অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার ১২টি অ্যাপস
আপনি কি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চান বা গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের আরটিকেলটি পড়ুন। করণ অনলাইনে কি ভাবে গেম খেলে টাকা ইনকাম করবেন ও গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন যারা একটু ফ্রি থাকলেই অনলাইনে যে কোন ধরনের ভিডিও দেখে বা গেম খেলে নিজের সময় পার করে থাকেন। কিন্তু জানেন না অনলাইনে গেম খেলেও টাকা ইনকাম করা যায়। অনলাইনে গেম খেলে ইনকাম করার জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কারণ অনেক সহজ গেম রয়েছে যে গুলো খেলে আপনি সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
মূলত আমার আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অনলাইন থেকে গেম খেলে আপনারা খুব সহজেই কি ভাবে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক অনলাইনে গেম খেলে টাকা ইনকাম উপায় এবং গেম খেলে ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য।
পোস্ট সূচিপত্র.
গেম খেলে টাকা ইনকাম
বর্তমানে ইন্টারনেটে অনেক অ্যাপস রয়েছে যে গুলো ইউজারদের গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। আপনার যদি অনলাইন ভিডিও গেম খেলার ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন।
কিন্তু গেম খেলে ইনকাম করার জন্য সঠিক অ্যাপস বা গেম নির্ধারণ করতে হবে। কারণ অনেক গেম অ্যাপ রয়েছে যে গুলোতে ইনকাম করার কথা বলবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই গেম খেলার পূর্বে সঠিক অ্যাপস বা গেম নির্ধারণ করুন।
অনলাইনে গেম খেলে ইনকাম করার জন্য প্রথমে গেমের অ্যাপ গুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড খুলে একাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর গেম খেলার মাধ্যমে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন।
এছাড়াও আপনার যদি ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি জনপ্রিয় অনলাইন গেম গুলো খেলার ভালো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি আপনার নিজের একটি গেমিং ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলতে পারবেন। তারপর আপনার নিজের চ্যানেল বা পেজে গেমের লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং gameplay video আপলোড করে ইনকাম করতে পারেন।
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম
আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পছন্দের গেম খেলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন? হ্যাঁ, এটা সম্ভব! কারণ অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করা বর্তমান যুগে একটি বাস্তব ও জনপ্রিয় ইনকাম মাধ্যম। আর বর্তমানে অনেকেই গেম খেলে অনলাইনে ইনকাম করতে সক্ষম হচ্ছে এবং অনেকেই গেম খেলেকে পেশা হিসাবে বেঁছে নিচ্ছেন।
কারণ বর্তমান সময়ে অনেক গেম রয়েছে অনলাইনে যে গুলো খেলে টাকা ইনকাম করা সম্ভব। যেমন; কুইজ গেম, বাবুল গেম, লুডু গেম, ক্যাসিনো গেম খেলা ইত্যাদি। গেম গুলো খেলার জন্য প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তাহলেই আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন।
