সেন্টমার্টিন পরিবহন কাউন্টার নাম্বার,অনলাইন টিকিট,ভাড়া ২০২৫
সেন্টমার্টিন পরিবহন টিকিট অনলাইন কি ভাবে কাটাতে নিয়ম জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের পোস্টটি পড়ুন। কারণ আপনি যদি সেন্টমার্টিন পরিবহনে যারা যাতায়াত করতে চান বা যাদের টিকিটের প্রয়োজন আজকের দেখানো নিয়ম অনুযায়ী টিকিট কি ভাবে অনলাইন কাটতে হয় জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেন্টমার্টিন পরিবহন টিকিট অনলাইন সম্পর্কে।
সেন্টমার্টিন পরিবহন বাংলাদেশের বাস পরিবহন গুলোর মধ্যে একটি উন্নত পরিবহন। পরিবারিক ভাবে ঘুরতে যাওয়া বা কাজের উদ্দেশ্যে আমরা অনেক সময় অনেক স্থানে সেন্টমার্টিন পরিবহনে ভ্রমণ করে থাকি। তাই ভ্রমণ করার জন্য সেন্টমার্টিন পরিবহন উন্নত পরিবহন। কারণ ভ্রমণ করার জন্য সেন্টমার্টিন পরিবহন গুলো যাত্রীদেরকে দ্রুত নিরাপদ ভাবে গন্তব্য স্থানে পোঁছাতে সহায়তা করে এবং আরামদায়ক সিট প্রদন করে থাকে।
পোস্ট সূচিপত্র.
সেন্টমার্টিন পরিবহন
সেন্টমার্টিন পরিবহন বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুপরিচিত বাস পরিবহন কোম্পানি। এটি যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক প্রদান করার জন্য পরিচিত।
পরিবহনটি মূলত ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সার্ভিস প্রদান করে থাকে। সেন্টমার্টিন পরিবহনের রয়েছে উন্নত মানের এসি, নন-এসি বাস বা স্লিপার কোচ রয়েছে, যা যাত্রীদের চাহিদা অনুযায়ী ভ্রমণে সহায়তা করে থাকে।
আরো পড়ুনঃ হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
সেন্টমার্টিন পরিবহনের বাস যাত্রীদের জন্য স্লিপার কোচের আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে। এছাড়াও মোবাইল চার্জিং পোর্ট, আরামদায়ক সিট, এবং মনোরম অভ্যন্তরীণ পরিবেশ। তাদের অনলাইন টিকেটিং সুবিধাও রয়েছে, যা যাত্রীদের জন্য টিকিট ক্রয় করতে সাহায্য করে থাকে।
এছাড়া বাস গুলো নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু ও শেষ করার জন্য পরিচিত। যা যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। সেন্টমার্টিন পরিবহন তাদের মানসম্পন্ন সেবার জন্য দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা অনেক লাভ করেছে।
সেন্টমার্টিন পরিবহন টিকিট অনলাইন
বর্তমান সময়ে সেন্টমার্টিন পরিবহনে সকল জায়গা থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে।যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে সহজেই অনলাইনে বাসের টিকিট কম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। অনলাইন মাধ্যমে সেন্টমার্টিন পরিবহন টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হয়।
কিন্তু টিকিটের দাম কিছু বেশি কারণ অনলাইনের কিছু টাকা ভাট দিতে হয়। আপনারা অনলাইন মাধ্যমে খুব সহজেই সেন্টমার্টিন পরিবহন টিকিট কাটতে পারবেন।
মূলত সেন্টমার্টিন পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। তাই টিকিট ক্রয় করতে https://www.saintmartinparibahanbd.com/ এই ওয়েবসাইট টি ভিজিট করে গ্রীন লাইন বাস অনলাইন টিকিট ক্রয় করা যায়।
সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
আপনি যদি সেন্টমার্টিন পরিবহনের টিকিট সংগ্রহ কি ভাবে করবেন জানতে চান? তবে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপর্ণ। আমাদের আজকের পোস্টে সেন্টমার্টিন পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানবো।
