গ্রীন লাইন বাস টিকেট অনলাইন
গ্রীন লাইন বাস টিকিট অনলাইন কি ভাবে কাটাতে নিয়ম জানতে গুগলে সার্চ করেছেন?তাহলে আজকের পোস্টটি পড়ুন।কারণ আপনারা যদি গ্রীন লাইন বাস যাতায়াত করতে চান বা টিকিটের প্রয়োজন হয় তাহলে আজকের দেখানো নিয়ম অনুযায়ী অনলাইনে টিকিট কাতে পারবেন বা টিকিট কি ভাবে অনলাইন কাটতে হয় জানতে পারবেন।তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক গ্রীন লাইন বাস টিকিট অনলাইন সম্পর্কে।
গ্রীন লাইন বাস বাংলাদেশের বাস পরিবহন গুলোর মধ্যে একটি উন্নত পরিবহন।পরিবারিক ভাবে ঘুরতে যাওয়া বা কাজের জন্য আমরা অনেক সময় অনেক স্থানে গ্রীন লাইন বাস ভ্রমণ করে থাকি।তাই ভ্রমণ করার জন্য গ্রীন লাইন বাস উন্নত পরিবহন।কারণ ভ্রমণ করার জন্য গ্রীন লাইন বাস গুলো যাত্রীদেরকেদ্রুত নিরাপদ ভাবে গন্তব্য স্থানে পোঁছাতে সহায়তা করে এবং আরামদায়ক সিট প্রদন করে থাকে।
পোস্ট সূচিপত্র.
গ্রীন লাইন বাস টিকেট অনলাইন
বর্তমান সময়ে সকল জায়গা থেকে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা চালু হয়েছে।যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে সহজেই অনলাইনে বাসের টিকেট কম সময়ের মধ্যে সংগ্রহ করা যায়। অনলাইন মাধ্যমে গ্রীন লাইন বাস টিকেট যাত্রীদের কাছে বিক্রি করা হয়।কিন্তু টিকেটের দাম কিছু বেশি কারণ অনলাইনের কিছু টাকা ভাট দিতে হয়।আপনারা অনলাইন মাধ্যমে খুব সহজেই গ্রীন লাইন বাসের টিকেট কাটতে পারবেন।
আরো পড়ুনঃ হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
মূলত গ্রীন লাইন বাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। তাই টিকেট ক্রয় করতে https://greenlinebd.com/ এই ওয়েবসাইট টি ভিজিট করে গ্রীন লাইন বাস অনলাইন টিকিট ক্রয় করা যায়।
গ্রীন লাইন বাস অনলাইন টিকিট কাটার নিয়ম
আপনি যদি টিকেট সংগ্রহ কি ভাবে করবেন জানতে চান তবে এই আরটিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপর্ণ। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন বাস অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানবো। এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই গ্রীন লাইন বাস টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্রীন লাইন বাস টিকিট কি ভাবে কাটবো সেই প্রক্রিয়া গুলো-
- প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে যে কোনো একটি বাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করবেন শ্যামলিটিকিটস ডট কম বা নিম্নোক্ত https://greenlinebd.com/ এই লিংকে ক্লিক করুন।
- এরপর মূল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি কোথায় হতে কোথায় ভ্রমণ করতে চান নিদিষ্ট স্থান ও যে স্থানে যাবেন সিলেক্ট করুন।
- তারপর নিদিষ্ট ভ্রমণের তারিখ সিলেক্ট করুন।
- এরপর আপনি কোন কোচে যাবেন এসি কোচ বা নন এসি কোচ সিলেক্ট করুন।
- তারপর পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ, নগদ বা রকেট এর মাধ্যমে আপনাকে বিল পেইট করতে হবে।
- এরপর procead বাটনে ক্লিক করতে হবে
- তারপর আপনার মোবাইলে আসা OTP কোড দিতে হবে।
- এরপর অপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। আবার Proceed বাটনে ক্লিক করবেন।
- তারপর আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি যে নামে টিকিট কাটবেন সে নামে hi এরপর আপনার নাম দিয়ে your ticket is conflirmed দেখাবে। এবং আপনাকে একটি PNR নাম্বার দিয়ে দিবে।
- এরপরে আপনার ভ্রমণের তারিখে সরাসরি কাউন্টারের গিয়ে টিকিট বুঝে নিতে হবে।
এভাবে খুব সহজতর ভাবে আপনি শ্যামলী পরিবহনের বাংলাদেশ যেকোনো জায়গা হতে ঘরে বসেই ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করতে পারেন।
গ্রীন লাইন বাস অনলাইন টিকেট কাটার ওয়েবসাইট
