পুরাতন ফেসবুক আইডি কিভাবে খুলবো
আপনারা কি পুরাতন ফেসবুক আইডি কিভাবে খুলবেন সে সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আমাদের আজকের পোস্টটি আপনার জন্য।কারণ অনেকেই নিজের আইডি হারিয়ে ফেলেন বা পাচওয়ার্ড ভুলে যাওয়ার পর সেই আইডি কোনো ভাবেই খুজে পান না। তাই যারা নিজের আইডি বা ফেসবুক একাউন্ট হারিয়ে গেছে এবং খুজে পাচ্ছেন না তারা এই আর্টিকেলটি পড়ুন। আশা করি আপনার উপকারে আসবে এবং আপনার পুরাতন ফেসবুক আইডি ফিরে পাবেন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমরা আমাদের জীবনের প্রথম যে ফেসবুক আইডিটি খুলি সে টি অনেক অন্যরকম হয়। আমরা সকলেই চাই পুরাতন আগের ফেসবুক আইডিটি যেন ফিরে আসে। এখন আপনি যদি আপনার সর্ব প্রথম খোলা ফেসবুক আইডি ফিরে পেতে চান তাহলে আপনাকে পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে জেনে রাখতে হবে।
পুরাতন ফেসবুক আইডি
পুরাতন ফেসবুক আইডি বলতে এমন একটি অ্যাকাউন্ট বোঝায়, যা ব্যবহারকারী অনেক আগে তৈরি করেছেন এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করছেন। এই ধরনের আইডি সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত এবং সামাজিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং স্মৃতি সংরক্ষণ করে থাকে। পুরাতন ফেসবুক আইডির মাধ্যমে একজন ব্যবহারকারী তার পুরনো বন্ধু, পরিবার, সহকর্মী এবং অন্যান্য পরিচিতদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।
পুরাতন ফেসবুক আইডির হারিয়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। সে জন্য আমাদেরকে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে এবং অতিরিক্ত আইডি ওপেন করা থেকে বিরত থাকতে হবে। সাধারণত আমরা অনেক বেশি আইডি ওপেন করি যার ফলে আমাদের ফেসবুক আইডি হারিয়ে যাই। যেন আপনার পুরাতন ফেসবুক আইডি হারিয়ে না যায় সে জন্য আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী ফেসবুক আইডি খুলতে হবে।
পুরাতন ফেসবুক আইডি কিভাবে খুলবো
আমাদের আজকের আরটিকেলের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো, আপনারা কি ভাবে পুরাতন ফেসবুক আইডি আইডি খুলবেন বা পুরাতন ফেসবুক আইডি ফিরে পাবেন। কারণ অনেক সময় আইডি লগিং না থাকা অবস্থাই পাসওয়ার্ড ভুলে গেলে এবং ফোন নাম্বর হারিয়ে গেলে যেই নাম্বার দিয়ে ফেসবুক খোলা হয়েছিল সে অ্যাকাউন্ট লগিং হতে চাই না।
তাই আপনারা কি ভাবে আপনার পুরাতন ফেসবুক আইডি আগের মতো ব্যবহার করতে পারবেন বা ফিরে পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা কওার। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কি ভাবে ফেসবুক আইডি খুলবেন বা ফিরে পাওয়া যাই-
ফেসবুকে প্রবেশ এবং Forgot password: আপনি আপনার ফোন বা আপনার মোবাইল থেকে শুরুতেই ফেসবুক অ্যাপ বা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন।
ফেসবুক অ্যাকাউন্ট খুজুন বা Find account : যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গাছেন তাই আপনাকে (Forgot password?) করতে হবে।
- Forgot password করার মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা হয়ে থাকে। উপরের ছবিতে দেখতে পাচ্ছেন নীল রঙ দিয়ে এ মার্ক করা "Forgot password" লেখা অপশনটিতে ক্লিক করুন। এবারে আপনার আইডি খোঁজর অপশন পাবেন।
- তারপর আপনার ফেসবুক আইডি খুঁজে বের করবেন "Forgot password" লেখা অপশনটিতে ক্লিক করলে আপনি (Find your account) অপশন দেখতে পাবেন। মানে আইডি খোঁজার অপশন দেখতে পাবেন।"Forgot password" ক্লিক করলে আপনি দেখতে পাবেন-
