অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সঠিক নিয়ম সম্পর্কে জানেন না? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। কারণ আজকের পোস্টের মধ্যে অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম গুলোর বিস্তারিত আলোচনা করব। আশাকরি আজকের পোস্টটি পড়লে আপনারা নিজেই অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক বাংলাদেশের দ্বিতিয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক অনেক ভালোভবে তাদের গ্রাহকদেরকে সার্ভিস প্রদান করে থাকে। ইসলামী ব্যাংকে অনেক ধরনের একাউন্ট খোলা যায় তবে একাউন্ট খুলতে হলে তাদের কিছু নিয়ম আছে সে গুলো মেনে একাউন্ট খুলতে হবে।

এছাড়াও, ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় অনেক ধরনের কাগজপত্র লাগে যে গুলো ছাড়া আপনি চাইলেও ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন না। এ ব্যাংকে একাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগে জানতে হলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে চলুন দেরি না করে জেনে নেয়া যাক, অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোস্ট সূচিপত্র.

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকে মূলত দুইটি মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। প্রথমত হচ্ছে, আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করে এবং অপরটি হলো অনলাইনের মাধ্যমে CellFin অ্যাপ দিয়ে। ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নমিনির ছবি এবং তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।

এরপর, আপনি নিজে বা তাদের থেকে উক্ত ফরমটি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং ন্যুনতম আবেদন ফি বা জমা পরিমাণ টাকা দিয়ে একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। তারপর, তারা সে সব তথ্য দিয়ে আপনাকে একটি ইসলামী ব্যাংকে একাউন্ট খুলে দিবে।

তবে উপরের নিয়ম গুলো মূলত সাধারণ একাউন্ট খোলার জন্য প্রযোজ্য। কারণ, পার্সোনাল বা ব্যবসায়িক ও কারেন্ট একাউন্ট খোলার জন্য আরও তথ্য ও প্রক্রিয়া আছে যা ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুযায়ী সাপেক্ষ করে নেয়া হয়। এছাড়াও অধিক তথ্যের জন্য, ইসলামী ব্যাংকের সাইট অথবা শাখা অফিস এ যোগাযোগ  করতে পারেন।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হলে প্রথমেই আপনাদের জানা উচিৎ এ ব্যাংকের একাউন্টের ধরন বা প্রকারভেদ সম্পর্কে। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং তারা বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্টের সুবিধা প্রদান করে। ইসলামী ব্যাংক বর্তমান সময়ে ইসলামী ব্যাংকে ৩ ধরনের একাউন্ট তৈরি করা যায় বা হিসাব খুলতে পারবেন। এগুলো হচ্ছে —

  • সেভিংস একাউন্ট (Savings account)
  • স্টুডেন্ট একাউন্ট (Student account)
  • কারেন্ট একাউন্ট (Current account)

মূলত বর্তমান সময়ে  ইসলামী ব্যাংকে এই তিন ক্যাটাগরিতে একাউন্ট তৈরি করতে পারবেন। আবার ঘরে বসে মোবাইলে CellFin অ্যাপস ব্যবহার করে সব গুলো ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হলে অনেক ধরনের কাগজপত্র লাগে। যে সব ডকুমেন্ট  ছাড়া আপনি চাইলেও ইসলামী ব্যাংকে একাউন্ট বা হিসাব খুলতে পারবেন না। ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে তার একটি তালিকা নিচে দেওয়া হলো, যার মাধ্যমে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে পারবেন-