গ্রীন লাইন বাসের টিকিট সংগ্রহ করার জন্য গ্রাহক টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমান সময়ে টিকিট কাউন্টারে গিয়ে কেউ টিকিট সংগ্রহ করতে চায় না। অনেক সময় ব্যস্ততার কারণে টিকিট কাউন্টারে যাওয়া সম্ভব হয়ে উঠেনা।
আরো পড়ুনঃ একতা ট্রান্সপোর্ট ভাড়া - অনলাইন টিকিট কাটার নিয়ম সমূহ
তাই আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনি চাইলে সেই সকল ওয়েবসাইট গুলো একাউন্ট খুলে খুব সহজেই ঘরে বসে যে কোন স্থানে যাবার জন্য গ্রীন লাইন পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার জন্য ওয়েবসাইট গুলো হলোঃ
- shohoz.com
- Paribahan.com
- bdticket.com
- Busbd.com
গ্রীন লাইন বাসের টিকিট ঢাকা
বর্তমানে গ্রীন লাইন বাসের বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের অন্যতম পরিবহন গুলোর মধ্যেও গ্রীন লাইন পরিবহনের একটি। গ্রীন লাইন পরিবহনের যাত্রীদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে এবং এটি খুব আরামদায়ক এবং এসি নন এসি বাস সার্ভিস চালু রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় গ্রীন লাইন বাসের কাউন্টার রয়েছে। গ্রীন লাইন পরিবহনের হেড অফিস ঢাকায় অবস্থিত। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট কাটার জন্য ঢাকা অফিসের ঠিকানা হলো-
বাংলাদেশের অবস্থানরত ১২ দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড, ঢাকা, কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন। গ্রীন লাইন ঢাকায় বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
গ্রীন লাইন বাসের সব থেকে বড় সুবিধা হল গ্রীন লাইন পরিবহনের আপনি ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে ঢাকা থেকে আপনি গ্রীন লাইন পরিবহনের ভারতের কলকাতা এবং শিলিগুড়িতেও ভ্রমণ করতে পারবেন।আবার আপনি চাইলে ঢাকা
গ্রীন লাইন বাসের টিকিট চট্টগ্রাম
পাঠক, আপনি যদি গ্রীন লাইন বাসের চট্টগ্রাম ভ্রমণ করতে চান তাহলে আপনি খুব সহজে গ্রীন লাইন বাসের টিকিট অনলাইনে মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আপনার গন্তব্যে যাওয়ার জন্য কারণ গ্রীন লাইন বাসের বাংলাদেশের প্রায় প্রত্যকটি জেলাতে পরিষেবা দিয়ে আসছে।
আরো পড়ুনঃ গ্রীনলাইন পরিবহনের ভাড়া ও রোড ম্যাপ
আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট। এই পর্বে আপনি সহজ ডটকম এর মাধ্যমে অথবা অনলাইনে টিকিট কাটার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে সে গুলোতে আপনার অ্যাকাউন্ট খুলে চট্টগ্রাম যাওয়ার জন্য খুব সহজে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
গ্রীনলাইন বাসের টিকিট সিলেট
বর্তমানে গ্রীন লাইন বাসের বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের অন্যতম বাস গুলোর মধ্যেও গ্রীন লাইন বাসের একটি। গ্রীন লাইন বাসের যাত্রীদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। এটি খুব আরামদায়ক এবং এসি নন এসি বাস সার্ভিস চালু রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় গ্রীন লাইন বাসের কাউন্টার রয়েছে। সিলেটে গ্রীন লাইন বাসের কাউন্টার রয়েছে। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন বাসের ভাড়া তালিকা ও গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট কাটার জন্য হেড অফিসের ঠিকানা হলো-
বাংলাদেশের অবস্থানরত,সিলেট সদরে গ্রীন লাইন বাসের টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্রীন লাইন বাসের সিলেট সব থেকে বড় সুবিধা হল গ্রীন লাইন বাসে আপনি সিলেট থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে সিলেট আপনি গ্রীন লাইন বাসে ভারতের কলকাতা ভ্রমণ করতে পারবেন।
গ্রীন লাইন বাসের ভাড়া তালিকা
