নতুন জিমেইল একাউন্ট খুলব যে ভাবে
নতুন জিমেইল অ্যাকাউন্ট কি ভাবে খুলবেন সে সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ এ পোস্টের মধ্যে নতুন জিমেইল অ্যাকাউন্ট কি ভাবে খুলবেন ও নতুন জিমেইল অ্যাকাউন্টের সুবিধা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
আপনারা অনেকেই আছেন যারা কি ভাবে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন জানেনা বা কিভাবে জিমেইল একাউন্ট খোলাতে হয় পারেন তাদের জন্য আমার আজকের এই পোস্টটি। আপনি যদি আমার আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পরেন তাহলে এ নিয়মে খুব সহজেই যে কোন সময় নতুন জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
নতুন জিমেইল অ্যাকাউন্ট
জিমেইল (Gmail) হলো গুগলের তৈরি একটি জনপ্রিয় ইমেইল সেবা। গুগলের কতৃপক্ষ যা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয়। আর যে কোনো ধরনের ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট অত্যন্ত কার্যকর। এটি গুগলের অন্যান্য সেবা গুলোর (যেমন: গুগল ড্রাইভ, গুগল ডকস, ইউটিউব) সাথেও সংযুক্ত থাকে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে।
নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কিছু সাধারণ ধাপ অনুসরণ করতে হবে। যার মাধ্যমে আপনি সহজেই আপনার নিজস্ব ইমেইল ঠিকানা তৈরি করতে পারবেন এবং বিভিন্ন গুগল সেবা ব্যবহার করতে পারবেন।
নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলব
নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে নিচের গুলো অনুসরণ করুন তাহলেই আপনি খুব সহজেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন -
- প্রথমে আপনার মোবাইল ফোনের ব্রাউজার অপসন থেকে Gmail এর ওয়েবসাইটে যান।
- এরপর “Create account” বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার প্রয়োজন অনুযায়ী “For myself” বা “For my business” নির্বাচন করুন।
- তারপর একটি নতুন পেজ আসবে সেখানে আপনার First Name) এবং লাস্ট নেম (Last Name)"লিখে "Next"অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার ইচ্ছামত একটি ইউজারনেম (ইমেইল ঠিকানা) তৈরি করুন। যদি ইউজারনেমটি পাওয়া না যায়, অন্য একটি চেষ্টা করুন।
- তারপর একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন ও এটি পুনরায় লিখে নিশ্চিত করুন এবং "Next" বাটনে ক্লিক করুন।
- পরবর্তী পৃষ্ঠায়, আপনার মোবাইল নাম্বর দিন এবং প্রয়োজন হলে একটি রিকভারি ইমেইল ঠিকানা দিন।
- জন্মতারিখ ও লিঙ্গ নির্বাচন করুন এবং "Next" ক্লিক করুন।
- এরপর গুগলের শর্তাবলী (Terms and Conditions) পড়ে “I agree” বাটনে ক্লিক করুন।
উপরের নিয়ম মেনে কাজ করলে আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি এটি ব্যবহার করতে পারবেন।
মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলব
মোবাইল দিয়ে নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হলে নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই নিজেই নিজের জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। আর বিশেষ এক থেকে দুই মিনিটের মধ্যেই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কারো সহযোগিতা নিতে হবে না।
তাই নিচে দেখানো পদ্ধতি বা উপায় গুলো অনুসরণ করে নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন।
- আপনার স্মার্ট ফোনে থাকা জিমেইল অ্যাপটি ওপেন করে "Set Up Email" অপশনে থাকা Google অপশনে ক্লিক করতে হবে।
