আশা এনজিও লোন পদ্ধতি
আপনারা অনেকেই আছেন যারা নিজের আশা ব্যবসা বা নতুন বাড়ি নির্মাণ করার জন্য আশা এনজিও থেকে লোন নিতে চাচ্ছেন? বা জানতে চাচ্ছেন আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ এ মধ্যে আর্টিকেলে আমরা জানবো আশা এনজিও কি ভাবে লোন দেয় বা লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে এবং সুদের হার কত?
আশা এনজিও বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত, যা দরিদ্র ও নিম্নআয়ের জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তাদের মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর হতে সহায়তা করে। আশা এনজিও লোন পদ্ধতির মূল ধারণা হলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া, যাতে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে।
সুতরাং, আপনার যদি আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে ও সুদের হার সম্পর্কিত প্রাসঙ্গিক এবং আরও অনেক কিছু জানতে আমাদের সাথে থাকুন।
পোস্ট সূচিপত্র.
আশা এনজিও
বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে আশা (ASA) এনজিও বাংলাদেশের একটি সামাজিক উন্নয়ন সংস্থা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং অন্যান্য শ্রেণিপেশার লোকজনদের ক্ষুদ্রঋণ সেবা প্রদান করে থাকে। আশা এনজিও এর লোন মূলত গ্রামীণ এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক ও বিদেশগামীদের সহায়তা করার জন্য প্রদান করা হয়।
আশা এনজিও লোন পদ্ধতি ২০২৫
আমরা আশা এনজিও লোন পাওয়ার উপায় ও পদ্ধতি জানার আগে আশা এনজিও থেকে আসলে কারা কারা লোন পাবেন সে সম্পর্কে জেনে নিই।
আশা এনজিওর ঋণ প্রকল্পের বেশির ভাগ দেশের যে কোনে নাগরিকই পেতে পারেন। তবে কিছু কিছু ঋণ আছে যে গুলো শুধুমাত্র নারীর নিতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আবার আশা এনজিও প্রবাসীদেরকেও ঋণ দিয়ে থাকে। তবে স্থান ভেদে শর্ত গুলো আলাদা হয়। আশা এনজিও কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম জমা দেওয়ার পর সবকিছু যাচাই বাছাইয়ের পরে ঠিক থাকলে আপনি লোনের আওতায় অন্তর্ভুক্ত হবেন।
আশা এনজিও কয় ধরণের লোন প্রদান করে থাকে বা লোন পদ্ধতি গুলো কি কি? নিচে সে গুলোর বিস্তারিত তথ্য দেওয়া হলো-
আশা এনজিও লোন মূলত ৩ ধরণের লোন প্রদান করে থাকে বা লোন পদ্ধতি হচ্ছে তিনটি। লোন পদ্ধতি গুলো হচ্ছে-
- প্রাথমিক লোন।
- বিশেষ লোন।
- এসএমই লোন।
আশা এনজিও প্রাথমিক লোন
আশা এনজিও এর প্রাথমিক লোন তাদের সব থেকে একটি জনপ্রিয় লোন পদ্ধতি, প্রাথমিক লোন এর মাধ্যমে ক্ষুদ্র ও মাজারি লোন দিয়ে থাকে, যেমন – শিক্ষা লোন, মৌসুমি লোন, গরু পালন লোন ও স্যানিটেশন লোন ইত্যাদি।
- প্রাথমিক লোন শিক্ষা ঋণের জন্য ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে, যা এক বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
- মৌসুমি লোন বা গরুর লোনের জন্য ৫০ হাজার ৭০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এই লোন ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। মূলত এই লোনটি মাসে বা সপ্তাহে কিস্তির মাধ্যমে পরিসোধ করা হয় না। লোনটি নেওয়া হয় ৬ মাসের মেয়াদে ছয় মাস পূরণ হলে এই টাকা একসাথে পুড়ো পরিসোধ করতে হয়, এবং তার সাথে সুদও প্রদান হয়।
- স্যানিটেশন লোন ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এই লোন ১ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও বিশেষ লোন
