সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু সোনালী ব্যাংক একাউন্ট খোলার সঠিক নিয়ম সম্পর্কে জানেন না? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। কারণ আজকের পোস্টের মধ্যে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম গুলোর বিস্তারিত আলোচনা করব। আশাকরি আজকের পোস্টটি পড়লে আপনারা নিজেই সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।
বাংলাদেশের সকল সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক অন্যতম একটি ব্যাংক। আপনার যে কোনো সরকারি চাকরির আবেদন করার জন্য দেখবেন সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হয়। আজকের পোস্টের মধ্যে আমরা আলোচনা করব কি ভাবে সোনালী ব্যাংকের একাউন্ট খোলতে হয় বা কি কাগজপত্রের প্রয়োজন হয়।
আপনি চাইলে সোনালী ব্যাংকে যে কোন ধরনের একাউন্ট খুলতে পারেন। যেমন- সেভিংস একাউন্ট (Savings Account),স্টুডেন্ট একাউন্ট (Student Account), প্রবাসী একাউন্ট (Probashi Account) ও কারেন্ট একাউন্ট (Current Account)। ব্যক্তিগত একাউন্ট অথবা প্রাতিষ্ঠানিক একাউন্টও খোলা যায়। আপনি চাইলে সোনালী ব্যাংকে একটি সেভিংস একাউন্ট খুলতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে হয়।
পোস্ট সূচিপত্র.
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকে মূলত দুইটি মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। প্রথমত হচ্ছে, আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে এবং অপরটি হলো অনলাইনের মাধ্যমে Sonali esheba অ্যাপ দিয়ে। ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নমিনির ছবি এবং তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
তারপর, আপনি নিজে বা তাদের থেকে উক্ত ফরমটি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং ন্যুনতম আবেদন ফি বা জমা পরিমাণ টাকা দিয়ে একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। তারপর, তারা সেসব তথ্য দিয়ে আপনাকে একটি সোনালী ব্যাংকে একাউন্ট খুলে দিবে।
তবে উপরের নিয়ম গুলো মূলত সাধারণ একাউন্ট খোলার জন্য প্রযোজ্য। কারণ, পার্সোনাল বা ব্যবসায়িক ও কারেন্ট একাউন্ট খোলার জন্য আরও তথ্য ও প্রক্রিয়া আছে যা ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুযায়ী সাপেক্ষ করে নেয়া হয়। এছাড়াও অধিক তথ্যের জন্য, সোনালী ব্যাংকের সাইট অথবা শাখা অফিস এ যোগাযোগ করতে পারেন।
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে হলে অনেক ধরনের কাগজপত্র লাগে। যেসব কাগজপত্র ছাড়া আপনি চাইলেও সোনালী ব্যাংকে একাউন্ট বা হিসাব খুলতে পারবেন না। সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে তার একটি তালিকা দেওয়া হলো, যার মাধ্যমে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে পারবেন-
- জন্ম নিবন্ধন সনদ/ NID বা ভোটার আইডি কার্ড/পাসপোর্ট এর ফটোকপি
- অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য ইউটিলিটি বিলের কপি।যেমন বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের ফটোকপি।
- আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি রঙিন ছবি
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাক্ষরসহ)।
- ব্যাংক একাউন্টে জমা দেয়ার জন্য টাকা।
- ইনকাম ট্যাক্স সার্টিফিকেট (যদি লাগে)
- স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে)
- ট্রেড লাইসেন্স (কারেন্ট একাউন্ট, ব্যবসায়ীদের জন্য প্রয়োজন হতে পারে)
- আবেদনকারীর সচল একটি মোবাইল নাম্বার
সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে হলে উপরের কাগজপত্র গুলো লাগবে। অনলাইনে Sonali esheba অ্যাপ দিয়ে একাউন্ট খুলতে হলেও আপনার থেকে এসব কাগজপত্র চাওয়া হবে। আপনি যদি অনলাইনে ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলেও ব্যাংকের শাখায় গিয়ে KYC দিয়ে আসতে হবে।
