নতুন গুগল একাউন্ট খুলব যে ভাবে
নতুন গুগল একাউন্ট খুলবেন কি ভাবে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের পোস্টটি পড়ুন। কারণ আমরা অনেকেই নতুন ভাবে গুগল একাউন্ট খুলতে চাই কিন্তু কি ভাবে খুলতে হয় সেই পদ্ধতি গুলো আমরা বিশেষ ভাবে জানিনা। কিন্তু আজকে আমরা নতুন ভাবে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।
নতুন ভাবে গুগল একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে একটি নাম্বারের প্রয়োজন হবে এবং অন্যটি একটি মোবাইল ফোন এ দুটোর মাধ্যমে আপনি একটি গুগল একাউন্ট অথবা দুই থেকে চারটি গুগল একাউন্ট খুলতে পারবেন।গুগল একাউন্ট খোলার জন্য আপনাকে youtube এ গিয়ে সার্চ করতে হবে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম এসব পদ্ধতি গুলো সার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট কি ভাবে খুলতে হয়। তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন।
নতুন গুগল একাউন্ট
নতুন গুগল একাউন্ট খোলার মাধ্যমে আপনি ফেসবুক এবং ইউটিউব এবং আরও অন্যান্য ব্রাউজার গুলো চালাতে পারবেন কিন্তু আপনি যদি গুগল একাউন্ট না খুলে থাকেন তাহলে আপনি কখনোই ইউটিউব ও ফেসবুক চালাতে পারবেন না তাই গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন রয়েছে।
আবার আমরা যদি কারো সাথে কন্টাক করতে চাই তাহলে সেই পরিমাণ গুগল একাউন্ট প্রয়োজন হয়। যদি একটি নতুন গুগল অ্যাকাউন্ট খোলা হয় তাহলে আমরা সমস্ত কিছুই ব্রাউজার ও ওপেন করতে পারব এবং সম্পূর্ণ ভাবে চালাতে পারবো। যদি আপনি গুগল একাউন্ট না খুলে থাকেন তাহলে এখনই গুগল একাউন্ট খুলুন এবং সব অ্যাপ আপনি ব্যবহার করুন।
নতুন গুগল একাউন্ট খুলব যে ভাবে
প্রথম ধাপ: আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটেরর গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে "Next" বাটনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ: এই ওয়েবসাইটে গিয়ে Create Account এ ক্লিক করুন এবং কি ধরণের একাউন্ট আপনি খুলতে চান তা সিলেক্ট করুন। এখানে আপনার সামনে ৩ ধরণের অপসন আসবে Personal , Child এবং Business। এ গুলোর বিবরণ দেখে আপনার প্রয়োজন অনুসারে আপনি একাউন্ট খুলুন।
- 1. For my personal use: আপনি আপনার ব্যক্তিগত ব্যবহার করার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে "For my personal use" এই অপসনটি ব্যবহার করুন।
- 2. For my Child: বয়সের উপর ভিত্তি করে এই একাউন্টের উপর নানা বিধি নিষেধ আছে। আপনি যদি আপনার নিজের সন্তানের জন্য গুগল একাউন্ট খুলতে চান তাহলে "For my Child" এই একাউন্ট খুলুন।
- 3. For work or my business: আপনি যদি আপনার একটি ব্যাবসার কাজে মেইল আদান প্রদানের জন্য একটি একাউন্ট খুলতে চান তাহলে "For work or my business"এটি ব্যবহার করুন। আপনার ব্যবসার অনলাইনে সকলের মধ্যে পৌঁছে যাবে যাতে লোকেরা এটি সহজেই খুঁজে পেতে পারে।
তৃতীয় ধাপ: এখানে আপনি আপনার First Name, Last Name, Username, Password এবং Confirm Password পূরণ করুন এবং Next বাটনে ক্লিক করুন।
- 1.Username: আপনার Username হলো আপনার নতুন গুগল একাউন্ট আইডি। যদি আপনার দেওয়া Username উপলব্ধ না থাকে তাহলে আপনাকে এই সম্পর্কিত বিকল্প Username দেখানো হবে. অথবা আপনি অন্য একটি নতুন Username পূরণ করতে পারেন।
- 2. Password: পাসওয়ার্ড যে কোনো অক্ষর, সংখ্যা এবং চিহ্নের মিশ্রণে কমপক্ষে ৮ বা তার বেশি অক্ষর ব্যবহার করে বানাতে হবে।
