স্ট্যাটাস যাচাই করুন এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
- তারপর OTP যাচাই করা। আপনার দেওয়া নাম্বর উপায় থেকে OTP কোড যাবে। সেটি বসিয়ে "Allow" অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার উপায় একাউন্টের নতুন পিন সেট করুন এবং ‘সাবমটি’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার নতুন উপায় একাউন্ট তৈরি হয়ে যাবে।
উপরের নিয়ম অনুসরণ করে যদি খুব সহজেই আপনারা উপায় একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
উপায় একাউন্ট কোড ভুলে গেলে করণীয়?
উপায় একাউন্ট কোড ভুলে গেলে পিন রিসেট করে নিতে পারেন। এ জন্য, হেল্প লাইনে কল করতে পারেন কিংবা উপায় কাস্টোমার কেয়ারে সরাসরি যেতে পারেন। তবে, এক্ষেত্রে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে উপায় একাউন্ট খোলা তাকে সঙ্গে নিয়ে যেতে হবে।
উপায় একাউন্ট দেখার নিয়ম-শেষ কথা
আজকের আলোচনার মুখ্য বিষয় উপায় একাউন্ট দেখার নিয়ম ও কিভাবে উপায় একাউন্টে টাকা দেখতে হয় সে সম্পর্কে। আমি আশাকরি আপনি আজকের আর্টিকেল পরার পর থেকে আপনার উপায় একাউন্টের টাকা চেক করতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url