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
সোনালী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান সরকারি ব্যাংক, যা গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করে। ব্যাংকটি সঞ্চয়, চলতি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ একাউন্ট খোলার সুযোগ দেয়। একাউন্ট খোলার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়, যা একাউন্টের ধরণের উপর নির্ভর করে হয়ে থাকে। অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে মূলত যে পরিমাণ টাকা লাগে নিছে দেওওা হলো—
- সেভিংস একাউন্ট খুলতে ৫০০ টাকা
- কারেন্ট একাউন্ট খুলতে ১,০০০ টাকা।
এছাড়াও একাউন্ট খোলার বিস্তারিত নিয়মাবলী জানতে এবং সঠিক তথ্যের জন্য নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন
সোনালী ব্যাংক একাউন্ট কত প্রকার
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে হলে প্রথমেই আপনাদের জানা উচিৎ এ ব্যাংকের একাউন্টের ধরন বা প্রকারভেদ সম্পর্কে। সোনালী ব্যাংক বাংলাদেশের সরকার মালিকানাধীন ব্যাংক এবং তারা বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্টের সুবিধা প্রদান করে। সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে মোট ৪ ধরনের ব্যাংক একাউন্ট হিসাব খুলতে পারবেন। এগুলো হচ্ছে —
- সেভিংস একাউন্ট (Savings Account)
- স্টুডেন্ট একাউন্ট (Student Account)
- প্রবাসী একাউন্ট (Probashi Account)
- কারেন্ট একাউন্ট (Current Account)
উপরের এই তিন ধরনের একাউন্ট অনলাইন অথবা সরাসরি আপনি ব্যাংকের শাখায় যেয়ে খুলতে পারবেন। কিন্তু কারেন্ট একাউন্ট খোলার জন্য সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে হবে। সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিচে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তাহলে চলুন, জেনে নেয়া যাক
অনলাইনে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে সোনালী ব্যাংকে একাউন্ট খোলতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোর হতে Sonali esheba অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর, অ্যাপটি ওপেন করে নিচে উল্লিখিত নিয়ম অনুসরণ করলে অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট হিসাব খুলতে পারবেন। তাহলে চলুন অনলাইনে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম জেনে নেওয়া যাক-
সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য আপনাকে এখন আর ব্যাংকে যেতে হবে না আপনি ঘরে বসে থেকে সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। সোনালী ব্যাংক Sonali esheba অ্যাপস এর মাধ্যমে।
আপনার এন্ড্রয়েড ফোন কিংবা আইফোনে ইন্সটল করলে দেখতে পাবেন এখানে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি অপশন আসবে। আর এখানে ক্লিক করলেই দেখতে পাবেন ৩টি ক্যাটাগরির অ্যাকাউন্ট খোলার নাম। যেমন সেভিংস একাউন্ট, প্রবাসি একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট। এখন আপনি যে একাউন্ট খুলতে চান তার উপরে ক্লিক করবেন।
প্রথম ধাপ – মোবাইল নাম্বার যাচাই
Sonali esheba অ্যাপটি ওপেন করার আপনি এখান থেকে যে একাউন্টটি খুলতে চান সে একাউন্টের উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি ক্যাপচা কোড দেখাবে সে কোডটি দিয়ে দিবেন এবং আপনার যে নাম্বারে ব্যাংক একাউন্ট খুলতে চান সে নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি অবশ্যই সচ্ছল হতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে। সেই OTP কোডটি বসিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতিয় ধাপ – ভোটার আইডি কার্ড যাচাই