অনলাইনে গেম খেলার জন্য অনেক সময় টাকা ইনভেস্ট করতে হয়। এরপর, গেম খেলে জিতলে, টাকা ইনকাম করতে পারবেন। আবার ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আবার কিছু বাজি টাইপ গেম খেলে টাকা ইনকাম করা যায়। যদিও বাজি খেলে উচিৎ নয়। যেমন, 1Xbet এর মতো বাজি খেলার গেমিং প্রতিষ্ঠান থেকে টাকা ইনকাম করা যায়। তবে, বেশির ভাগ মানুষ এই ধরণের প্রতিষ্ঠান থেকে টাকা ইনকাম করা নৈতিকতা বিরুদ্ধ বলে মনে করেন।
অনলাইনে বিভিন্ন ধরণের গেম আছে। প্রচুর গেমিং অ্যাপস আছে। কিছু সাইট নিয়মিত গেম খেলার প্রতিযোগিতার আয়োজন করে। কিছু গেমিং সাইট গেম খেলার টুর্নামেন্ট আয়োজন করে। এসব গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গেম খেলা যায়। গেম খেলে জিতলে, টাকা ইনকাম করা যায়। গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন কয়েকটি গেমের নাম উল্লেখ করছি যে গুলো খেলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
- কুইজ গেম
- লুডু গেম
- বাবুল গেম
- ক্যাসিনো গেম
- ফ্রী ফায়ার গেম
- পাবজি গেম
কুইজ গেম খেলে টাকা ইনকাম
অনলাইনে কুইজ গেম খেলে টাকা ইনকাম করার জন্য মূলত দুটি উপায় রয়েছে। যেমন, অ্যাপস থেকে কুইজ খেলে ইনকাম ও ওয়েবসাইটে কুইজ খেলে ইনকাম। আপনারা চাইলে অ্যাপে কুইজ গেম খেলতে পারেন বা ওয়েবসাইটে খেলতে পারেন। তবে ভালো ভালো Quiz Apps বা Website গুলো ব্যবহার করতে হবে, তাহলেই আপনারা নিজের মোবাইল দিয়েই কুইজ গেম খেলে ভালো পরিমানে টাকা ইনকাম আপনিও করতে পারবেন।
তবে,সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গেম খেলে টাকা ইনকামের এই অ্যাপস গুলোর বিশ্বস্ততা যাচাই না করে আপনারা কখনোই এ গুলো ব্যবহার করবেন না। কারণ বর্তমান সময়ে ইন্টারনেটে অনেক মোবাইল কুইজ অ্যাপস এবং ওয়েবসাইট আপনি দেখে থাকবেন। কিন্তু সকল ওয়েবসাইট বা অ্যাপস রিয়েল নয়। ফেক ওয়েবসাইট বা অ্যাপসে কুইজ খেললে তারা আপনার ইনকামের টাকা পে করবে না।
এ জন্য অনলাইনে কুইজ খেলে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি বিশ্বস্ত online quiz app বা website নির্বাচন করতে হবে। এরপর সেখানে নিজের account তৈরি করে নিয়মিত বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। কুইজে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি বিজয়ী হতে পারবেন এবং নানা ধরনের পুরস্কার জিততে পারবেন।
আবার অনেক কুইজে বিজয়ীদের মোটা অংকের নগদ টাকাও প্রদান করা হয়ে থাকে। নিচে কয়েকটি কুইজ গেম খেলার অ্যাপ বা ওয়েবসাইটের নাম দেওয়া হলো-
- WinZO Gold
- Qureka
- QuizWin
- Daraz App (Games & Quizzes)
- MPL Gaming App
- Big Cash
- Probo
- Toffee
- TaskBucks
লুডু গেম খেলে টাকা ইনকাম
বর্তমানে ১০০% গ্যারান্টি সহকারে বলা যায় লুডু গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব এমনকি এই টাকা ২ থেকে ৩ মিনিটের মধ্যে বিকাশ ও নগদের মধ্যে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তবে লুডু গেম খেলার জন্য আপনাকে আপনাকে কিছু টাকা প্রথমে ইনভেস্ট করতে হবে। আর আপনার নির্ধারিত টাকা ইনভেস্ট করার উপর ভিত্তি করেই আপনার ইনকাম নির্ভর করবে।