আরো পড়ুনঃ শ্যামলী পরিবহন অনলাইন টিকিট
তাই এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই সেন্টমার্টিন পরিবহনের টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেন্টমার্টিন পরিবহনের টিকিট কি ভাবে কাটবো সেই প্রক্রিয়া গুলো-
- প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে যে কোনো একটি বাউজার ওপেন করে সার্চ বারে সেন্টমার্টিন পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট বা নিম্নোক্ত https://www.saintmartinparibahanbd.com/ এই লিংকে ক্লিক করুন।
- এরপর যাত্রার স্থান (যেখান থেকে উঠবেন) এবং গন্তব্যের শহর নির্বাচন করতে হবে। তারপর যাত্রার তারিখ ও সময় নির্বাচন করুন।
- তারপর বাসের ভিতরের সিট প্ল্যান দেখে পছন্দমত সিট নির্বাচন করতে হবে।
- এরপর টিকিটের সংখ্যা এবং শ্রেণি নির্বাচন: আপনার সাথে কতজন যাত্রী যাবে এবং এসি বা নন-এসি বাসে ভ্রমণ করতে চান সেটি বেছে নিতে হবে।
- তারপর যাত্রীর নাম, মোবাইল নম্বর, এবং ইমেইল ঠিকানা প্রদান করতে হবে।
- এরপর পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে পেমেন্টের জন্য। বিভিন্ন অপশন আছে যেমন, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট), ক্রেডিট কার্ড, বা ডেবিট কার্ড থেকে পছন্দমত একটি বেছে নিতে হবে।
- তারপর পেমেন্ট সম্পন্ন করার পর টিকিট কনফার্মেশন মেসেজ এবং ইমেইলের মাধ্যমে ই-টিকিট পাঠানো হবে।
- এরপর ই-টিকিট ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে যাত্রার সময় নিয়ে যেতে পারেন।
উপরের এই প্রক্রিয়া সম্পন্ন করলে সহজেই সেন্টমার্টিন পরিবহনের টিকিট অনলাইনে কেটে যাত্রা নিশ্চিত করতে পারেন।এভাবে খুব সহজ ভাবেই আপনি সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট বাংলাদেশ যেকোনো জায়গা হতে ঘরে বসেই ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করতে পারেন।
সেন্টমার্টিন পরিবহন স্লিপার
সেন্টমার্টিন পরিবহন অনেক আগে থেকেই তার যাত্রীদেরকে বিভিন্ন ধরনের উন্নতমানের সেবা প্রদান করে আসছে। কিন্তু বর্তমান সময়ে তাদের আরেকটি উন্নতর সেবা হচ্ছে স্লিপার কোচ। সেন্টমার্টিন পরিবহন স্লিপার বাস বাংলাদেশের দূরপাল্লার যাত্রী পরিবহন ব্যবস্থায় একটি অত্যন্ত জনপ্রিয় নাম।
আধুনিক প্রযুক্তি, আরামদায়ক সেবা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বাস সার্ভিসটি বিশেষ ভাবে পরিচিত। স্লিপার বাসের মূল আকর্ষণ হলো যাত্রীদের জন্য আরামদায়ক শোয়ার ব্যবস্থা, যা দীর্ঘ যাত্রাকেও আরামদায়ক ও স্বস্তিদায়ক করে তোলে।
সেন্টমার্টিন পরিবহন সাধারণত দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং বড় শহর গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার,,চট্টগ্রামের সেন্টমার্টিন এবং টেকনাফ মত গন্তব্য গুলোতে এই পরিবহন ব্যাপক ভাবে সেবা প্রদান করে থাকে। বাসের অভ্যন্তরে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, ব্যক্তিগত শোয়ার ব্যবস্থা, মোবাইল চার্জিং পয়েন্ট, এবং বিনোদনের জন্য এলইডি স্ক্রিন।
সময়ের প্রতি প্রতিশ্রুতি, যাত্রীদের প্রতি যত্ন এবং আরামের নিশ্চয়তার কারণে সেন্টমার্টিন পরিবহন স্লিপার বাস ভ্রমণকারীদের জন্য নির্ভরযোগ্য একটি পছন্দ। যারা দীর্ঘ দূরত্বের যাত্রায় আরাম ও স্বাচ্ছন্দ্য খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ সেবা।
