শান্তি পরিবহন কাউন্টার নাম্বার,অনলাইন টিকিট,ভাড়া ২০২৫
শান্তি পরিবহন অনলাইন টিকিট কি ভাবে কাটাতে নিয়ম জানতে গুগলে সার্চ করেছেন?তাহলে নিচের আর্টিকেলটি পড়ুন। কারণ আপনি যদি শান্তি পরিবহনে যাতায়াত করতে চান? তবে অবশ্যই আপনাকে শান্তি পরিবহন অনলাইন টিকিট কি ভাবে কাটতে জানতে হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক, শান্তি পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে।
শান্তি পরিবহনটি বাংলাদেশের নিয়মিত চলাচলকারী ও বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম রুটের অত্যন্ত জনপ্রিয় একটি পরিবহন।
পোস্ট সূচিপত্র.
শান্তি পরিবহন
শান্তি পরিবহন বাংলাদেশের ঢাকা টু চট্টগ্রাম রুটে একটি সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় পরিবহন। এ পরিবহনটি যাত্রীসেবা, নির্ভরযোগ্যতা এবং সময়ানুগতার জন্য এটি দেশের পরিবহন খাতে বিশেষ পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে শান্তি পরিবহন আন্তঃজেলা এবং নগর পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
শান্তি পরিবহন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে তাদের যানবাহন পরিচালনা করে। আন্তঃজেলা ভ্রমণের পাশাপাশি মহানগর এলাকার যাত্রীদের জন্যও এটি একটি সহজলভ্য ও নির্ভরযোগ্য পরিবহন মাধ্যম। আধুনিক যানবাহনের বহর, প্রশিক্ষিত চালক এবং দক্ষ কর্মচারীদের মাধ্যমে তারা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ সেবা প্রদান করে থাকে।
শান্তি পরিবহন অনলাইন টিকিট
বাংলাদেশে বর্তমান সময়ে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা চালু হয়েছে। যার মাধ্যমে ঘরে বসে থেকে সহজেই বাসের টিকেট কম সময়ের মধ্যে সংগ্রহ করা যায়। অনলাইন মাধ্যমে শান্তি পরিবহনের টিকেট যাত্রীদের কাছে বিক্রি করা হয়। কিন্তু টিকেটের দাম কিছু বেশি কারণ অনলাইনের কিছু টাকা ভাট দিতে হয়।
মূলত শান্তি পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোন সময় অনলাইন টিকেট পাওয়া যায়। তাই টিকেট ক্রয় করতে https://shantiparibahanbd.com/এই ওয়েবসাইট টি ভিজিট করে শান্তি পরিবহন অনলাইন টিকিট ক্রয় করতে পারেন। কিন্তু অনলাইনে টিকিট ক্রয় করতে হলে আপনি শুধুমাত্র ঢাকা টু চট্টগ্রামের টিকিট ক্রয় করতে পারবেন। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম।
শান্তি পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ২০২৫
আপনি যদি টিকেট সংগ্রহ কি ভাবে করবেন জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য অনেক গুরুত্বপর্ণ। আমাদের আজকের আর্টিকেল শান্তি পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানবো। এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই শান্তি পরিবহন টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শান্তি পরিবহন টিকিট কিভাবে কাটবো সেই প্রক্রিয়া গুলো-
- প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি বাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করবেন শান্তি পরিবহন। তারপর দেখবেন ইংরেজিতে শান্তি পরিবহন খাগড়াছড়ি লেখা একটি ওয়েবসাইট সামনে আসবে এখানে ক্লিক করতে পারেন অথবা টিকিট ক্রয় করতে হলে ক্রয় করতে হলে https://shantiparibahanbd.com/এই ওয়েবসাইট টি ভিজিট করে এই লিংকে ক্লিক করুন।
- এরপর মূল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি কোথায় হতে কোথায় ভ্রমণ করতে চান নিদিষ্ট স্থান ও যে স্থানে যাবেন সিলেক্ট করুন।
- তারপর নিদিষ্ট ভ্রমণের তারিখ সিলেক্ট করুন।
