ফেসবুক মনিটাইজেশন টুল ও মনিটাইজেশন শর্ত

আপনারা কি ফেসবুক মনিটাইজেশন টুল ও মনিটাইজেশন শর্ত সম্পর্কে জানতে হলে আজকের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। কারন এ পোস্টটি এর মধ্যে আলোচনা করা হয়েছে ফেসবুক মনিটাইজেশন করে কিভাবে সহজেই টাকা ইনকাম করা যায়। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে ও ফেসবুক মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন ।

ফেসবুক মনিটাইজেশন টুল

ফেসবুকের মনিটাইজেশন টুল গুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের আয়ের সুযোগ প্রদান করে। সঠিক ভাবে এই টুল গুলো ব্যবহার করার জন্য আপনাকে নির্দিষ্ট শর্তাবলী এবং ফেসবুকের কমিউনিটি গাইড লাইনস মেনে চলতে হবে। তাহলেই আপনি ফেসবুক মনিটাইজেশন  করে  টাকা ইনকাম করতে পারবেন ।

ফেসবুক মনিটাইজেশন টুল

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম একটি। ফেসবুক এর মাধ্যমে শুধু পোস্ট করা, নিউজ পড়া ও ভিডিও দেখা ছাড়াও  ফেসবুক মনিটাইজেশন করে টাকা ইনকাম করা যায়।আর এ মনিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে যে গুলো ব্যবহার করে আপনি আপনার কনটেন্ট থেকে আয় করতে পারেন। টুলস গুলো হল-

  • স্টারস (Stars)
  • রিল বিজ্ঞাপন (Ads on Reels)
  • বোনাস (Bonuses)
  • লাইভ বিজ্ঞাপন (Live ads)
  • ইন স্ট্রিম বিজ্ঞাপন (In-stream ads)
  • সাবস্ক্রিপশন (Subscription)

এই টুল গুলো ব্যবহারের জন্য কিছু শর্ত এবং নীতিমালা অনুসরণ করতে হবে।

ফেসবুক মনিটাইজেশন টুলস এর কাজ

ফেসবুক মনিটাইজেশন টুলস বিভিন্ন ভাবে কাজ করে থাকে। আর এ গুলো ব্যবহার করে আপনি আপনার কনটেন্ট থেকে আয় করতে পারেন। নিচে প্রধান টুল গুলোর কাজের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো-

স্টারস Stars:  যখন আপনি লাইভ স্ট্রিমিং করেন, আপনার দর্শকরা আপনাকে স্টার কিনে দান করতে পারে। আর স্টার হলো ভার্চুয়াল উপহার যা আপনার স্ট্রিমে প্রদর্শিত হয়। দর্শকরা স্টার ক্রয়ের মাধ্যমে আপনাকে আর্থিক সহায়তা করে, এবং ফেসবুক সেই আয়ের একটি অংশ আপনাকে প্রদান করে।

রিল বিজ্ঞাপন Ads on Reels:  এই টুলটি আপনাকে আপনার পোস্ট ও ভিডিওতে বিজ্ঞাপন ইনসার্ট করার সুযোগ দেয়। বিজ্ঞাপন গুলি আপনার কনটেন্টের সাথে মিশে যায় এবং কিছু সময়ে প্রদর্শিত হ য়।বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য অর্থ প্রদান করে, এবং ফেসবুক সেই আয়ের একটি অংশ আপনাকে প্রদান করে।

বোনাস Bonuses: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ বোনাস দেওয়া হয় যা তাদের কন্টেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হয়। উদাহরণস্বরূপ, কিছু বিশেষ কন্টেন্ট ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে বা নির্দিষ্ট পরিমাণ ভিউ বা ইন্টারঅ্যাকশন অর্জন করলে বোনাস প্রদান করা হয়।

লাইভ বিজ্ঞাপন Live ads:  লাইভ বিজ্ঞাপন (Live Ads) একটি বিজ্ঞাপনী কৌশল যা লাইভ স্ট্রিমিং ইভেন্টের সময় বিজ্ঞাপন প্রচারের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন সোশ্যাল মিডিয়া, টিভি, বা অনলাইন স্ট্রিমিং সার্ভিস) ব্যবহার করা যেতে পারে

