সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস ২০২৫
আপনারা যারা সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকের আর্টিকেল এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস ও সৌদি এয়ারলাইন্স ফ্লাইট সিডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে।
বর্তমান সময়ে সৌদিয়া এয়ারলাইন্স বিশ্বের মধ্যে ৯৫ টি গন্তব্যে পৌঁছে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের একজন নাগরিক সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে অথবা বিভিন্ন কাজের উদ্দেশ্যে ভ্রমণ করে থাকেন। তবে আপনারা চাইলে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সৌদির রিয়াদে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারেন।
পোস্ট সূচিপত্র.
সৌদি এয়ারলাইন্স ফ্লাইট
সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট প্রাইস মূলত ফ্লাইটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে। এছাড়াও টিকিটের প্রাইস নির্ধারিত হয় তারিখের উপর নির্ভর করে কারণ আপনি যদি যাওয়ার ৫ থেকে ১০ দিন আগে টিকিট ক্রয় করেন তাহলে টিকিটের মূল্য বেশি হয়। আর যদি যাওয়ার একমাস আগে থেকে টিকিট ক্রয় করেন তাহলে টিকিটের মূল্য কিছুটা কম পাবেন।
মূলত সৌদি এয়ারলাইন্স দুই ক্যাটাগরির ফ্লাইটের টিকিট পাওয়া যায় ।
- ইকোনমিক ক্লাস
- বিজনেস ক্লাস
ইকোনমিক ক্লাস ভাড়া তুলনামূলক কম আর বিজনেস ক্লাসের ভাড়া অনেক টাই বেশি তাই আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি ইকোনমিক ক্লাসের টিকিট কাটতে পারেন আর যদি বেশি বাজেট বা আরামদায়ক শীট পেতে চান তাহলে বিজনেস ক্লাসের টিকিট কাটতে পারেন। অর্থাৎ বিমানের ক্লাসের উপরের নির্ভর করেও সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট প্রাইস হয়ে থাকে ।
সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস
সৌদি এয়ারলাইন্স বিমানের মূলত ২ ধরনের টিকিট পাওয়া যায়। আপনার যদি সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস সম্পর্কে জানা থাকে তাহলে টিকিট ক্রয় সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ এর টিকিটের প্রাইস বাংলাদেশী টাকায় কত টাকা?
ইকোনোমিক ক্লাসের টিকিট প্রাইস শুরু হয় ৫৫ হাজার থেকে ৮৭ হাজার টাকা । এখানে সর্বনিম্ন টিকিটের প্রাইস হচ্ছে ৫৫ হাজার টাকা। এর উপরে আপনি যত টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের সিট এবং সুযোগ সুবিধা পাবেন । তবে এই ইকোনমিক ক্লাসের টিকিট সর্বোচ্চ ৮৭ হাজার টাকা পর্যন্ত হয় ।
অতএব বাংলাদেশ টু রিয়াদ বিমান প্রাইস-
- ইকোনমি ক্লাসের প্রতি টিকিটের প্রাইস ৫৫ হাজার থেকে ৮৭ হাজার বাংলাদেশী টাকায়।
- বিজনেস ক্লাস বিমানের টিকিটের প্রাইস ৮৭ হাজার থেকে ১ লক্ষ টাকার উপরে বাংলাদেশী টাকায়।
নিচে ছবিতে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস দেওয়া হল এছাড়া বিস্তারিত জানতে সোদি এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এই https://www.saudia.com/ লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন।
সৌদি এয়ারলাইন্স টিকেট কোথায় পাবেন?
সৌদি এয়ারলাইন্সে ঢাকা টু রিয়াদ যাওয়ার জন্য মূলত দুই ক্যাটাগরির টিকিট পাওয়া যায় এবং এই টিকিটের প্রাইস কত টাকা সে সম্পর্কে আমরা উপরে জেনেছি । এখন আমরা কিভাবে এই সকল টিকিট সংগ্রহ করবো বা কোথায় টিকিট পাব সে সম্পর্কে জানব । আপনি চাইলে কোন এজেন্সি বা নিজেই অনলাইনের মাধ্যম করে এই টিকিট সংগ্রহ করতে পারেন ।
আর আপনি যদি নিজে থেকে টিকিট সংগ্রহ করতে চান তাহলে সৌদি এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.saudia.com/ ভিজিট করতে হবে । তারপর সেখান থেকে আপনি যে টিকিট পছন্দ করেন সে টিকিট বুকিং করে আপনার ভ্রমণ বা যাত্রা সম্পন্ন করতে পারেন ।
সৌদি এয়ারলাইন্স ফ্লাইট সিডিউল
আপনি চাইলে অনলাইনে সৌদি এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.saudia.com/ ভিজিট করতে হবে টিকেট সংগ্রহ করতে পারবেন এবং সিডিউল সম্পর্কে দেখতে পারবেন। অথবা যে এজেন্সিতে সরাসরি টিকিট ক্রয় করবেন সে সময় আপনাকে সিডিউল বলে দেবে।
নিচে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ ফ্লাইটের সিডিউল ছবি দেওয়া হলো-
বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইট বিমান সিডিউল
এয়ারলাইন্সের নাম | ফ্লাইট নম্বর | প্রস্থান সময় | আগমনের সময় | সপ্তাহের দিন |
---|---|---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG5035 | ১০:০০ AM | ০২:০০ PM | সোম, বুধ, শুক্র |
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স | SV803 | ০৫:০০ PM | ০৯:০০ PM | মঙ্গল, বৃহস্পতি, শনি |
এয়ার এরাবিয়া | G9-515 | ০৮:০০ AM | ০৪:০০ PM | প্রতিদিন |
ফ্লাইদুবাই | FZ-582 | ১১:০০ PM | ০৫:০০ AM | প্রতিদিন |
ইন্ডিগো এয়ার | 6E-1412 | ০৭:০০ PM | ০৩:০০ AM | সোম, বুধ, শুক্র |
বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইট বিমান সিডিউল https://airticketpricebd.com/ ওয়েবসাইট অনুযায়ী উপরে দেওয়া হলো।
সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট চেক
সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট চেক করার জন্য প্রথমে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.saudia.com/ প্রবেশ করতে হবে।
তারপর চেক ইন (check in) অপশনে ক্লিক করে Booking reference সিলেক্ট করলে বুকিং রেফারেন্স নাম্বার প্রদান করে লাস্ট নেইম প্রদান করতে হবে। অথবা চেক ইন অপশন থেকে Frequent flyer সিলেক্ট করলে Frequent flyer নাম্বার প্রদান করে লাস্ট নেইম প্রদান করতে হবে।
এরপর নিচে চেক ইন (check in) অপশনে ক্লিক করলে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট স্ট্যাটাস প্রদর্শিত হলে সকল তথ্য চেক করা যাবে।
সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস-শেষ কথা
আজকের পোস্টে আমরা সৌদি এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস বাংলাদেশী টাকায় কত টাকা সে সম্পর্কে জেনেছি । আপনি যদি ঢাকা টু রিয়াদ সৌদি এয়ারলাইন্স মাধ্যমে টিকেট ক্রয় করতে চান তাহলে উপরে উল্লেখিত টিকেটের প্রাইস টিকেট প্রাইস টিকেট ক্রয় করতে পারেন।
আপনি যদি সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকেন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি। তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন ব্যক্তিগত মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url