তাই আপনি যদি একজন অভিজ্ঞ লুডু খেলোয়াড় হয়ে থাকেন। তাহলে আমি আপনাকে বলবো গুগল play store থেকে উপরে উল্লেখিত কয়েকটি অ্যাপস ইন্সটল করে অবশ্যই এখান থেকে ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন।
আপনি চাইলে প্রতিদিন সর্বনিম্ন ১০০ টাকা ২০০ টাকা কিংবা ৩০০ টাকা পর্যন্ত ডিপোজিট করে লুডু খেলে টাকা ইনকাম করতে পারেন। আপনি অনলাইনে লুডু খেলে ৭০০ টাকা বাজি ধরে ১৫০০ টাকাও জিতে নিতে পারেন। অর্থাৎ বলা যায় অনলাইনে লুডু খেলার মধ্য দিয়ে আপনি অল্প টাকা থেকে অনেক বেশি টাকা পর্যন্ত বাজি ধরে টাকা জিতে নিতে পারেন।
তবে এখানে বাজি ধরে হারা বা জিতার সম্ভাবনা দুটি রয়েছে। আর তাই শুধুমাত্র আপনি যদি একজন অভিজ্ঞ লুডু খেলোয়ার হয়ে থাকেন। তাহলেই এখানে টাকা ডিপোজিট করে লুডু খেলে তারপর টাকা উপার্জন করুন।
• Winmts Ludo
• Khiladi Adda
• Ludo King
বাবুল গেম খেলে টাকা ইনকাম
আপনি যদি মনে করেন বাবুল গেম খেলে টাকা ইনকাম করবেন তাহলে আপনার ধারণা ভুল। কারণ বাবুল গেম খেলে প্রতি লেবেল পার করার জন্য আপনাকে ১৩৫ টাকা প্রদান করা হবে কিন্তু আপনি সে টাকা বিকাশ বা নগদ দিয়ে তুলতে পারবেন না। কারণ সেই বিজ্ঞাপন গুলো একদম ফেক। শুধুমাত্র তাদের টাকা আয় করার জন্য তারা সেই বিজ্ঞাপন দিয়ে থাকেন।
কিন্তু আপনারা চাইলে বাবুল গেমটি ডাউনলোড করে অবসর সময় কাটাতে পারেন। আর আপনারা বাবুল গেম খেলে কখনো টাকা আয় করতে পারবেন না। গেমটি গুগল প্লে স্টোরে সব সময় অ্যাভেইলএ্যাবল। যে কোন গুগল ব্যবহারকারী ইমেইল আইডি দিয়ে গুগল প্লে স্টোরে অ্যাকাউন্টে তৈরি করতে পারেন। প্লে স্টোর থেকে ফ্রিতে বাবুল গেমটি ডাউনলোড করতে পারেন। মোবাইলে ইন্সটল করে খেলতে পারেন।
ক্যাসিনো গেম খেলে টাকা ইনকাম
ক্যাসিনো গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনগত ভাবে অনেক দেশে এটি অবৈধ। আপনি যদি অনলাইনে ক্যাসিনো গেম খেলেন, তবে সেটি নির্ভর করবে আপনার দক্ষতা এবং সৌভাগ্যের ওপর।ক্যাসিনো গেম হল সেইসব খেলা যেখানে খেলোয়াড়রা বেটিং বা বাজির মাধ্যমে টাকা জেতার সুযোগ পান। এটি হতে পারে স্লট মেশিন, রুলেট, পোকার, ব্ল্যাকজ্যাক, বা অন্যান্য ক্যাসিনো গেম।
অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো খেলা অনেকটাই সহজ কিন্তু এখানে ইনকাম এবং হারে যাওয়ার দুটিই সম্ভাবনা থাকে। তাই আপনি যদি ক্যাসিনো গেমে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলেই খেলুন। ক্যাসিনো গেম খেলতে হলে আপনাকে শুধুমাত্র পছন্দসই গেম বেছে নিয়ে নির্দিষ্ট একটি ক্যাসিনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে টাকা ডিপোজিট করেই এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন।
সব ক্যাসিনো গেমে ইনকাম করার সুযোগ থাকলেও কিছু গেমে অধিক লাভবান হওয়া সম্ভব। নিচে কিছু উল্লেখযোগ্য গেমের নাম দেওয়া হল-
- স্লট মেশিন
- রুলেট
- ব্ল্যাকজ্যাক
- পোকার
ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকাম
ফ্রী ফায়ার গেম খেলে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি এক নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যে ফ্রি ফায়ার একটি বহুল জনপ্রিয় এবং বহুল খেলা গেম, যা বিশ্বব্যাপী লাখো গেমারকে আকৃষ্ট করেছে। গেমটি কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি অনেকের জন্য একটি আয়ের উৎস হিসেবেও পরিণত হয়েছে।