- এরপর "Create Account" অপশনে ক্লিক করলে আপনি দুটি অপশন দেখতে পাবেন "For My Personal Use এবং For Work Or My Business" অপশন এর মধ্যে থেকে যেটি আপনার পছন্দ সেটিতে ক্লিক করতে হবে।
- এরপর "ফার্স্ট নেম (First Name) এবং লাস্ট নেম (Last Name)"লিখে "Next"অপশনে ক্লিক করতে হবে।
- তারপর জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে এবং আপনার লিঙ্গ সিলেক্ট করে "Next" বাটনে ক্লিক করুন।
- তারপর Google নিজে থেকে আপনাকে একটি জিমেইল এড্রেস সিলেক্ট করতে বলবে যদি আপনার সেটি পছন্দ হয় সে ক্ষেত্রে সেটিতে ক্লিক করুন অথবা না পছন্দ হলে এই অপশনটিতে "Create Your Own Gmail Address" ক্লিক করতে হবে। তাহলে নিজে থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি জিমেইল এড্রেস লিখতে হবে।
- এরপর লিখা হয়ে গেলে আবার " Next" বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার পছন্দ অনুযায়ী আট সংখ্যার একটি পাসওয়ার্ড নির্বাচন করুন এবং পাসওয়ার্ডটি বসানো হলে "Next" বাটনে ক্লিক করতে হবে।
- তারপর আপনার কাছে একটি ফোন নাম্বার চাওয়া হবে আর এই ফোন নাম্বারটি দিলেও হবে আবার না দিলেও হবে।কারন এটি (একটি ঐচ্ছিক নম্বর) তবে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষার ক্ষেত্রে ফোন নাম্বারটি বসানো ভালো। আর যদি ফোন নাম্বার না দিতে চান তাহলে "Skip" বাটনে ক্লিক করতে হবে।
- তাহলে আপনার মোবাইল ফোনে ডিসপ্লেতে জিমেইল একাউন্টটি সঠিক ভাবে তৈরি হয়েছে এবার নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর গুগলের "Privacy And Terms" পড়ে নিচে স্ক্রলডাউন করে "I Agree" বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার ফোনে জিমেইল অ্যাকাউন্টটি সম্পূর্ণ সঠিক ভাবে তৈরি হয়েছে।
আশা করি উপরে দেখানো জিমেইল একাউন্ট খোলার নিয়ম ও এই ব্যাপারে যে তথ্য গুলো দেওয়া রয়েছে সে গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনে মাধ্যমে জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন।
আইফোন দিয়ে জিমেইল আইডি খুলব
আপনারা যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য জিমেইল একাউন্ট অনেক গুরুত্বপূর্ণ । কারণ মোবাইল ফোনের মত আইফোন আপনি জিমেইল একাউন্ট ছাড়া কোন অ্যাপ বা youtube অ্যাপ লগইন করতে পারবেন না।এর জন্য আপনা কে আপনার আইফোনে জিমেইল একাউন্ট সেট করতে হবে।
আপনারা যারা আইফোনে জিমেইল একাউন্ট খুলবেন তারা উপরের মোবাইল ফোন দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করলেই খুব সহজেই জিমেইল একাউন্ট খুলতে পারবেন।কেননা সকল মোবাইল ফোন জিমেইল অ্যাপ( gmail app ) একই রকম হয়ে থাকে।তাই উপরের উক্ত নিয়ম অনুসরণ করে জিমেইল একাউন্ট খুলতে পারেন।
ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জিমেইল আইডি খুলব
ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জিমেইল একাউন্ট খোলা অনেক সহজ।আপনারা যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জিমেইল একাউন্ট খুলবেন তারা নিচের নিয়ম অনুসরণ করে খুব সহজেই জিমেইল একাউন্ট খুলতে পারেন।
- প্রথমেই ল্যাপটপ বা কম্পিউটারে থাকা গুগলে ক্রোম ব্রাউজার ওপেন করে এই ঠিকানায় https://mail.google.com/mail যান।
- এরপর উপরের ডানদিকে "একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করুন এরপর যে নামে জিমেইল করতে চাচ্ছেন সে নামটি বা আপনার নামটি লিখুন।
- তারপর "ব্যবহারকারীর নাম" ফিল্ডে একটি ব্যবহারকারীর নাম লিখুন এবং মনে রাখবেন,এই ব্যবহারকারীর নামটি আপনার জিমেইল ঠিকানা।
- তারপর একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন এবং পুনরায় পাসওয়ার্ডটি লিখুন।