সেন্টমার্টিন পরিবহন কাউন্টার
সেন্টমার্টিন পরিবহন সব ধরণের যাত্রীদের পছন্দের কথা বিবেচনা করে এসি, নন এসি উভয় বাসে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছে। এসি বিজনেস ক্লাসের পাশাপাশি এসি ইকোনমি ক্লাস, নন এসি বিজনেস ক্লাস ও নন এসি ইকোনমি বাস রয়েছে তাদের।
ঢাকা জোন কাউন্টার নাম্বার
- সায়দাবাদ কাউন্টার নম্বর – 01762691350
- পান্থপথ কাউন্টার নম্বর – 01762691364
- গাবতলি কাউন্টার নাম্বার – 01762691337
- আরামবাগ কাউন্টার নম্বর – 01762691340/41
- ফকিরাপুল কাউন্টার নম্বর – 01762691342
- শনির আখড়া কাউন্টার নম্বর – 01762691336
- কল্যানপুর কাউন্টার নম্বর- 01762691353
- আবদুল্লাহপুর কাউন্টার নম্বর- 01762691345
- চিটাগং রোড কাউন্টার নম্বর – 01762691343
- কাঁচপুর কাউন্টার নম্বর – 01762691338
চট্রগ্রাম জোন কাউন্টার নাম্বার
- চট্টগ্রাম কাউন্টার নম্বর – 01762691360/46
- কাপ্তাই কাউন্টার নম্বর – 01762691355
- বান্দরবান কাউন্টার নম্বর– 01762691356
- খাগড়াছড়ি কাউন্টার নম্বর – 01762691358
কক্সবাজার জোন কাউন্টার নাম্বার
- কক্সবাজার ঝাউতলা কাউন্টার নম্বর– 01762691349
- কক্সবাজার কলাতলি কাউন্টার নম্বর – 01762691347/48
- টেকনাফ কাউন্টার নম্বর- 01762691351
- সেন্টমার্টিন দ্বীপ কাউন্টার নম্বর - 01762691361
সেন্টমার্টিন পরিবহন ভাড়া
সেন্টমার্টিন পরিবহনটি জনপ্রিয় হলেও অন্যান্য পরিবহন এর তুলনায় এর ভাড়া অনেক কম সুতরাং এই পরিবহনের ভাড়া নিয়ে কোন যাত্রীরা অভিযোগ নেই. তারপরও অনেকে জানতে চায় এই পরিবহনের ভাড়া কত? এজন্য আজ আমরা এখানেই সকল রুটে ভাড়ার তালিকা প্রদান করব যাতে যাত্রীগণ সহজে এখান থেকে দেখতে পারেন।
বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস ও নন এসি ভেদে ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে। বাস ভাড়া পরিবর্তনশীল। অনলাইন তথ্য অনুযায়ী সেল্ক মার্টিন পরিবহনের ভাড়ার তালিকা নিচে দেওয়া হল-
- ঢাকা- চট্টগ্রাম- ঢাকা নন এসি ভাড়া ৭,০০ টাকা – এসি ভাড়া B-CLASS: ১,২০০ টাকা, SLEEPER: ১,৪০০ টাকা।
- ঢাকা- কক্সবাজার- ঢাকা নন এসি E-CLASS: ১,১০০টাকা ও B-CLASS: ভাড়া ১,২০০ টাকা – এসি E-CLASS: ১৪,০০টাকা B-CLASS: ১৬০০ টাকা SLEEPER: ২,০০০ টাকা।
- ঢাকা- টেকনাফ- এসি ভাড়া SLEEPER: ২,২০০ টাকা।
- ঢাকা- বান্দরবান- ঢাকা নন এসি B-CLASS: ৯,৫০ – এসি ভাড়া SLEEPER: ১, ৮০০ টাকা।
- ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা নন এসি ভাড়া ৮, ৫০ টাকা – এসি E-CLASS: ১১,০০ টাকা।
- ঢাকা- রাঙ্গামাটি- ঢাকা নন এসি ভাড়া ৭, ৫০ টাকা – এসি ভাড়া E-CLASS: ১,২০০ টাকা।
- ঢাকা- যশোর - ঢাকা এসি ভাড়া SLEEPER: ১,৩০০ টাকা।
- ঢাকা- বেনাপোল - ঢাকা এসি ভাড়া SLEEPER: ১,৪ ০০ টাকা।
- ঢাকা- কলকাতা - ঢাকা এসি ভাড়া SLEEPER: ১,৮ ০০ টাকা।
গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট-শেষ কথা
আমাদের আজকের এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় সেন্টমার্টিন পরিবহন কাউন্টার নাম্বার,অনলাইন টিকিট,ভাড়া। আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন।এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url