গেম খেলার পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণ, লাইভ স্ট্রিমিং, এবং ইউটিউব কনটেন্ট তৈরি করে অনেকে ফ্রি ফায়ার খেলে উপার্জন করছেন।
ই-স্পোর্টস টুর্নামেন্ট: ফ্রি ফায়ার বিভিন্ন ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করে যেখানে প্রাইজমানি থাকে আর অংশগ্রহণ করে প্রাইজমানি জেতা যায়। আপনার নিজের দক্ষতা বাড়িয়ে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিন এবং জিতে ইনকাম করতে পারেন।
লাইভ স্ট্রিমিং: আপনি যদি ফ্রি ফায়ার গেম খেলার সময় লাইভ স্ট্রিমিং করে এবং ইউটিউবে বা ফেসবুক পোস্ট করেন তাহলে সেখান থেকে ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে টুইচ, ফেসবুক বা ইউটিউবে গেম স্ট্রিম করে দর্শকদের কাছ থেকে ডোনেশন এবং সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন এবং স্পনসরশিপ থেকে ইনকাম করা সম্ভব।
ইন-গেম বিক্রয়: ফ্রি ফায়ার গেমে আপনাকে অনেক ধরনের আইটেম বা রিসোর্স কিনতে হয়। আপনি ইন-গেম আইটেম সংগ্রহ করে তা অন্যান্য খেলোয়াড়দের কাছে বিক্রি করে ইনকাম করতে পারেন।
ডায়মন্ড টপ-আপ: ফ্রি ফায়ার গেমে প্লেয়ারদের ডায়মন্ড টপ-আপ করে দেয়ার মাধ্যেমও ইনকাম করতে পারেন। তবে আপনার কাছে ডলার থাকতে হবে কারণ ডলার ছাড়া টপআপ করতে পারবেন না।
পাবজি গেম খেলে টাকা ইনকাম
পাবজি (PUBG) গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। PUBG গেম খেলে টাকা ইনকামের সুযোগ তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমে, যেমন ই-স্পোর্টস টুর্নামেন্ট, লাইভ স্ট্রিমিং, গেম অ্যাকাউন্ট বিক্রয়, এবং স্পন্সরশিপ। একজন ভালো গেমার হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করার মাধ্যমে এই খাত থেকে নিয়মিত আয় করা সম্ভব।
ফেসবুক ও ইউটিউব ভিডিও আপলোডঃ আপনি ফেসবুক বা ইউটিউবে পাবজি গেমে নিজের খেলার স্কিল স্ক্রিন রেকর্ড করে ভিডিও গুলো সঠিক নিয়মে আপলোড করতে পারেন। তাহলে খুব সহজে এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন।
পাবজি ইউ সি সেলঃ পাবজি গেমে আপনি বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারবেন। যেমন, অন্য পাবজি প্লেয়ারদের ইউসি টপআপ করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন।
পাবজি স্পোর্টস বা টুর্নামেন্টঃ পাবজি গেমের মধ্যে প্রতি মাসেই বিভিন্ন ধরনের টুর্ণামেন্টে করে থাকে। আর সে গুলো টুর্নামেন্টে আপনি নিজের টিম নিয়ে ম্যাচ খেলতে পারেন।টুর্নামেন্টে জিতলে মুটামুটি ভাল একটা এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন।
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস
বর্তমান সময়ে আমারা অনেকেই আছি যারা মোবাইল ফোনে কিছু না কিছু গেমস প্রায় সময়ই খেলে থাকি এবং সে গুলোর মজা নিয়ে থাকি। তাহলে যদি এমন গেম খেলা যায় যে গুলো খেলে আমরা মজা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা টাকা ইনকাম করে নিতে পারি। তাহলে গেম খেলার মজা অবশ্যই দুগুণ হয়ে যাবে। তাই আপনাদের সামনে কিছু গেম খেলে ইনকাম করার অ্যাপস সম্পর্কে বলবো যে অ্যাপস গুলো থেকে গেম খেলে মজা পাওয়ার সাথে সাথে ইনকাম করতে পারবেন।