- এরপর "পরবর্তী" বাটনে ক্লিক করুন তারপর ঐচ্ছিক আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য একটি ফোন নাম্বার যোগ করুন। এবং তা যাচাই করুন তারপর "পরবর্তী" বাটনে ক্লিক করুন।
- তারপর জন্ম তারিখ, লিঙ্গ এবং অন্যান্য তথ্য লিখুন তারপর "সম্মত" বাটনে ক্লিক করুন।
তাহলেই জিমেইল অ্যাকাউন্ট সঠিক ভাবে তৈরি হয়ে যাবে। এভাবে করে কম্পিউটারের মাধ্যমে নতুন জিমেইল একাউন্ট তৈরি করে নিতে পারেন।
নতুন জিমেইল অ্যাকাউন্টের সুবিধা
নতুন জিমেইল (Gmail) অ্যাকাউন্ট তৈরি করা বর্তমানে ডিজিটাল জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। গুগলের জনপ্রিয় ইমেইল সেবা হিসেবে জিমেইল শুধু ইমেইল আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আপনার ডিজিটাল কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে।
নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে আপনি শুধু ইমেইলই ব্যবহার করতে পারবেন না, বরং বিভিন্ন গুগল সেবা যেমন গুগল ড্রাইভ, গুগল ফটো, গুগল মিটসহ আরও অনেক অ্যাপ ও টুল ব্যবহার করতে পারবেন।
নতুন জিমেইল (Gmail) অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি অনেক সুবিধা উপভোগ করতে পারেন। এর মধ্যে প্রধান সুবিধা গুলো হলো-
- ফ্রি স্টোরেজ: গুগল আপনাকে ১৫ জিবি (GB) ফ্রি ক্লাউড স্টোরেজ প্রদান করে। এটি ইমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোতে ব্যবহৃত হয়।
- গুগল অ্যাপ্লিকেশনের এক্সেস: নতুন জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শীটস, গুগল ফর্মস, এবং গুগল ক্যালেন্ডারসহ বিভিন্ন গুগল সেবার এক্সেস পাবেন।
- গুগল প্লে স্টোর: নতুন জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।
- ইমেইল অ্যাক্সেস: সহজ এবং দ্রুত ইমেইল ব্যবস্থাপনা, যেখানে স্প্যাম ফিল্টারিং, প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন ট্যাবগুলোর মাধ্যমে ইমেইল শ্রেণিবদ্ধ করা হয়।
- গুগল মিট এবং চ্যাট: জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগল মিট এবং গুগল চ্যাট ব্যবহার করে ভিডিও কনফারেন্স এবং তাৎক্ষণিক বার্তা প্রেরণ করতে পারবেন।
- গুগল ফটো: গুগল ফটো ব্যবহার করে ছবি ও ভিডিও অটোমেটিকভাবে ক্লাউডে ব্যাকআপ করা যায়, যা বিভিন্ন ডিভাইস থেকে অ্যাক্সেসযোগ্য।
- গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব মনিটাইজেশন: যেকোনো ইউটিউব চ্যানেল বা ব্লগকে মনিটাইজ করার জন্য জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন।
- প্রাইভেসি এবং নিরাপত্তা: গুগল নিরাপত্তার জন্য দুই-স্তর বিশিষ্ট অথেনটিকেশন সিস্টেম প্রদান করে যা আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা দেয়।
- সিঙ্ক ফিচার: গুগল অ্যাকাউন্টের সাথে একাধিক ডিভাইস সিঙ্ক করা যায়, যা আপনাকে যে কোনো ডিভাইস থেকে ডেটা অ্যাক্সেস করতে সাহায্য করে।
জিমেইল একাউন্ট খোলার নিয়ম-শেষ কথা
প্রিয় পাঠক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কি ভাবে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে। আজকের জিমেইল একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে যদি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আশাকরি খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আপনাদের কাছে যদি পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। আর এমন মজার মজার পোস্ট পড়তে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন।জিমেইল একাউন্ট খোলার নিয়ম এই পোস্টে কোন মন্তব্য থাকলে নিচে দেওয়া মন্তব্য বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url