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড , পাসপোর্ট এবং যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে জন্ম নিবন্ধন সনদের কপি।
  • আবেদনকারীর সদ্য তোলা ২ কপি ছবি পাসপোর্ট সাইজের।
  • নমিনির এন আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদের কপি।
  • নমিনির সদ্য তোলা ১ বা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • প্রয়োজনের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স / ই-টিন সার্টিফিকেট।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গার্ডিয়ানের বা মা-বাবার তথ্য প্রয়োজন হবে।
  • বিশেষ ক্ষেত্রে নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
  • একাউন্ট তৈরি করার পরে ন্যূনতম ডিপোজিট ফি দিতে হবে।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে হলে সেভিংস একাউন্টের ক্ষেত্রে ৫০০ টাকা এবং কারেন্ট একাউন্টের ক্ষেত্রে  ১০০০ টাকা ন্যূনতম ফি দিতে হয়। আবার যদি প্রয়োজন হয় এখান থেকে ৫০০ টাকা কখনো উত্তোলন করতে পারবেন না। এছাড়াও স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে মাত্র ১০০ টাকায় ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করতে পারবেন।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম

সেলফিন একটি মোবাইল অ্যাপ, যা ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করে। এটি একটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ প্রদান করে। যে কোন সময়, যে কোন স্থান থেকে একাউন্ট খোলা এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সেলফিন একটি নির্ভরযোগ্য মাধ্যম।

সেলফিনের মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের পরিচয় যাচাই, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একাউন্ট খুলতে পারেন। সেলফিন একাউন্ট খোলার নিয়ম নিচে দেওয়া হলো-

  • ধাপ ১ – অ্যাপ ডাউনলোড করুন: Google Play Store থেকে বা Apple App Store থেকে CellFin  অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে হবে।।
  • ধাপ ২ – রেজিস্ট্রেশন করুন: অ্যাপটি ইন্সটল করার পর “Open Account” বা “Sign Up” অপশনটি নির্বাচন করুন। এরপর আপনার মোবাইল নম্বর প্রবেশ করান এবং মোবাইল নম্বরে পাঠানো OTP (One Time Password) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
  • ধাপ ৩ – পরিচয় যাচাই (KYC ফর্ম পূরণ): জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট নম্বর প্রদান করুন। এরপর ব্যক্তিগত তথ্য পূরণ যেমন— নাম, জন্মতারিখ, ঠিকানা, ই-মেইল ঠিকানা এবংন আপনার NID-এর সামনের এবং পেছনের অংশের ছবি আপলোড করুন।
  • তারপর একটি পরিষ্কার সেলফি (Selfie) তোলার মাধ্যমে নিজের পরিচয় যাচাই করুন।
  • ধাপ ৪ – বায়োমেট্রিক যাচাই (যদি প্রয়োজন হয়): কিছু ক্ষেত্রে, ফিজিক্যাল যাচাইয়ের জন্য নিকটস্থ প্রাইম ব্যাংক শাখায় গিয়ে বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট) প্রদান করতে হতে পারে।
  • ধাপ ৫ – পিন কোড সেট করুন: একাউন্ট সুরক্ষার জন্য একটি পিন কোড বা পাসওয়ার্ড সেট করুন। এই পিন কোডের মাধ্যমে ভবিষ্যতে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

প্রথমে গুগল প্লে-স্টোর থেকে CellFin অ্যাপটি আপনার মোবাইল ফোনে  অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। এরপর সেলফিন একাউন্ট খোলার নিয়ম এই লেখাটি দেখে, একটি সেলফিন একাউন্ট তৈরি করে নিবেন। কারণ সেলফিন একাউন্ট ছাড়া ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করতে পারবেন না।

উপরে উল্লেখিত সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেলফিন একাউন্ট করার পরে নিচের পদ্ধতি অনুসরণ করুন-

ধাপ ১ – সেলফিন অ্যাপসে প্রবেশ করুন: সঠিক তথ্য প্রদান করে সেলফিন একাউন্ট তৈরি করার পর পুনরায় আবার সেলফিন অ্যাপসে প্রবেশ করুন। তারপরে "Open A/C" নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।"Open A/C" অপশনে ক্লিক করার পরে, আপনাদের সেলফিন একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। একাউন্ট তৈরির সময় যেই পিন নম্বর সেট করেছিলেন সেটি প্রদান করুন। তারপরে "Submit" বাটনে ক্লিক করুন।