বাংলাদেশ বাসের ভাড়া নির্ভর করে নির্দিষ্ট দূরত্বের উপর। আপনি যদি দূরে কথা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনার ভাড়ার পরিমাণ বেশি হবে এবং আপনি যদি কাছে কোথাও ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়াটাও কমে আসবে। আর তাই অনেকেই ভাড়ার পরিমাণটা না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই আমাদের পূর্বে থেকেই ভাড়া পরিমাণ জেনে রাখা ভালো।
তাই চলুন আমাদের আর্টিকেল গ্রীন লাইন বাসের ভাড়া নেওয়া যাক, গ্রীন লাইন পরিবহন বর্তমানে ভাড়া কত-
আরো পড়ুনঃ শ্যামলী পরিবহন অনলাইন টিকিট
- ঢাকা টু বরিশাল Non AC টিকিট মূল্য ৮৫০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১২০০ টাকা
- ঢাকা টু কুয়াকাটা Non AC টিকিট মূল্য ১২০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা টু বেনাপোল Non AC টিকিট মূল্য ১০০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা টু যশোর Economy টিকিট মূল্য ৯০০ টাকা
- ঢাকা টু খুলনা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা টু সাতক্ষীরা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা
- ঢাকা টু গোলাচিপা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা
- ঢাকা টু সিলেট AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা টু চিটাগাং DD-UPPER টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা টু রাঙ্গামাটি AC (Business) টিকিট মূল্য ১৭০০ টাকা
- ঢাকা টু খাগড়াছড়ি AC (Business) টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা টু কক্সবাজার Economy টিকিট মূল্য ১৫০০ টাকা, AC (Business) টিকিট মূল্য ২০০০ টাকা, DD-UPPER টিকিট মূল্য ২২০০ টাকা এবং SLEEPER টিকিট মূল্য ২৫০০টাকা
বর্তমান সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতে ও গ্রীন লাইন বাস গুলো প্রবেশ করে। যাত্রীদের সুবিধার্থে গ্রীন লাইন বাস কোম্পানি এই সুবিধা দিয়েছে। আবার ঢাকা থেকেও ভারতের কলকাতায় গ্রীন লাইন বাস গুলো প্রবেশ করে। চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে কলকাতায় যাওয়ার ভাড়া কত বা টিকিট মূল্য কত?
- ঢাকা টু কলকাতা Non AC টিকিট মূল্য ১৪০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ২০০০ টাকা।
গ্রীন লাইন বাসের কল সেন্টার নাম্বার
বিভিন্ন প্রয়োজনে গ্রীন লাইন হেড অফিস এড্রেস এর সাথে কথা বলার জন্য এর কল সেন্টার অনুসন্ধান করে গ্রিন লাইন বাসের যাত্রীবাহী। তাই আমি গ্রীন লাইন বাসের হট লাইন নাম্বার গুলো নিচে যুক্ত করলাম।
- টেলিফোন নাম্বার: +৮৮০২৮৩৩১৩০২, +৮৮০২৮৩৩১৩০৪, +৮৮০২৮৩৩১৩০৪
- এমওবি: ০৯৬১৩৩১৬৫৫৭
গ্রীন লাইন বাসের হেড অফিস অ্যাড্রেস
গ্রীন লাইন একটি আন্তর্জাতিক মানের বাস এর অভিজ্ঞতা প্রদান করা প্রতিষ্ঠান। গ্রীন লাইনের হাজার হাজার যাত্রী প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে গ্রীন লাইন হেড অফিস ঠিকানা ইন্টারনেট অনুসন্ধান করেন। তাই আমি নিবন্ধের এই অংশে গ্রীনলাইন হেড অফিস এড্রেস যুক্ত করলাম।
আরো পড়ুনঃ গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট
9/2, আউটার সার্কুলার রোড, মোমেন বাগ, রাজারবাগ, ঢাকা - ১২১৭
টেলিফোন নাম্বার: +88 02 8315380,
ফ্যাক্স নাম্বার: + 088-02-8350003
ইমেল অ্যাড্রেস : greenline2009@gmail.com
গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট-শেষ কথা
প্রিয় পাঠক,আজকের এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় গ্রীন লাইন বাসের অনলাইন টিকিট।সাথে আরও আলোচনা করেছি ভাড়া ও হেড অফিস অ্যাড্রেস।আজকের এই আর্টিকেল গ্রীন লাইন বাসের বিস্তারিত তথ্য আলোচনা করেছি ।
আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন।এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url