আপনার মোবাইল নাম্বার Verify হওয়ার পর, আপনার কাছে থেকে NID কার্ড বা ভোটার আইডি কার্ডের ছবি চাইবে। মোবাইলের ক্যমেরা ব্যবহার করে পরিষ্কার ভাবে ছবি দিতে হবে। আবেদনকারীর ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছন দুই দিকের ছবি তুলতে হবে।
এরপর জন্ম তারিখ (বছর/মাস/দিন অনুযায়ী স্ক্রল করে নির্বাচন করুন) ও এনআইডি নাম্বারের ঘরে 17 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বারের (13) সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাম্বারের পূর্বে জন্ম সাল সংযুক্ত করে নিতে হবে)/ ১০ সংখ্যার স্মার্ট কার্ড নম্বর প্রদান করে "তথ্য যাচাই করুন" বাটনে ক্লিক করুন। জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার ঘরে জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করে "তথ্য যাচাই করুন" বাটনে ক্লিক করুন।
এরপর, আবারও Next বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচের ধাপটি অনুসরণ করুন।
তৃতীয় ধাপ – আবেদনকারীর ছবি আপলোড করুন
ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছন দুই দিকের ছবি তোলার পর সাবমিট করলে আবেদনকারীর ছবি তুলতে বলবে। তারপর নিজের সেলফি তুলে দিতে হবে। এরপর জন্ম তারিখ এবং এনআইডি কার্ড নাম্বার দেখাবে যদি সঠিক থাকে তাহলে Next বাটনে ক্লিক করবেন। আর যদি কোন ধরনের তথ্যে ভুল থাকে বা বানান ভুল থাকে, তাহলে সেটি ঠিক করে নিবেন। তারপর, Next বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
চতুর্থ ধাপ – নমিনীর ছবি ও ভোটার আইডি কার্ড
তারপর আপনি যে ব্যক্তিকে আপনার ব্যাংক একাউন্টের নমিনি করতে চান, তার ছবি তুলে আপলোড করতে হবে এবং উক্ত নমিনির কোন কাগজপত্র আপলোড করবেন সেটি সিলেক্ট করুন। যদি ভোটার আইডি কার্ড আপলোড করতে চান তাহলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করুন এবং ভোটার আইডি কার্ডের দুই পাসের ছবি তুলে আপলোড করুন।
তারপর, নমিনির সকল তথ্য সঠিক ভাবে যাচাই করে সাবমিট করুন।
পঞ্চম ধাপ – মৌলিক তথ্য প্রদান
জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট সফলভাবে যাচাই সম্পন্ন হলে আপনার বর্তমান ঠিকানা (গ্রাম/রাস্তা, পোস্ট অফিস, জেলা, উপজেলা) ও স্বামী/স্ত্রী এর নাম লিখে 'পরবর্তী' বাটনে ক্লিক করুন।
উপরের ধাপগুলো অনুসরণ করার পর এই ধাপে এজাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সার্টিফিকেট সফলভাবে যাচাই সম্পন্ন হলে আপনার বর্তমান ঠিকানা (গ্রাম/রাস্তা, পোস্ট অফিস, জেলা, উপজেলা) ও স্বামী/স্ত্রী এর নাম লিখে এবং ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে বলবে সকল তথ্য প্রদান করবেন। তারপর, আপনার ইনকাম সোর্স, ইমেইল অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন।
তারপর, আপনি ডেবিট কার্ড নিতে চান না চেক বই নিতে চান সেটি সিলেক্ট করবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করবেন।
ষষ্ঠ ধাপ – প্রদানকৃত সকল তথ্য যাচাই করুন
উপরে এতক্ষণ যাবত যে সকল তথ্য প্রদান করেছেন, সে সকল তথ্য আস্তে আস্তে যাচাই করুন। যদি কোন তথ্যে ভুল থাকলে সে গুলো সংশোধন করে নিন। এরপর, সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।
উপরের এই ধাপ গুলো অনুসরণ করার পর আপনার দেয়া তথ্য সঠিক হলে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। অভিনন্দন এসএমএস আসলে বুঝবেন আপনার ব্যাংক একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে।
তারপর, আপনার নিকটস্থ যে কোন শাখায় যেয়ে আপনাকে KYC প্রদান করতে হবে। কারণ অনলাইনে ব্যাংক একাউন্ট খুলতে হলে অবশ্যই KYC প্রদান করতে হবে ব্যাংকের যে কোন শাখায় গিয়ে। তারপর, আপনি নিশ্চিন্তে আপনার ব্যাংক একাউন্ট হিসেব দিয়ে লেনদেন করতে পারবেন।
সোনালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
সোনালী ব্যাংকে একাউন্ট চেক করার নিয়ম গুলো অনেকটা অন্যান্য ব্যাংকের সাথে সমতুল্য। এটি আপনার একাউন্টের বর্তমান অবস্থা, লেনদেনের ইতিহাস, প্রাপ্ত ধনসমূহ ইত্যাদি নিয়ে সম্পৃক্ত হতে পারে। তবে, সাধারণত একাউন্ট চেক করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে চেক করে নিতে পারেন-
- অ্যাপসের মাধ্যমে: সোনালী ব্যাংকে একাউন্ট চেক করার জন্য অনেক সময় অ্যাপস ব্যবহার করা হয়। আপনি অনলাইনে অ্যাপসের মধ্যে লগইন করে আপনার একাউন্টের ব্যালেন্স, লেনদেন ইত্যাদি চেক করতে পারেন।
- এটিএম (ATM) ব্যবহার: আপনি সোনালী ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে, ব্যাংক একাউন্ট চেক করে নিতে পারেন। এটিএম মেশিনে আপনি আপনার কার্ড দিয়ে ব্যালেন্স চেক করতে এবং লেনদেনের তথ্য দেখতে পারেন।
- সরাসরি ব্যাংকে গিয়ে: আপনি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে প্রস্তুতকরণ এবং কার্যক্রমের জন্য আপনার একাউন্ট চেক করতে পারেন। একাউন্ট স্টেটমেন্ট এবং ব্যাংক কর্মীদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য পেতে পারেন।
এছাড়াও, আপনার যদি কোনো প্রয়োজন থাকে তবে সবসময় ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে তারা আপনাকে সঠিক নিশ্চিতকরণ প্রক্রিয়া দেখাতে সাহায্য করতে পারে।
মোবাইলে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি যদি সোনালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর আপনার যদি একটি একাউন্ট থাকে তাহলে অবশ্যই বিভিন্ন প্রয়োজনে আপনার এই অ্যাকাউন্ট চেক করতে হতে পারে। এজন্য আপনি মোবাইল ফোনের এর মাধমে চেক করে নিতে পারবেন। নিচে মোবাইলে সোনালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম দেওয়া হলো-
Sonali e-Wallet অ্যাপ দিয়ে: আপনার মোবাইল ফোনে Sonali e-Wallet অ্যাপটি ডাউনলোড করে এখান থেকে আপনার একাউন্টে লগইন করে একাউন্টের ব্যালেন্স চেক করে নিতে পারেন
এসএমএসের মাধ্যমে: প্রথমে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এরপর সেখানে গিয়ে টাইপ করুন SIL, space BAL। তারপর আপনি ২৬৯৬৯ এই নম্বরে পাড়িয়ে দিন। তার কিছুক্ষণ আপক্ষা করার পরে আপনার একাউন্টেটি যদি সচল থাকে তাহলে একটি ফ্রিতে মেসেজ এর মাধ্যামে আপনাকে জানিয়া দেওয়া হবে আপনার একাউন্টের ব্যালেন্স।
সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর
আপনি যেকোনো তথ্যের জন্য সরাসরি ফোন নম্বরে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ছাড়া সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে হেল্প নিতে পারবেন-
সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর: Phone Number +8809610016639 PABX :0257161080-88 FAX – 88-02-9561410, 88-02-9552007
sonali bank hotline number: 16639
সোনালী ব্যাংক হেল্পলাইন ইমেল ঠিকানা:
- Chairman: chairmansbl@sonalibank.com.bd
- Md & CEO: ceosbl@sonalibank.com.bd
- Md. Afzal Karim (DMD-1): mdafzalkarim8360@sonalibank.com.bd
- Md. Zahidul Haque (DMD-2): zahidul.haque@sonalibank.com.bd
- Md. Abdul Mannan (DMD-3): mannan@sonalibank.com.bd
- Md. Murshedul Kabir (DMD-4): dmdmkabir@sonalibank.com.bd
সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানা: www.sonalibank.com.bd
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-শেষ কথা
আমাদের আজকের মূল টপিক সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আপনারা যদি উপরের নিয়ম মেনে সোনালী ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আশাকরি খুব সহজেই একাউন্ট খোলাতে পারবেন। কারণ সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url