সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

সিলেট টু ঢাকা ট্রেনের  সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে আপনি সঠিক জাইগাতেই আসছেন। কারণ এ আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি  সিলেট টু ঢাকা ট্রেন,ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।

সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনাদের মধ্যে কেউ যদি  সিলেট টু ঢাকা ভ্রমণের উদ্দেশ্যে বা কোন কাজের জন্য যেতে চাই, তাহলে এই পোস্টটি থেকে আপনারা ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন  সিলেট টু ঢাকা ট্রেন ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে এবং আশা করি ট্রেন ভ্রমণের আপনাদের সহায়তা হবে।

পোস্ট সূচিপত্র.

সিলেট টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫

সিলেট টু ঢাকা ট্রেন চলাচলের জন্য দেশের অন্যতম জনপ্রিয় রুট হিসাবে পরিচিত। এই রুটে ট্রেন যোগাযোগ যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণের প্রধান মাধ্যম। প্রতিদিন  সিলেট টু ঢাকাগামী একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে।

সিলেট টু ঢাকা রুটে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন মোট ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই আন্তঃনগর ট্রেনগুলো সিলেট টু ঢাকা এবং সিলেট টু ঢাকা রুটে যাত্রী নিয়ে চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-

  • পার্বত এক্সপ্রেস (৭১০)
  • জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)
  • উপবন এক্সপ্রেস (৭৪০)
  • কালানি এক্সপ্রেস (৭৭৪)

উপরে উল্লেখিত ট্রেন 

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী

বর্তমান সময়ে সিলেট টু ঢাকা রুটে সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর ৪টি ট্রেন চলাচল করে। এই ৪টি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-

 ট্রেনের নাম

যাত্রা শুরু

সময়

যাত্রা শেষ

সময়

পার্বত এক্সপ্রেস 

সিলেট 

দুপুর ৩:৩০ মিনিট

ঢাকা 

রাত ১০:১৫ মিনিট

জয়ন্তিকা এক্সপ্রেস

সিলেট

সকাল ১২:০০ টা

ঢাকা

সন্ধ্যা ৭:২৫ মিনিট
উপবন এক্সপ্রেস

সিলেট 

রাত ১১:৩০ মিনিট

ঢাকা 

সকাল ৫:৪৫  মিনিট

কালানি এক্সপ্রেস 

সিলেট 

সকাল :১৫  মিনিট

ঢাকা 

দুপুর ১:০০ টা

সিলেট টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

সিলেট টু ঢাকা রুট বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ পথ হিসেবে পরিচিত। এ রুটে দৈনিক প্রায় পাঁচটি টির বেশি ট্রেন চলাচল করে। তবে প্রতিটি ট্রেনের নির্ধারিত একটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যা রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থার মান উন্নয়নে নির্ধারণ করা হয়।  

মূলত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এই ছুটির দিন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যদি সপ্তাহে একদিন সম্পর্কে সঠিক তথ্য যাত্রীরা অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে এবং ভ্রমণ আরও সহজ করতে পারেন।

 ট্রেনের নাম

 সাপ্তাহিক ছুটি

আন্তঃনগর পার্বত এক্সপ্রেস

মঙ্গলবার

আন্তঃনগর জয়ন্তিকাএক্সপ্রেস

বৃহস্পতিবার

আন্তঃনগর উপবন এক্সপ্রেস

সোমবার

আন্তঃনগর কালানি এক্সপ্রেস 

শুক্রবার

সিলেট টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫

আপনারা যদি চান তাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই সিলেট টু ঢাকা ট্রেনের টিকিট কাটতে পারবেন। সিলেট টু ঢাকা পর্যন্ত রেললাইনে দৈনিক ৪টি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-

পার্বত এক্সপ্রেস (৭১০)

আসন বিন্যাস

 ভাড়া

 শোভন চেয়ার

৩৭৫টাকা

 স্নিগ্ধা

৭১৯টাকা

 ফ-সিট 

৫৭৫টাকা

 এসি সিট 

৮৬৩টাকা

জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)

 আসন বিন্যাস

  ভাড়া

 শোভন চেয়ার

৩৭৫টাকা

 স্নিগ্ধা

৭১৯টাকা

এসি সিট 

৮৬৩টাকা

উপবন এক্সপ্রেস (৭৪০)

 আসন বিন্যাস

  ভাড়া

 শোভন চেয়ার

৩৭৫ টাকা

 স্নিগ্ধা

৭১৯ টাকা

এসি-বাথ

১২৮৮ টাকা

কালানি এক্সপ্রেস (৭৭৪)

 আসন বিন্যাস

  ভাড়া

 শোভন চেয়ার

৩৭৫ টাকা

 স্নিগ্ধা

৭১৯ টাকা

এসি সিট 

৮৬৩ টাকা

সিলেট থেকে ঢাকা কত কিলোমিটার

সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে সিলেট টু ঢাকা দূরত্ব  কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক সিলেট টু ঢাকা দূরত্ব কত-

  • সিলেট থেকে ঢাকা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ২৩৬ কিলোমিটার ।
  • সিলেট থেকে ঢাকা রেলপথের দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্রে সিলেট থেকে ঢাকার দূরত্ব রেলপথে দূরত্ব  ২৩৫ কিলোমিটার। 

আপনি সড়ক পথে বা  রেলপথে যেতে চান তার উপর ভিত্তি করে সময় ও দূরত্বের কিছু পার্থক্য হতে পারে।

সিলেট টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন

সিলেট টু ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো চলাচলের মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস  দিয়ে চলাচল করে। নিচে সিলেট টু ঢাকা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-

পার্বত এক্সপ্রেস (৭১০): সিলেট মাইজগাঁওকুলাউড়াভানুগাছাশ্রীমঙ্গলশায়েস্তাগঞ্জ নয়াপাড়া আজিমপুরবি-বাড়িয়া ভৈরব-বাজার বিমানবন্দরসর্বশেষ ঢাকা ।

জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮): সিলেট মাইজগাঁওকুলাউড়া ভানুগাছাশ্রীমঙ্গল শায়েস্তাগঞ্জ সাহাজি-বাজারনয়াপাড়া মনতলাহারিশপুর মুকুন্দপুর  আজিমপুর বি-বাড়িয়া  আশুগঞ্জ—   বিমানবন্দর সর্বশেষ ঢাকা ।

উপবন এক্সপ্রেস (৭৪০): সিলেট মাইজগাঁওবরুণচাল কুলাউড়াশমশের নগর ভানু গাছশ্রীমঙ্গল  শায়েস্তাগঞ্জ ভৈরব বাজার  বিমানবন্দর   সর্বশেষ ঢাকা ।

কালানি এক্সপ্রেস (৭৭৪): সিলেট মাইজগাঁওকুলাউড়া শমসের নগর শ্রীমঙ্গল শায়েস্তাগঞ্জ হারিশপুরআজিমপুরভৈরব বাজার নরসিংদী   বিমানবন্দর সর্বশেষ ঢাকা ।

সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা

প্রিয় পাঠক,আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে  সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া  সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও সিলেট টু ঢাকা কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই  আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url