আপনি যদি যে কোন ধরনের বাবসা বা খামার করতে চান অথবা গরুর খামার করতে চান তাহলে আশা এনজিও বিশেষ লোনের মাধ্যম আপনাকে ২ লাখ ৫ লাখ টাকা পর্যন্ত দিবে। আর এে বিশেষ লোন ১ থেকে ২ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও এসএমই লোন
আশা এনজিও এসএমই লোন বড় বড় খ্যাঁতে অনেক বেশি টাকা লোন দিয়ে থাকে। আশা এনজিও এসএমই লোন ২০ লাখ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সেবা প্রধান করে। যা ২ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও লোন নেওয়ার যোগ্যতা
আমরা অনেকেই বিপদে আপদে পড়ে নানান কারণে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। এক্ষেত্রে আমরা বেশির ভাগ মানুষই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আশা এনজিও থেকে লোন নিয়ে থাকি। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়। আমাদের মাঝে যে কেউ চাইলেই কি এনজিও থেকে লোন নিতে পারব কি? না পারবেন না।
আশা এনজিও থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার মাঝে কিছু যোগ্যতা থাকতে হবে। কারণ সঠিক যোগ্যতা না থাকলে আশা এনজিও কখনই লোন প্রদান করবে না। তো চলুন জেনে নেওয়া যাক আশা এনজিও থেকে লোন নেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে-
- প্রথমত আশা এনজিও হতে লোন নেওয়ার জন্য আপনার বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৬৫ এর মধ্যে হতে হবে।
- আশা এনজিও থেকে লোন নিতে হলে আপনাকে বিবাহিত হতে হবে।
- আপনি আশা এনজিও এর যে শাখা হতে লোন নিবেন অবশ্যই আপনাকে সেই শাখার সদস্য হতে হবে।
- যেখান থেকে লোন নিবেন সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আপনি যে আশা এনজিওর শাখা থেকে ঋণ নিবেন সে শাখার আপনাকে সঞ্চয় এবং জমানত হিসাবে কিছু টাকা জমা রাখতে হবে।
- আশা এনজিও থেকে লোন নিতে হলে আপনার কাছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট থাকতে হবে। যেমন, ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট সাইজের ছবি।
আশা এনজিও লোন পাওয়ার জন্য কাগজপত্র
আশা এনজিও থেকে লোন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র দরকার হয়। এখানে সাধারণত যা লাগতে পারে তার একটি তালিকা দেওয়া হলো-
- জাতীয় পরিচয়পত্রের কপি: আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
- জন্ম নিবন্ধন সনদ (যদি প্রযোজ্য হয়): জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের একটি ফটোকপি জমা দিতে হতে পারে।
- পাসপোর্ট সাইজের ছবি: আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন।
- আয়ের প্রমাণপত্র: আবেদনকারীর আয়ের উৎস সম্পর্কে প্রমাণ দিতে হবে (যেমন, বেতন স্লিপ, ব্যবসার নথি ইত্যাদি)।
- ঠিকানার প্রমাণপত্র: ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা অন্য কোনো সরকারি প্রমাণপত্র প্রয়োজন।
- ব্যবসার নথি (যদি ব্যবসার জন্য লোন প্রয়োজন হয়): ব্যবসার রেজিস্ট্রেশন সনদ, ব্যবসার আয়ের প্রমাণ ইত্যাদি।
- ব্যাংক স্টেটমেন্ট: আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট ৩ থেকে ৬ মাসের জমা দিতে হতে পারে।
- লোনের উদ্দেশ্য সম্পর্কে বিবরণ: কেন লোন নেওয়া হচ্ছে এবং কীভাবে তা ব্যবহার করা হবে, এর একটি স্পষ্ট বিবরণ দিতে হবে।
আশা এনজিও কত টাকা লোন দিয়ে থাকে?