চতুর্থ ধাপ: এখানে আপনার সকল বিস্তারিত তথ্য যেমন মোবাইল নাম্বার , ইমেইল আইডি (অন্য কোনো ইমেইল থাকলে) , জন্ম তারিখ এবং লিঙ্গ পূরণ করুন এবং Next বাটনে ক্লিক করুন।
- মোবাইল নাম্বার: মোবাইল নাম্বার অবশই দেওয়া দরকার কিন্তু এটি আবশ্যক না। আপনার কাছে মোবাইল নাম্বার না থাকলে আপনি নাও দিতে পারেন।
পঞ্চম ধাপ: Terms and Conditions সম্পূর্ণ পরে নিতে হবে যাতে আপনি সচেতন হতে পারেন যে গুগল আপনার ব্যক্তিগত তথ্যের কি ব্যবহার করে। প্রয়োজন হলে আপনি সমস্তটা কপি করুন এবং গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা অনুবাদ করে পরে নিতে পারেন। আপনি গুগলের শর্তাবলীতে সম্মত হলে "I agree" বাটনে ক্লিক করুন।
আপনি যদি উপরের নিয়ম অনুসরণ করে কাজ করেন তাহলে খুব সহজেই নতুন গুগল একাউন্ট খুলতে পারবেন এবং সকল ধরনের অ্যাপ গুলোতে গুগল একাউন্ট ব্যবহার করে অ্যাপ গুলো ওপেন করতে পাবেন।
গুগল একাউন্ট ব্যবহার
গুগল একাউন্ট খোলার সুবিধা
গুগল একাউন্টের অনেক সুবিধা রয়েছে যা বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে ব্যবহার করা যায়। এর কিছু প্রধান সুবিধা হলো-
- গুগল একাউন্টের মাধ্যমে আপনি বিনামূল্যে একটি Gmail ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যা দ্রুত, নিরাপদ ও বিশ্বজুড়ে জনপ্রিয়।
- আপনার ফাইল, ছবি, এবং ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য গুগল ড্রাইভে ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন।
- অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য Google Play Store থেকে বিভিন্ন অ্যাপ, গেম, মুভি, বই ইত্যাদি ডাউনলোড ও ইনস্টল করা যায়।দ
- অটোমেটিক ফটো ব্যাকআপ এবং সহজে ফটো ব্যবস্থাপনার জন্য Google Photos একটি অসাধারণ টুল। এখানে ছবি সংরক্ষণ, শেয়ারিং ও অর্গানাইজেশন সহজ হয়।
- গুগল ডকস, শিটস, স্লাইডস: ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরির জন্য গুগল ডকস, শিটস ও স্লাইডস বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এটি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের অনলাইন বিকল্প।
- ভিডিও কনফারেন্সিং ও মিটিংয়ের জন্য Google Meet একটি ফ্রি এবং সহজ উপায়। পেশাদারদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।
- ক্যালেন্ডার ব্যবস্থাপনা ও ইভেন্ট অর্গানাইজ করার জন্য Google Calendar বেশ কার্যকর। এটি আপনাকে নির্দিষ্ট সময়ের কাজ গুলো মনে করিয়ে দেয়।
- গুগল ম্যাপসের সাহায্যে যেকোনো জায়গার সঠিক দিকনির্দেশনা, লোকেশন অনুসন্ধান এবং রুট পরিকল্পনা করতে পারেন।
- জরিপ ও তথ্য সংগ্রহের জন্য গুগল ফর্মস খুবই কার্যকর টুল, যা আপনি সহজেই তৈরি ও শেয়ার করতে পারবেন।
- যদি আপনি গুগল একাউন্টে লগইন করেন, তবে আপনার ব্রাউজারের বুকমার্ক, হিস্ট্রি, এবং পাসওয়ার্ডসহ সব ডেটা বিভিন্ন ডিভাইসের মধ্যে সিঙ্ক হবে।
নতুন গুগল একাউন্ট খুলব যে ভাবে-শেষ কথা
প্রিয় পাঠক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কি ভাবে নতুন গুগল একাউন্ট খুলবেন সে সম্পর্কে। আজকের গুগল একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে যদি গুগল একাউন্ট খুলতে চান তাহলে আশাকরি খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আপনাদের কাছে যদি পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। আর এমন মজার মজার পোস্ট পড়তে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন। গুগল একাউন্ট খোলার নিয়ম এই পোস্টে কোন মন্তব্য থাকলে নিচে দেওয়া মন্তব্য বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url