তবে বলে রাখা ভালো আপনি যদি মনে করেন গেম খেলে ইনকাম করার প্রতি নির্ভর করে আপনার জীবন পরিচালনা করবেন তাহলে আপনার ভুল ধারণা। কারণ আজকে অনলাইন গেম খেলে টাকা ইনকাম করার যেই অ্যাপস গুলোর বিষয়ে বলবো।
সেগুলো দিয়ে আপনারা তেমন অধিক টাকা ইনকাম করতে পারবেন না। তবে আপনার কিছু হাত খরচ হবে এমন টাকা ইনকাম করতে পারবেন। যেমন, ছোটোখাটো মোবাইল রিচার্জ, মোবাইল বিল payment বা সাধারণ হাত খরচার জন্য অবশই এই টাকা ইনকাম করার গেম আপনার কাজে আসবে।
আপনি যদি স্টুডেন্ট কিংবা কোন জব করছেন না। তাহলে মোবাইল দিয়ে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করার এই android games/apps গুলো একবার খেলে দেখতে পারেন। আমি নিচে যে গুলো android games গুলোর বিষয়ে বলেছি সে গুলো বিভিন্ন online review গুলো দেখেই সিলেক্ট করেছি।
কারন আমি নিজে কখনো টাকা ইনকাম করার এই গেমস/অ্যাপস গুলো খেলে বা ব্যবহার করে ইনকাম নাই। তাহলে চলুন, নিচে আমরা সরাসরি জানি এন্ড্রয়েড মোবাইলে কোন গেম খেলে কি ভাবে টাকা ইনকাম করা যায়।অনলাইনে টাকা ইনকাম করার যে অ্যাপস গুলোর কথা আমি নিচে বলবো। সেগু লো আপনারা Google play store এ গিয়ে ফ্রীতে download করতে পারবেন। টাকা ইনকাম সেম অ্যাপস -
• MPL-Biggest Gaming App
• Hago
• Mistplay
• Freecash Online Income
• Rewarded Play
• AppStation: Games & Rewards
• Money Well-Games for rewards.
• Cash Giraffe
• Dream 11 eSports gaming platform
• Paytm First Game
MPL - Biggest Gaming App: যদি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার কথা চিন্তা করে থাকেন তাহলে MPL - Biggest Gaming App টি ব্যবহার করে দেখতে পারেন। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ হিসেবে MPL. অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা এ অ্যাপটিতে গেম খেলে ইনকাম করছেন। এছাড়াও এই অ্যাপ এর মধ্যে আর ২৫ এর বেশি অন্যান্য games গুলো আপনারা পাবেন যে গুলোকে খেলে টাকা ইনকাম করা যাবে।
আপ্নারা যদি বেশি পরিমানে ইনকাম করতে চাইছেন। তাহলে এই গেম আপনার কাজে অব্যশই আসবে। এই গেমটি যখন গুগল প্লে স্টোরে ছিল তখন million এর মধ্যে এর total download ছিল MPL অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা বর্তমানে Google play store থেকে download করতে পারবেন না। তবে গেমটি MPL এর official website থেকে গেমটি ডাউনলোড করে নিশ্চই খেলতে পারবেন।
Hago: অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার সেরা গেম হিসেবে এই Hago অ্যাপটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইনে বিভিন্ন রিভিউ গুলো পড়ে দেখার পর আমি জানলাম যে, এই অ্যাপসের মধ্যে অনেক গেম রয়েছে যে গেম গুলো খেলে অনেকেই টাকা ইনকাম করেছেন।
Hago অ্যাপস টি আপনারা ফোনের গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এ অ্যাপসটির উপর ভরসা করা যেতে পারে। কারন বিভিন্ন রিভিউ গুলো অনুযায়ী , Hago অ্যাপ এর মধ্যে যখন আপনারা গেমস খেলবেন এবং উইন হবেন তখন আপনাদের কিছু টাকা দিয়ে দেওয়া হবে।