ধাপ ২ –  শাখার ও পার্সোনাল ইনফরমেশন প্রদান করুন: এই ধাপে প্রথমে আপনার ব্যাংকে শাখা সিলেক্ট করতে হবে। তারপর আপনি যেই শাখার আওতায় ইসলামী ব্যাংক একাউন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে যথাক্রমে আপনার – পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থান, মাসিক ইনকাম, ইনকামের মাধ্যম ও পেশা, লোকেশন (বাসা/ফ্লাট/রোড),আপনার থানা ও জেলা, উপজেলা এবং পোস্ট কোড যথাযথভাবে বসিয়ে দিবেন।

তারপরে পুনরায় উপরের তথ্য গুলো সঠিক ভাবে চেক করে "Next" বাটনে ক্লিক করুন। উপরের তথ্য গুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে।

তারপর "Next" বাটনে ক্লিক করে কিছু সময় পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে আপনারা উপরে যেই তথ্য গুলো দিয়েছেন, সে গুলো পুনরায় আপনার সামনে দেখানো হবে। যদি সকল কিছু ঠিক থাকে তাহলে "Confirm" বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ –  একাউন্টের ধরন নির্বাচন করুনএই ধাপে আপনি ইসলামী ব্যাংকে কোন ধরনের একাউন্ট খুলতে চান সেটি নির্বাচন করুন। মূলত ইসলামী ব্যাংকে ৩ ধরনের একাউন্ট রেজিস্টার করা যায় । সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট এবং স্টুডেন্ট একাউন্ট।

সেলফিন অ্যাপস এর মধ্যে Select account type ধাপে আপনারা সকল একাউন্ট সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। প্রয়োজন অনুযায়ী একাউন্টের ধরন নির্বাচন করতে Select account type থেকে পছন্দের টাইপের একাউন্টে থাকা "Select" বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ –  নমিনির তথ্য প্রদান করুনএই ধাপে নমিনির  জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড  অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার সকল তথ্য প্রদান করুন। সেলফিন অ্যাপটিতে নমিনির যে সকল তথ্য প্রয়োজন – নমিনির নাম, নমিনির পিতার নাম, নমিনির মাতার নাম, নমিনির আইডি নাম্বার (জন্ম নিবন্ধন নাম্বার/ভোটার আইডি কার্ড নাম্বার), নমিনির সাথে আপনার সম্পর্কের নাম, নমিনির, সম্পূর্ণ ঠিকানা (জেলা, থানা, পোস্ট কোড) এবং নমিনির ছবি ও ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করুন।

  • "Choose File" অপশন এর উপরে ক্লিক করার পর নমিনির জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের ছবি আপলোড করুন।
  • "Choose File" অপশন  এর উপরে ক্লিক করার পর নমিনির পরিষ্কার ও সুন্দর ছবি আপলোড করুন।

ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ছবি এবং নমিনের ছবি অবশ্যই পরিষ্কার বা ক্লিয়ার হতে হবে। অন্যথায় আপনার ব্যাংক একাউন্ট আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হবে না। উপরের তথ্য গুলো ভালোভাবে চেক করে "Next" বাটনে ক্লিক করুন। এরপরে পুনরায় নমিনির সকল তথ্য গুলো দেখাবে, এখান থেকে "Confirm" বাটনে ক্লিক করুন।

এরপরে আপনার সামনে “Bank account open successfully!” দেখাবে এবং আপনাকে অভিনন্দন, আপনার ইসলামী ব্যাংক একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। আর চাইলে আপনি এখান থেকে আপনাদের ব্যাংক একাউন্ট নাম্বার সংগ্রহ করে নিতে পারেন।

আপনি যদি পুনরায় CellFin অ্যাপসে ক্লিক করে "Bank A/C" অপশনে ক্লিক করেন তাহলে, সবার উপরে বাংলাদেশ ইসলামী ব্যাংক একাউন্টের সকল তথ্য দেখতে পাবেন।