- এরপর আপনি কোন কোচে যাবেন সে কোচটি সিলেক্ট করুন।
- তারপর আপনার সামনে একটি ফর্ম আসবে সেখানে আপনার নাম ঠিকানা ইমেল এড্রেস মোবাইল নাম্বার লিঙ্গ কোন স্টেশন থেকে যেতে চান এবং কোন স্টেশনের নামবেন বিস্তারিত সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন।
- তারপর পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ, নগদ বা রকেট এর মাধ্যমে আপনাকে বিল পেইট করতে হবে।
- এরপর procead বাটনে ক্লিক করতে হবে
- তারপর আপনার মোবাইলে আসা OTP কোড দিতে হবে।
- এরপর অপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। আবার Proceed বাটনে ক্লিক করবেন।
- তারপর আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি যে নামে টিকিট কাটবেন সে নামে hi এরপর আপনার নাম দিয়ে your ticket is conflirmed দেখাবে। এবং আপনাকে একটি PNR নাম্বার দিয়ে দিবে।
- এরপরে আপনার ভ্রমণের তারিখে সরাসরি কাউন্টারের গিয়ে টিকিট বুঝে নিতে হবে।
এভাবে খুব সহজতর ভাবে আপনি শান্তি পরিবহনের বাংলাদেশ যেকোনো জায়গা হতে ঘরে বসেই ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করতে পারেন।
শান্তি পরিবহন ঢাকা টু খাগড়াছড়ি ভাড়া
বাংলাদেশ বাস বাংলাদেশের বাস গুলোর মধ্যে ঢাকা টু খাগড়াছড়ি রুটে সবচাইতে বেশি চলাচলকারী ও জনপ্রিয় বাস হচ্ছে শান্তি পরিবহন। এ বাসের ভাড়া তুলনামূলক ভাবে অন্যান্য বাসের চাইতে একটু কম। কিন্তু নির্দিষ্ট দূরত্বের ওপর নির্ভর করে বাসের ভাড়া নির্ধারিত হয়ে থাকে। নিচে শান্তি পরিবহনে ঢাকা টু খাগড়াছড়ি রোডের বাস ভাড়া দেওয়া হলো-
- ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি E-CLASS: ৭,৫০ টাকা।
শান্তি পরিবহন টিকেট কাউন্টার
ঢাকা জেলার কাউন্টার সমূহ
- সাভার বাস স্টেশন কাউন্টার নাম্বার 01972-691397.
- গাবতলি বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-602862, 01877-720232.
- সায়েদাবাদ বাস স্টেশন কাউন্টার, নাম্বার 01715-079676.
- আব্দুল্লাহপুর বাস স্টেশন কাউন্টার, নাম্বার 01610-449903.
- কলাবাগান বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-602863.
- ফকিরাপুল বাস টার্মিনাল কাউন্টার নাম্বার 01706-796993.
- কমলাপুর বাস স্টেশন কাউন্টার, নাম্বার 01730-376358.
- শাখা অফিস, দক্ষিণ কমলাপুর, বালুরমাঠ, নাম্বার 01855-966821.
- জনপথ মোড় বাস স্টেশন কাউন্টার নাম্বার 01915-744204, 01709-956983.
- চিটাগং রোড বাস কাউন্টার, নাম্বার 01877-720239.
- এয়ারপোর্ট বাস স্টেশন কাউন্টার নাম্বার 01828-227995.
- বারীধারা (নর্দা) বাস কাউন্টার, নাম্বার 01791-033335.
- শনিরআখড়া বাস স্টেশন কাউন্টার,নাম্বার 01998-827168.
- সাইনবোর্ড বাস স্টেশন কাউন্টার নাম্বার 01973-366724.
- গাজীপুর জেলার কাউন্টার সমূহ
- চন্দ্রা বাস স্টেশন কাউন্টার নাম্বার 01684-301248.
- বাইপাইল বাস কাউন্টার নাম্বার 01877-720241.
- সফিপুর বাস কাউন্টার, (আনসার একাডেমি) নাম্বার 01843-184125.
- কোনাবাড়ী বাস কাউন্টার নাম্বার 01846-817817.
- চৌরাস্তার মোড় বাস স্টেশন কাউন্টার নাম্বার 01877-720245.
- বড়বাড়ী বাস স্টেশন কাউন্টার নাম্বার 01716-333008.
- বোর্ড বাজার কাউন্টার নাম্বার 01715-866538.
- শিববাড়ী বাস কাউন্টার নাম্বার 01676-198450.
খাগড়াছড়ি জেলার কাউন্টার সমূহ
- মাটিরাঙ্গা বাস স্টেশন কাউন্টার নাম্বার 01855-966819.
- হেয়াকো বাস স্ট্যান্ড কাউন্টার নাম্বার 01830-806873.
- মানিক ছড়ি (মহামুনি) বাস স্টেশন কাউন্টার নাম্বার 01840-552520.