এছাড়াও Hago অ্যাপস এর মধ্যে আপনারা আর অনেক কিছুই পাবেন যেমন- অনলাইন গেমস, মিনি গেমস, ভিডিও চ্যাট ইত্যাদি। 100 Million downloads ছাড়িয়ে এই মোবাইল অ্যাপ্লিকেশন এর গুগল প্লে স্টোর রেটিং প্রায় ৪.২। এখানে ১০০+ গেমস রয়েছে যেগুলো আপনারা খেলতে পারবেন। যেমন-
• Hexagon Fight
• Ludo
• Sheep Fight
• Fruit Master
• Crazy Taxi
• Knife Hit
• Juice Slash
• Carrom
• Knife Hit
• Snakes & Ladders
• Chess
• Virus Breaker
• Pool Winner
• Rummy
• Brain Quiz
Mistplay - Play Games and Earn Reward: বর্তমান সময়ে কম বেশি সবাই প্রায় জানেন কোন গেম খেলে ইনকাম করা যায়। কিন্তু খুব সহজে কোন গেমে টাকা ইনকাম যায় যদি এই ধরণের প্রশ্ন আপনার মনে আসে তাহলে আমি বলবো Mistplay তে একবার হলেও ব্যবহার করে দেখুন। কারণ এখানে আপনারা নিজের পছন্দের প্রচুর মজার মজার গেমস গুলো খুঁজে পাবেন। যে গুলো খেলে যে সত্যি টাকা ইনকাম করতে পারবেন।
• Raid
• Family Farm
• Rise kingdoms
• The Walking Dead
Swagbucks: বর্তমান সময়ের জনপ্রিয় একটি অ্যাপস Swagbucks যার মাধ্যমে সহজে গেম খেলে টাকা ইনকাম করা যায়। এই অ্যাপসটি অনেকে আছেন যারা ব্যবহার করে দিনে ৩০০ থেকে ৫০০ টাকা গেম খেলে ইনকাম করতে পারছেন। এই অ্যাপটিতে গেম খেলার পাশাপাশি অ্যাড দেখে ভিডিও দেখে, সার্ভে পূরণ করে, বিভিন্ন অফার কমপ্লিট করে, অনলাইনে কেনাকাটা করে, অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে, ডলার ইনকাম করতে পারবেন
InboxDollars: গেম খেলে ইনকাম করার অ্যাপস গুলোর মধ্যে অন্যতম একটি অ্যাপস হচ্ছে InboxDollars। আপনি যদি গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অ্যাপসটি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
এই অ্যাপসটিতে গেম খেলার পাশাপাশি আরও অনেক কাজ আছে যেগুলো করে আপনি ইনকাম করতে পারেন। যেমন, সার্ভে পূরণ করে, এড দেখে স্পন্সার ইমেইল দেখে, অনলাইনে কেনাকাটা করে, গেম খেলে, টাস্ক পুরন করে, রেফার প্রোগ্রাম এর মাধ্যমে InboxDollars থেকে ইনকাম করতে পারবেন।
Freecash: Freecash, অনলাইনে টাকা ইনকাম করার সেরা ও কার্যকর অ্যাপস গুলোর মধ্যে আরেকটি। এখানে একাউন্ট তৈরি করার সাথে সাথে নতুন ইউজারদের কিছু বোনাস অবশ্যই দেওয়া হয়। এছাড়াও টাকা ইনকাম করার জন্য এখানে প্রচুর গেম আপনারা পেয়ে যাবেন। Freecash থেকে টাকা ইনকাম করার অন্যান্য নানান উপায় রয়েছে।
যেমন app install করা, ওয়েবসাইটে একাউন্ট তৈরি, সার্ভে পূরণ করে, রেফার করে টাকা ইনকাম করা ইত্যাদি। Freecash-এর মধ্যে অনলাইনে গেম খেলে ইনকাম করা কয়েন গুলোকে বিভিন্ন মাধ্যমে রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে তুলতে পারবেন। যেমন-Bitcoin, PayPal, VISA, Amazon ইত্যাদি।
AppStation: Games & Rewards: এই অ্যাপটি অনলাইনে গেম খেলে ইনকাম করার সব থেকে ভাল একটি অ্যাপ। এই অ্যাপটি আপনার মোবাইল ফোন ব্যবহার করে সহজেই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপস গেম খেলে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনাকে কোন ধরণের ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করতে হবে না। শুধুমাত্র পছন্দের গেম খেলতে এই অ্যাপ ইনস্টল করে সরাসরি গেমটি সিলেক্ট করুন এবং খেলুন।