- উপরের যেমন, ছবি দেখতে পাচ্ছেন আপনিও তেমন দেখতে পাবেন। এখানে ২টি অপশনের মাধ্যমে ফেসবুক আইডি খুঁজে বের করতে পারেন। যেমন, মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডিতে ব্যবহার করেছেন তাহলে মোবাইল নাম্বার দিতে হবে। আর জিমেইল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি ফেসবুকে ব্যবহার করে তাহলে জিমেইল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
- আপনি যদি শুধু নাম্বার ব্যবহার করে থাকেন তবে ফাঁকা ঘরে আপনার নাম্বার বসিয়ে নীল রঙ এর বাটন এর মধ্যে দেখতে পাচ্ছেন "Find account" লেখা অপশনে ক্লিক করতে হবে।
- আর যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে থাকেন তাহলে একই ভাবে "Find account" অপশনে ক্লিক করে আপনার ফেসবুক আইডি খুঁজে বের করতে পারেন। Find account অপশন এ ক্লিক করলেই আপনার আইডি দেখতে পাবেন।
নাম্বার ছাড়া ভেরিফিকেশন কোড : Find account অপশন এ ক্লিক করলেই আপনার নাম্বারে যত গুলো ফেসবুক আইডি খোলা আছে বা আপনার জিমেইল এ যত গুলো ফেসবুক আইডি খোলা আছে সব গুলো আপনি দেখতে পাবেন।
- তারপর আপনি আকাধিক অ্যাকাউন্ট থাকলে যেটা আপনি লগিং করতে চান সেটাতে ক্লিক করেন।
- আপনি যেই আইডি লগিং করতে চান সেটাতে ক্লিক করলে উপরের ছবিটির মতো দেখাবে। সেখানে নাম্বার এ ভেরিফিকেশন কোড পাঠানো ছাড়াও অনেক গুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে আছে,
- Whats App এ ভেরিফিকেশন কোড নিতে পারেন (যেই নাম্বার দিয়ে ফেসবুক খোলা ছিল ওই নাম্বারে Whats App খোলা থাকতে হবে)। Gmail account এ ভেরিফিকেশন কোড নিতে পারেন (যেটা আপনি ফেসবুকে ব্যবহার করেছিলেন।
- আপনার যেই অপশন দরকার সেটা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করেন। এবার আপনি যেখানে ভেরিফেকেশন কোড নিয়েছেন সেখানে গিয়ে ভেরিফিকেশন কোড সংগ্রহ করুন। যেটা রিকভারি করতে লাগবে।
ফেসবুক আইডিটি রিকভারি : আপনি যখন সিলেক্ট করে "Continue" বাটনে ক্লিক করবেন তখন ভেরিফেকেশন কোড চলে যাবে ও তখন পুরাতন ফেসবুক আইডিটি রিকভারি হয়ে যাবে।
- তারপর ফাঁকা জাইগা যেখানে "Enter code" লেখা সেটা ভেরিফেকেশন কোড "OTP" বসানোর অপশন। ঠিক একই রকম আপনিও দেখতে পাচ্ছেন এবার ভেরিফেকেশন কোড বসানোর জাইগায় আপনি আপনার সংরক্ষিত ভেরিফেকেশন কোড "OTP" বসিয়ে দিন।
- এরপর ভেরিফেকেশন কোড বসানো পর Continue বাটনে এ চাপ দিলে আপনি আপনার ফেসবুক আইডি আবার আগের মতো ফিরে পাবেন ইনশাআলাহ।
হ্যাক হওয়া পুরাতন ফেসবুক আইডি ফিরে পাবার উপায়
অনেক সময় আমাদের মূল্যবান ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে আমরা বিভিন্ন রকম সমস্যার সমর্থন হয়ে থাকি। সাধারণত এর কারণে আমাদের যত ধরনের তথ্য রয়েছে সব গুলোই চুরি হয়ে যেতে পারে।
আপনি যদি আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট ফিরে পেতে চান তাহলে অবশ্যই বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে ফিরে পেতে পারেন-
- হ্যাক হয়ে যাওয়া আইডি ফিরে পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের প্রাইভেসি এন্ড সেটিং থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে সেখান থেকে সিকিউরিটি এন্ড লগইন অপশন থেকে আপনার একাউন্ট কোন ডিভাইস থেকে লগইন করা আছে সাধারণত এ বিষয় গুলো জানতে পারবেন।