- তবলছড়ী বাস স্টেশন কাউন্টার নাম্বার 01843-184135.
- মহালছড়ি বাস স্টেশন কাউন্টার নাম্বার 01855-966817, 01823-926853.
- দীঘিনালা বাস স্টেশন কাউন্টার নাম্বার 01855-966814, 01813-268919, 01553-126000.
- নারিকেল বাগান কাউন্টার নাম্বার 0371-61807, 01855-966804.
রাঙ্গামাটি জেলার কাউন্টার সমূহ
- কাপ্তাই বাস স্ট্যান্ড কাউন্টার নাম্বার 01575-683284.
চট্টগ্রাম জেলার কাউন্টার সমূহ
- অক্সিজেন মোড় বাস কাউন্টার নাম্বার 01601-017315.
- সিইপিজেড কাউন্টার নাম্বার 01511-010009.
- নতুন ব্রীজ কাউন্টার নাম্বার 01822-148032.
- ক্যান্টেন্টমেন্ট সুপার মার্কেট কাউন্টার নাম্বার 01701-017317.
- ফটিকছড়ি বাস স্টেশন কাউন্টার নাম্বার 01610-168405.
- নাজিরহাট বাস স্টেশন কাউন্টার নাম্বার 01610-168404.
- হাটহাজারী বাস টার্মিনাল কাউন্টার নাম্বার 01882-020959.
সিলেট জেলার কাউন্টার সমূহ
- সিলেট বাস স্টেশন কাউন্টার, নাম্বার 01833-335781, 01726-240498.
- মৌলভীবাজার বাস স্টেশন কাউন্টার নাম্বার 01712-535131.
- শ্রীমঙ্গল বাস স্টেশন কাউন্টারনাম্বার 01715-095959.
- শায়েস্তাগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01718-631410.
কক্সবাজার জেলার কাউন্টার সমূহ
- কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল কাউন্টার নাম্বার -335780, 01791-389221, 01822-148031.
- টেকনাফ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01742-452331, 01873-817228.
নারায়ণগঞ্জ জেলার কাউন্টার সমূহ
- কাঁচপুর ব্রীজ বাস কাউন্টার নাম্বার 01877-720240.
- সোনারগাঁ বাস কাউন্টার নাম্বার 01713-532844.
- নারায়ণগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01973-026000.
- মুন্সিগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01797-103492.
কিশোরগঞ্জ জেলার কাউন্টার সমূহ
- কিশোরগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01713-577304.
- ভৈরব বাস কাউন্টার, নাম্বার 01861-659648
ময়নসিংহ জেলার কাউন্টার সমূহ
- প্রধান কার্যালয় বাস কাউন্টার নাম্বার 01711-662354.
- কলতা পাড়া বাস স্টেশন কাউন্টার নাম্বার 01713-503153.
- ঈশ্বরগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01917-213920.
- নান্দাইল বাস কাউন্টার নাম্বার 01713-500212.
- নান্দাইল চৌরাস্তা বাস কাউন্টার নাম্বার 01712-762416.
রংপুর ও ঠাকুরগাঁও জেলার কাউন্টার সমূহ
- রংপুর বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335775.
- তারাগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01751-215555.
- ঠাকুরগাঁও বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335770, 01717-400476.
- জি.এম রংপুর অঞ্চলের নাম্বার 01833-335774.
নীলফামারী ও দিনাজপুর জেলার কাউন্টার সমূহ
- সৈয়দপুর বাস স্টেশন কাউন্টার নাম্বার 01912-174717, 01833-335773.
- বীরগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01723-996050.
- রাণীরবন্দর বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335791, 01733-399813.
- দিনাজপুর বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335772.
বগুড়া ও গাইবান্ধা জেলার কাউন্টার সমূহ
- মাঝিরা ক্যান্টনমেন্ট কাউন্টার নাম্বার 01833-335779.
- বগুড়া বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335778.
- গোবিন্দগঞ্জ বাস স্টেশন কাউন্টার নাম্বার 01833-335776.
শান্তি পরিবহন অনলাইন টিকিট-শেষ কথা
আজকের এই আর্টিকেলের মূল বিষয় শান্তি পরিবহন বাসের অনলাইন টিকিট। সাথে আরও আলোচনা করেছি শান্তি পরিবহন ঢাকা টু খাগড়াছড়ি ভাড়া কাউন্টার নাম্বার। আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই পরবর্তী সময়ে আবার ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url