এই গেমটি যত বেশি সময় ধরে খেলবেন। তত বেশি কয়েন জিতে নিতে পারবেন। জিতে নেওয়া কয়েন গুলোকে Free Gift Card কিংবা Paypal cash হিসেবে কনভার্ট করে তুলে নিতে পারবেন। পেপাল দ্বারা টাকা তুলে নিতে চাইলে মিনিমাম $5 redeem করা যাবে।
Rewarded Play: Influence Mobile, Inc, এর তরফ থেকে গুগল প্লে স্টোরে থাকা এই Rewarded Play App-টি ব্যবহার করেও মোবাইলে গেম খেলে রিওয়ার্ড উপার্জন করা যেতে পারে। অ্যাপটি প্লে স্টোরে প্রায় ৪.৪ রেটিংসহ দশ মিলিয়ন এর চেয়েও বেশি ডাউনলোড করা হয়েছে।
এখানে আপনারা অনেক ধরনের মজার মজার গেম পাবেন। এখানে গেম গুলো খেলার জন্য আপনাকে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়। আর সেই পয়েন্ট গুলোকে রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে নিয়ে আপনি সেটা Gift card হিসেবে তুলে নিতে পারবেন। Yahtzee, Solitaire, Wheel of Fortune, এবং আরও নানান গেমস এখানে রয়েছে। গেম খেলে free gift cards earn করার এটা একটি দারুন app বলা যেতেই পারে।
আপনাকে tickets সংগ্রহ করতে হয় এবং সে গুলোকে বিনামূল্যে টাকা নিতে গিফট কার্ড হিসেবে রিডিম করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপ, যেখানে কোনটি অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা এবং জমা করতে হবে। অ্যাপ-এর মধ্যে থাকা আর্কেড, অ্যাডভেঞ্চার, নৈমিত্তিক, কৌশলগত গেম থেকে পছন্দের সেম ওপেন করতে হবে।
Dream 11: নিজের অবসর সময়ে গেম খেলে ইনকাম করতে চান তাহলে Dream11 অ্যাপ টি ব্যবহার করতে পারেন। কারণ এটি হচ্ছে একটি ইস্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেট ফ্যান্টাসি এবং অন্যান্য খেলা খেলতে পারবেন। এবং সত্যিকারের অর্থ ইনকাম করতে পারবেন।চ্যাটা সত্যিকারের কৌশল-ভিত্তিক অনলাইন স্পোর্টস গেম যেখানে আপনাকে প্রকৃত খেলোয়াড়দের একটি ভার্চুয়াল টিম গঠন করতে হবে।
বিশ্ব নেটওয়ার্কের লাইভ ম্যাচ নগদ পুরস্কার দেওয়া হবে। আরও, নিজের বন্ধুদের এই অ্যাপস-এর মধ্যে আমন্ত্রণ জানাতে ৫০০ টাকা নগদ বোনাস ইনকাম করতে পারবেন।
Paytm First Games: যদি আপনি অনলাইন গেম খেলে টাকা ইনকাম করতে চাইছেন। তাহলে আমার হিসেবে Paytm First Games, অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। কারণ এখানে একটি অ্যাপ এর মধ্যে আপনারা ভিন্ন ভিন্ন অনেক ধরনের গেম পেয়ে যাবেন।
যেমন- রামি, ফ্যান্টাসি স্পোর্টস, পোকার, লুডো, এবং আরও অনেক রয়েছে। যেহেতু, গেম খেলে অনলাইনে টাকা ইনকাম করার এই অ্যাপটি paytm দ্বারা তৈরি করা হয়েছে, তাই ইনকাম করা কিংবা জেতা টাকা/পুরস্কার আপনারা সরাসরি নিজের paytm wallets দ্বারা তুলে নিতে পারবেন।
তবে টাকা তোলার জন্য আপনাকে মিনিমাম একশত টাকা ইনকাম করতে হয়। Paytm ফার্স্ট গেমস-অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপ, মুখই এর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে অনেকবার ডাউনলোড করতে পারবেন।
ফ্রি গেম খেলে টাকা ইনকাম
