খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন বা গুগলে সার্চ করছেয়া? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা আজকের পোস্টের মধ্যে আলোচনা করেছি  খুলনা টু ঢাকা ট্রেন,ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।

খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী-ভাড়া ২০২৫

আপনাদের মধ্যে কেউ যদি  খুলনা টু ঢাকা ভ্রমণের উদ্দেশ্যে বা কোন কাজের জন্য যেতে চাই, তাহলে এই পোস্টটি থেকে আপনারা ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন খুলনা টু ঢাকা ট্রেন ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে এবং আশা করি ট্রেন ভ্রমণের আপনাদের সহায়তা হবে।

পোস্ট সূচিপত্র.

খুলনা টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫

খুলনা টু ঢাকা ট্রেন চলাচলের জন্য দেশের অন্যতম জনপ্রিয় রুট হিসাবে পরিচিত। এই রুটে ট্রেন যোগাযোগ যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণের প্রধান মাধ্যম। প্রতিদিন খুলনা টু ঢাকা ৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।

খুলনা টু ঢাকা রুটে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন মোট ৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই আন্তঃনগর ট্রেনগুলো খুলনা টু ঢাকা এবং ঢাকা টু খুলনা রুটে যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-

  • সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)
  • চিত্রা এক্সপ্রেস (৭৬৩)
  • জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫ )

উপরে উল্লেখিত ট্রেন গুলো দৈনিক খুলনা টু ঢাকা রুটে সরাসরি চলাচল করে। এ ট্রেন ট্রেনগুলো যাত্রা সময় বিভিন্ন স্টেশনে স্টপিস দিয়ে থাকে যাত্রীদের সুবিধার্থে। আপনি যদি খুলনা থেকে ঢাকা রুটে ট্রেনে চলাচল করতে চান তাহলে উপরের ট্রেনগুলোতে যাতায়াত করতে পারেন।

খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী

বর্তমান সময়ে খুলনা টু ঢাকা রুটে খুলনা থেকে ছেড়ে আসা আন্ত নগর দুটি ট্রেন চলাচল করে এই ৩টি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-

 ট্রেনের নাম

যাত্রা শুরু

সময়

যাত্রা শেষ

সময়

সুন্দরবন এক্সপ্রেস

খুলনা 

রাত  ৯:৪৫ মিনিট

ঢাকা 

ভোর ৫:১০ মিনিট

চিত্রা এক্সপ্রেস

খুলনা 

সকাল ৯:০০ টা

ঢাকা 

সন্ধ্যা ৬:০৫ মিনিট

জাহানারা বাদ এক্সপ্রেস

খুলনা 

সকাল ৬:০০ টা

ঢাকা 

সকাল ৯:৪৫ মিনিট

খুলনা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

খুলনা টু ঢাকা রুট বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ পথ হিসেবে পরিচিত। এ রুটে দৈনিক প্রায় পাঁচটি টির বেশি ট্রেন চলাচল করে। তবে প্রতিটি ট্রেনের নির্ধারিত একটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যা রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থার মান উন্নয়নে নির্ধারণ করা হয়।  

মূলত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এই ছুটির দিন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যদি সপ্তাহে একদিন সম্পর্কে সঠিক তথ্য যাত্রীরা অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে এবং ভ্রমণ আরও সহজ করতে পারেন।

 ট্রেনের নাম

 সাপ্তাহিক ছুটি

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস

মঙ্গলবার

আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস

রবিবার

আন্তঃনগর জাহানারা বাদ এক্সপ্রেস

সোমবার

খুলনা টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫

আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই খুলনা টু ঢাকা ট্রেনের টিকিট কাটতে পারবেন। খুলনা থেকে ঢাকা পর্যন্ত রেললাইনে দৈনিক আন্তঃনগর ৩টি ট্রেন চলাচল করে। নিচে খুলনা টু ঢাকা সকল ট্রেনর ভাড়ার তালিকা দেওয়া হলো-

সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)

 আসন বিন্যাস

  ভাড়া

 শোভন চেয়ার

ভ্যাট বাদে- ৬২৫টাকা

 স্নিগ্ধা

ভ্যাটসহ- ১১৯৬ টাকা

এসি সিট 

ভ্যাটসহ -১৪৩২ টাকা

চিত্রা এক্সপ্রেস (৭৬৩)

 আসন বিন্যাস

  ভাড়া

 শোভন চেয়ার

ভ্যাটসহ- ৬৩০টাকা

 স্নিগ্ধা

 ভ্যাটসহ- ১২০৮ টাকা

এসি বিজনেস

 ভ্যাটসহ- ২১৬৮টাকা

জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) 

 আসন বিন্যাস

 ভাড়া

 শোভন চেয়ার

ভ্যাট বাদে- ৪৪৫ টাকা

 স্নিগ্ধা

ভ্যাটসহ- ৮৫১ টাকা

এসি সিট 

ভ্যাটসহ- ১০১৮ টাকা

খুলনা থেকে ঢাকা কত কিলোমিটার

খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে খুলনা টু ঢাকা দূরত্ব  কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক খুলনা টু ঢাকা দূরত্ব কত-

সড়ক পথেঃ খুলনা থেকে ঢাকা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ২১৯.৪ কিলোমিটার ।

রেলপথেঃ খুলনা থেকে ঢাকা রেলপথের দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্রে পাওয়া যায় যদি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইল বঙ্গবন্ধু বা যমুনা সেতু হয়ে যদি ঢাকা পৌঁছায় তাহলে খুলনা থেকে ঢাকা দূরত্ব রেলপথে দূরত্ব ৪০৪ কিলোমিটার। 

আর আপনি যদি খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করেন তাহলে এই পথের মোট দূরত্ব দ্বারা ২৭২ কিলোমিটার। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে খুলনা টু ঢাকা রেলপথের দূরত্ব কমে এসেছে এবং সময়ও বেঁচে যাচ্ছে যাত্রীদের।

বিমান পথেঃ খুলনা থেকে ঢাকা বিমান পথে দূরত্ব প্রায় ২২৭ কিলোমিটার বা ১৪১ মাইল।

আপনি সড়ক পথে, রেলপথে বা  বিমান পথে যেতে চান তার উপর ভিত্তি করে সময় ও দূরত্বের কিছু পার্থক্য হতে পারে।

খুলনা টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন

খুলনা টু ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস  দিয়ে চলাচল করে। নিচে খুলনা টু ঢাকা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস

  • খুলনা—দৌলতপুর—নোয়াপাড়া—যশোর—মোবারকগঞ্জ—কোটচাঁদপুর—চুয়াডাঙ্গা—আলমডাঙ্গা —পোড়াদহ— কুষ্টিয়া কোট— পাঙ্গাসা— রাজবাড়ী— ফরিদপুর— ভাঙ্গা —সর্বশেষ ঢাকা ।

আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস

  • খুলনা —নোয়াপাড়াযশোর— মোবারকগঞ্জ কোটচাঁদপুর—দর্শনাচুয়াডাঙ্গাআলমডাঙ্গাপোড়াদহ—মিরপুর— ভেড়ামারা—ঈশ্বরদী চাটমোহর —বোরাল ব্রিজ উল্লাপাড়াএসএইচ এম মনসুর আলীবঙ্গবন্ধু সেতু পূর্ব —টাঙ্গাইল—জয়দেবপুর  বিমান বন্দর সর্বশেষ  ঢাকা।।

আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস

  • খুলনা  নোয়াপাড়া — সিঙ্গিয়া— নড়াইল—লোহা গড়া কাশিয়ানী ভাঙ্গা  সর্বশেষ  ঢাকা।

খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া-শেষ কথা

প্রিয় পাঠক,আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া  সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও খুলনা থেকে ঢাকা কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই  আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url