ধাপ ৫ –  ব্যাংকের চেক ও কার্ড সংগ্রহ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পরে আপনারা কোন রকমের চেক বই বা কার্ড পাবেন না। আপনি যদি আপনার একাউন্টের উপরে ভিত্তি করে ব্যাংকের চেক ও কার্ড (ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড) নিতে চান তাহলে, নির্ধারিত শাখায় যোগাযোগ করুন।

অবশ্যই শাখায় যাওয়ার পূর্বে সর্বনিম্ন ডিপোজিট ফি এবং আপনার জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট  সাথে করে নিয়ে যাবেন। এরপরে ব্যাংকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ফরম ও তথ্যাদি পূরণ করে কার্ড এবং চেক বুকের জন্য আবেদন করে আসবেন। পরবর্তী সময়ে এ গুলো রেডি হলে নির্ধারিত শাখায় থেকে সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও চেক বই ও কার্ড ছাড়া CellFin অ্যাপস এর সাহায্যে সকল ধরনের যাবতীয় ব্যাংকিং কার্যক্রম আপনি চাইলে চালিয়ে যেতে পারবেন। যেমন- ফান্ড ট্রান্সফার ও ফান্ড উইড্র সহ সকল সেবা CellFin অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট ফরম

আপনারা যদি সরাসরি ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হয়ে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে চান তাহলে একটি একাউন্ট ওপেনিং ফরম প্রয়োজন হবে। আপনারা চাইলে সরাসরি অনলাইন থেকে Account Opening Form -টি ডাউনলোড করতে পারেন।

অথবা সরাসরি আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হয়ে এই ফরমটি সংগ্রহ করতে পারেন। যথাযথ সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে, ইসলামী ব্যাংক শাখায় জমা দেওয়ার মাধ্যমে নতুন ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা

ইসলামী ব্যাংক একাউন্টে পাবেন অনেক বেশি সুযোগ-সুবিধা। বিশেষ করে স্টুডেন্ট ব্যাংক ও সেভিংস একাউন্টে দারুন সকল সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও দেশের বৃহত্তম ব্যাংক গুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। যার ফলশ্রুতিতে দেশের যে কোন জায়গায় ইসলামী ব্যাংকের শাখা ও ATM বুথ পাবেন।

ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করার প্রসেসিং অনেকটাই সহজ। এই ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন মাত্র ১০০ টাকা প্রাথমিক ডিপোজিট করা প্রয়োজন। ও অন্যান্য ব্যাংক একাউন্ট খোলার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা প্রাথমিক ডিপোজিট করা প্রয়োজন।

শুধুমাত্র একাউন্টে এক হাজার টাকা জমা রাখলে একাউন্ট সচল থাকবে। যে কোন সময় খুব সহজেই এক শাখা থেকে অন্য শাখাতে একাউন্টে শিফট হওয়া যায়। বিশেষ করে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সহজেই নিতে পারবেন এবং চেক বই, এটিএম কার্ড এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন বা লেনদেন করা যায়।

ইসলামিক শরিয়াহ মোতাবেক পরিচালিত এই ব্যাংকটি লেনদেনে দিচ্ছে দারুন সকল সুযোগ-সুবিধা। যার মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা লেনদেন করতে পারবেন। আর এ ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় লোনের ক্ষেত্রে কম সুদ নিয়ে থাকে।

ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করার নিয়ম গুলো অনেকটা অন্যান্য ব্যাংকের সাথে সমতুল্য। এটি আপনার একাউন্টের বর্তমান অবস্থা, লেনদেনের ইতিহাস, প্রাপ্ত ধনসমূহ ইত্যাদি নিয়ে সম্পৃক্ত হতে পারে। তবে, সাধারণত একাউন্ট চেক করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করে চেক করে নিতে পারেন-