বর্তমান ডিজিটাল যুগে ফ্রি গেম খেলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং অর্থ উপার্জনের একটি সম্ভাবনাময় উপায় হিসেবে বিবেচিত হয়। কারণ বর্তমান সময়ে অনেক গেম রয়েছে যে গুলো খেলে অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব। তবে অনেক গেম আছে যে গুলো খেলার জন্য আগে কিছু টাকা ডিপোজিট করতে হয় তারপর সেখান থেকে ইনকাম করা যায়। তবে আজ আপনাদের এমন কিছু উপাও সম্পর্কে বলবো যে গেম গুলো কোন ধরনের ডিপোজিট ছাড়া খেলেই ইনকাম করতে পারবেন।
অনেক ফ্রি গেম প্ল্যাটফর্ম যেমন PUBG Mobile, Free Fire, Fortnite, এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক গেম গেমারদের জন্য অর্থ আয়ের সম্ভাবনা তৈরি করে। এটি শুধুমাত্র দক্ষ গেমারদের জন্যই নয়, বরং সাধারণ গেমারদের জন্যও আয়ের সুযোগ দেয়। ফ্রি গেম খেলার মাধ্যমে টাকা আয়ের জনপ্রিয় উপায়-
- ই-স্পোর্টস টুর্নামেন্ট: ফ্রি গেমগুলোর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে, বিজয়ীদের নগদ অর্থ, গিফট কার্ড, বা অন্যান্য পুরস্কার দেওয়া হয়।
- লাইভ স্ট্রিমিং: Twitch, YouTube, বা Facebook Gaming-এ PUBG গেম খেলার লাইভ স্ট্রিম করে ফলোয়ার এবং দর্শকদের কাছ থেকে আয় করা যায়। আবার বিজ্ঞাপন, সুপারচ্যাট, এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করা সম্ভব।
- অ্যাফিলিয়েট মার্কেটিং: গেমিং অ্যাকসেসরিজ বা ইন-গেম পণ্য প্রচার করে কমিশনের মাধ্যমে আয় করা যায়।
- ইন-গেম আইটেম বিক্রি: গেমের রেয়ার স্কিন, ক্যারেক্টার, বা উন্নত লেভেল যুক্ত অ্যাকাউন্ট বিক্রি করা যায় বয়া ইন-গেম ডায়মন্ড, মুদ্রা বা সম্পদ বিক্রির মাধ্যমেও আয় সম্ভব।
- গেমিং কনটেন্ট ক্রিয়েশন: গেমিং টিউটোরিয়াল, মজার ভিডিও, বা স্ট্র্যাটেজি গাইড তৈরি করে YouTube বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে আয় করা যায়।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করা বর্তমান সময়ে সহজ একটি উপায়। আপনারা যেহেতু গেম খেলে ইনকাম করার জন্য পোস্টটি পরছেন তাই তাই, সহজে টাকা ইনকাম করার আরেকটি উপায় নিয়ে আলোচনা করলাম। কারণ এখনকার সময়ে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করার জন্য কোন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কিছু ফ্রি ওয়েবসাইট আর কিছু পেইড ওয়েবসাইটে লটারি খেলে টাকা ইনকাম করা যায়।
অনলাইনে অনেক সাইটে লটারি খেলার আয়োজন করে, সেই সব ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। লটারি খেলে জিতলে টাকা ইনকাম করতে পারবে। অনলাইনে লটারী খেলার সব সাইট যেমন, ফ্রি নয়। আবার, লটারি খেলার সব সাইট ঝুঁকি মুক্ত নয়। তাই, লটারি খেলার আগে যাচাই-বাছাই করে একাউন্ট খুলতে হবে। এবং লটারি খেলতে হবে। আপনাদের সুবিধার জন্য কয়েকটি সাইটের নাম নিচে দেওয়া হলো-
- 1Xbet
- Clip Claps
- WinZo
- Ludo King
- MPL
- Loco
- Roz Dhan
- Helo
- Qureka
- WinZo Gold
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম- শেষ কথা
উপরে উক্ত আর্টিকেলের আলোচনার মুখ্য বিষয় অনলাইনে গেম খেলে টাকা ইনকাম - গেম খেলে টাকা ইনকাম করার ১২টি অ্যাপস সম্পর্কে। আশা করি এই পোস্ট থেকে আপনি বুঝতে পেরেছেন কি ভাবে গেম দেখে টাকা ইনকাম করতে পারবেন বা করা যায়। এমন নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। এই পোস্ট থেকে আপনার মতামত অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url