সাধারণত আশা এনজিও লোন প্রদান করার ক্ষেত্রে ৫,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০,০০০ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে অনেকেই বেশি টাকা লোন নিতে হলে অনেক ধরনের কাগজ প্রয়োজন হয়ে থাকে। যেমন আপনার ব্যাংক একাউন্টের চেক, বাড়ির দলিল ও জমির দলিল ইত্যাদি এনজিও কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হয়।
আশা এনজিও ঋণ সুদের হার
উপরে উল্লেখিত আলোচনায় আশা এনজিও থেকে লোন পাওয়ার উপায় সম্পর্কে জেনেছি এখন আরো জানবো আশা এনজিওর সুদের হার কত। আশা এনজিও কর্তৃক সুদের হার সর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে। তবে স্থানভেদে আপনার লোন যদি ১ লক্ষ হতে ৫ লক্ষের কম হয় তাহলে সুদ হবে ২৪%।
আরো পরিলক্ষিত হয় যে ৫ লক্ষ হতে ১০ লক্ষ কম হলে আপনার সুদ হবে ২২%। লোন ১০ লক্ষের বেশি হলে ২০% সুদ। মনে রাখা ভালো আপনি যত কম সময়ে আপনার লোনের ঋণ পরিশোধ করবেন সুদের হার তত কম হবে।
মূলত আশা এনজিওর লোন পদ্ধতি অনুসারে সুদের হার হলো-
- আশা এনজিও এর প্রাথমিক লোন - ২৪%
- আশা এনজিও এর বিশেষ লোন - ২৪%
- আশা এনজিও এর এসএমই লোন - ২২%
আশা এনজিও লোন সুবিধা
আশা এনজিও বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করে, যা বিশেষভাবে দরিদ্র, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। এ ঋণ সুবিধা গুলো গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে সাধারণ মানুষকে সহায়তা করে। এ পর্যায়ে আমরা জানবো আশা এনজিও লোন নিতে হলে আমরা কি কি ধরনের সুবিধা পাব তা সম্পর্কে। নিচে আশা এনজিও থেকে লোন নিলে যে সকল সুবিধা পাওয়া যাবে তার একটি তালিকা তুলে ধরা হলো-
আশা এনজিও থেকে লোন নিলে আপনাকে কোন ধরনের প্রক্রিয়াকরণ ফি প্রদান করতে হবে নাে
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলার আশা এনজিও আপনি খুব সহজেই লোন গ্রহণ করতে পারবেন।
আশা এনজিও লোন ওয়েবসাইট
আশা এনজিও কর্তৃপক্ষ বাংলাদেশের দরিদ্র মানুষকে বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। ভিন্ন ভিন্ন লোনের জন্য কাগজপত্র ও যোগ্যতা আলাদা ধরনের হয় থাকে। আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া রয়েছে।
আপনি চাইলে যেকোনো সময় তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের লোন সম্পর্কিত যে কোনে তথ্য জানতে পারবেন এবং আরো অন্যান্য এনজিও সংশ্লিষ্ট কিছু জানতে পারবেন। নিচে লিংকটি কপি করে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে পেস্ট করুন, তাহলে আপনি আশা এনজিও সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
আশা এনজিও ওয়েবসাইট লিংক https://asa.org.bd/
আশা এনজিও ফোন নাম্বার
আশা এনজিও ব্রাঞ্চ/ শাখা রয়েছে, সে গুলোর ফোন নাম্বার এখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা এনজিও তাদের শাখা প্রতিটা জেলা এবং উপজেলা পর্যায়ে রয়েছে।
নিচের লিংকটি ক্লিক করলেই আপনার থাকা আশা এনজিও এর সকল ফোন নাম্বার পেয়ে যাবেন-
আশা এনজিও শাখা অফিস
Address Head Office
ASA Tower, 23/3, Bir Uttam A.N.M Nuruzzaman Sharak,
Shyamoli, Dhaka-1207,
Bangladesh
Phone
+88 02 58155609
+88 02 58155622
+88 02 58155627
আশা এনজিও লোন পদ্ধতি-শেষ কথা
আপনারা ইতিমধ্যে আশা এনজিও থেকে লোন পাওয়ার উপায় সম্পর্কে এবং আশা এনজিও থেকে লোন পাওয়ার পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদেরকে আশা এনজিও থেকে লোন পাওয়ার উপায় কি আর কি ধরনের লোন প্রদান করে এবং সুদের হার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।
আপনি যদি লোন নিতে ইচ্ছুক হন তাহলে উপরে বর্ণিত সঠিক কাগজপত্র সহকারে আপনার নিকটস্থ আশা এনজিও শাখায় যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য। পরবর্তীতে আরো এনজিও এবং ব্যাংকের লোন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url