  • অ্যাপসের মাধ্যমে: ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করার জন্য অনেক সময় অ্যাপস ব্যবহার করা হয়। আপনি অনলাইনে CellFin অ্যাপসের মধ্যে লগইন করে আপনার একাউন্টের ব্যালেন্স, লেনদেন ইত্যাদি চেক করতে পারেন।
  • এটিএম (ATM) ব্যবহার: আপনি ইসলামী ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে, ব্যাংক একাউন্ট চেক করে নিতে পারেন। এটিএম মেশিনে আপনি আপনার কার্ড দিয়ে ব্যালেন্স চেক করতে এবং লেনদেনের তথ্য দেখতে পারেন।
  • সরাসরি ব্যাংকে গিয়ে: আপনি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনার একাউন্ট চেক করতে পারেন। একাউন্ট স্টেটমেন্ট এবং ব্যাংক কর্মীদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য পেতে পারেন।

এছাড়াও, আপনার যদি কোন প্রয়োজন থাকে তবে সব-সময় ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে তারা আপনাকে সঠিক নিশ্চিতকরণ প্রক্রিয়া দেখাতে সাহায্য করতে পারে।

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে IBB <space> BAL <space> ফরমেটে এসএমএস লিখে 26969 নাম্বারে পাঠিয়ে দিন। আর যদি বিদেশে   থাকেন তাহলে BB <space> BAL <space> Send to : +8801714006969 এই ফরমেটে এসএমএস পাঠিয়ে দিন।

এছাড়াও সেলফিন অ্যাপের  মাধ্যমে মোবাইলে দিয়ে আপনার একাউন্ট  ব্যালেন্স চেক করে নিতে পারেন।

ইসলামী ব্যাংক হেল্পলাইন মোবাইল নাম্বার

আপনি যে কোন তথ্যের জন্য সরাসরি ইসলামী ব্যাংকের হেল্পলাইন মোবাইল নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে হেল্প নিতে পারবেন-

ইসলামী ব্যাংক ফোন নাম্বার: অনেক মানুষ রয়েছেন যারা ইসলামী ব্যাংক ফোন নাম্বার সম্পর্কে জানতে চান বা অনলাইনে সার্চ করে থাকেন তাদের সুবিধার্থে নিচে ইসলামি ব্যাংক বাংলাদেশ এবং বিদেশ থেকে  ফোন করতে পারবেন দুটি ফোন নাম্বার নিচে দেওয়া হলো-

  • 16259 (Only Bangladesh)
  • +8809611016259 (Worldwide)

ইসলামী ব্যাংক হোয়াটসঅ্যাপ নাম্বার: ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ এর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করার জন্য প্রথম +8801313-016259 এই নাম্বারটি সেভ করতে হবে তাহলেই আপনি ইসলামী ব্যাংকে 

ইসলামী ব্যাংক হেড অফিস নাম্বার

আপনি যে কোন তথ্যের জন্য সরাসরি ইসলামী ব্যাংক হেড অফিসে যোগাযোগ করতে চান তাহলে নিচের দেওয়া তথ্য গুলো পরে নিতে পারেন। এছাড়াও নিচে ইসলামী ব্যাংক হেড অফিসের ঠিকানার লিঙ্ক দেওয়া হলো-

Islami Bank Tower

40, Dilkusha C/A

Dhaka - 1000, Bangladesh

  • GPO Box no : 233
  • Tel : +(02) 9563040(Auto Hunting), 9560099, 9567161,9567162, 9569417
  • Telex : 642525 IBANK BJ 632403 IBANK BJ 671620 IBANK BJ
  • SWIFT : IBBLBDDH
  • Cable : ISLAMIBANK
  •  Fax : 880- 2- 9564532, 880 -2- 9568634
  •  E-mail : info@islamibankbd.com
  •  Web : http://www.islamibankbd.com

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম- শেষ কথা

আমাদের আজকের মূল টপিক অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম  সম্পর্কে। আপনারা যদি উপরের নিয়ম মেনে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আশাকরি খুব সহজেই একাউন্ট খোলাতে পারবেন। কারণ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের  নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url