- সাধারণত এর পরে আপনাকে একটি নতুন ব্রাউজারে প্রবেশ করতে হবে সেখান থেকে আপনাকে www.facebook.com/hacked এই লিংকটি লিখে সার্চ করতে হবে।
- সাধারণত এখান থেকে আপনাকে মাই একাউন্ট এর উপরে ক্লিক করতে হবে তারপর আপনাকে আপনার ফোন নাম্বার, এবার এড্রেস অথবা ইউজার নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে।
- ইমেইল অথবা ইউজারনে নাম দিয়ে যদি একাউন্ট সার্চ করা যায় তাহলে খুব সহজেই সিকিউরিটি চেক অপশনে ক্যাপচার এন্ট্রি করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্টটি নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে।
- সাধারণত এরপর আপনার কাছে নিরাপত্তা জনিত বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। সাধারণত এই প্রশ্ন গুলো সম্পূর্ণ সঠিক ভাবে উত্তর দেওয়া হয়ে গেলে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন।
পুরাতন ফেসবুক আইডি সুবিধা
পুরাতন ফেসবুক আইডি ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে। পুরাতন ফেসবুক আইডি ব্যবহার করার সুবিধা গুলো নিচে উল্লেখ করা হলো-
- পুরাতন আইডি দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকায়, ফেসবুকের অ্যালগরিদমে আইডিটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নতুন আইডির তুলনায় পুরাতন আইডির ক্ষেত্রে বন্ধুত্বের অনুরোধ বা অন্য কার্যকলাপ গুলোতে কম বিধিনিষেধ থাকে।
- অনেক পুরাতন ছবি, পোস্ট, এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত এই আইডিতে সংরক্ষিত থাকে। ফেসবুক "On This Day" ফিচারের মাধ্যমে পুরোনো স্মৃতি গুলো পুনরায় উপস্থাপন করে, যা অনেকের জন্য আবেগময় হতে পারে।
- পুরাতন আইডিতে সাধারণত অনেক বেশি বন্ধু এবং ফলোয়ার থাকে, কারণ অনেক বছর ধরে ব্যবহার করা হয়েছে। এটি সামাজিক সংযোগের একটি বড় নেটওয়ার্ক তৈরি করে, যা ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সাহায্য করতে পারে।
- দীর্ঘদিনের ব্যবহারের কারণে বন্ধুর সংখ্যা সাধারণত বেশি হয়। এতে পোস্টের রিচ (দর্শক সংখ্যা) অনেক বৃদ্ধি পায়, যা বিশেষ করে ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য কার্যকর।
- পুরাতন আইডি দিয়ে তৈরি পেজ বা গ্রুপ গুলোর বিশ্বাসযোগ্যতা বেশি থাকে। এতে নতুন সদস্য বা ফলোয়ার সংগ্রহ করা সহজ হয় এবং অ্যালগরিদমের মাধ্যমে পেজ বা গ্রুপের রিচ বাড়ে।
- পুরাতন আইডি ফেসবুকের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকার কারণে বেশি সুরক্ষিত হতে পারে। ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার ক্রমাগত আপডেটের ফলে পুরাতন আইডিতে বিভিন্ন সিকিউরিটি চেক যুক্ত করা হয়, যা অ্যাকাউন্টের সুরক্ষা বাড়ায়।
- ফেসবুকের বিভিন্ন সেবা যেমন মার্কেটপ্লেস, পেজ ম্যানেজমেন্ট বা ফেসবুক অ্যাড ব্যবহারে পুরাতন আইডির ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়।
- পুরাতন আইডি একটি দীর্ঘমেয়াদী সংযোগ ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীর জন্য কার্যকর হতে পারে।
পুরাতন ফেসবুক আইডি কিভাবে খুলবো-শেষ কথা
প্রিয় পাঠক আজকের মূল টপিক ছিল পুরাতন ফেসবুক আইডি কিভাবে খুলবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা আমাদের পুরাতন ফেসবুক আইডি ফিরে পেতে চাই তাই অবশ্যই আমাদেরকে এই বিষয় গুলো মেনে চলতে হবে।
আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন আর্টিকেলে অবশ্যই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর এই ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url