ইন স্ট্রিম বিজ্ঞাপন In-stream ads: এই টুলটি আপনাকে আপনার ভিডিও কনটেন্টে বিজ্ঞাপন যুক্ত করার সুযোগ দেয়। বিজ্ঞাপনগুলি ভিডিওর মধ্যে কিছু নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হয়, সাধারণত ভিডিওর শুরু বা মাঝে।আর বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ফেসবুককে অর্থ প্রদান করে, এবং ফেসবুক সেই আয়ের একটি অংশ আপনাকে প্রদান করে।

সাবস্ক্রিপশন Subscription:  আপনি আপনার পেজে বিশেষ কনটেন্ট বা সুবিধার জন্য সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করতে পারেন। সাবস্ক্রাইবাররা এই ফি প্রদান করে এক্সক্লুসিভ কনটেন্ট বা অন্যান্য সুবিধা উপভোগ করতে পারে।আর এ সাবস্ক্রিপশন ফি সরাসরি আপনার কাছে চলে আসে, তবে ফেসবুক একটি ছোট কমিশন কাটতে পারে।

উপরের প্রত্যেক টুল ব্যবহার করার জন্য নির্দিষ্ট শর্তাবলী এবং নীতিমালা আছে যে গুলো মেনে চলতে হবে। এসব টুলের সুবিধা নিতে হলে আপনাকে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম গুলোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে এবং তাদের নীতিমালা মেনে চলতে হবে।

ফেসবুক মনিটাইজেশন শর্ত

আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন করতে চান, তাহলে আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। ব্যক্তিগত প্রোফাইলের মাধ্যমে মনিটাইজেশন করা সম্ভব নয়।ফেসবুক পেজের মনিটাইজেশন এর জন্য কিছু শর্ত রয়েছে যা মেনে আপনাকে মনিটাইজেশন করার জন্য আবেদন করতে হবে।

  • আপনার ফেসবুক পেজে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
  • গত ৬০ দিনের মধ্যে আপনার পেজের অডিও-ভিজ্যুয়াল বিজ্ঞাপন দর্শনের জন্য ৬০০০ মিনিট হওয়া উচিত।
  • আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য কমপক্ষে পাঁচটি সচল ভিডিও থাকতে হবে।
  • আপনার ফেসবুক পেজে কোন ধরনের ফেসবুকের পলিসি ইস্যু এবং মনিটাইজেশন ইস্যু থাকা যাবে না।

এই শর্ত গুলো ঠিক থাকলে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশনের এপ্লাই করার অপশন পাবেন। তখন আপনি এপ্লাই করলে আপনার পেজে মনিটাইজেশন কিছু সময় পর চালু হয়ে যাবে যদি সব ঠিক থাকে। তখন আপনার ফেসবুক পেজ এর মাধ্যমে ইনকাম হবে।

ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়

ফেসবুক মনিটাইজেশন টুল অন করার জন্য নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে, ধাপগুলি পূরণ হলে ফেসবুক মনিটাইজেশন অন করতে হবে। নিচে ধাপ গুলি কি কি জেনে নেওয়া যাক-

  • প্রথমে দেখতে হবে আমাদের ফেসবুক পেজটিতে ১০,০০০ হাজার ফলোয়ার হয়েছে কিনা, যদি না হয় তাহলে ১০,০০০ হাজার ফলোয়ার ধাপটি  পূরণ করতে হবে।
  • এরপরে আমাদের পেজের ভিডিও গুলো শেষ তিন মাসের মধ্যে ৬০ হাজার মিনিট হয়েছে কিনা সেটা দেখতে হবে।
  • অন্যের ভিডিও ফেসবুকে কোন সময় আপলোড করা যাবে না, নিজে ভিডিও তৈরি করে সেই ভিডিও আপলোড করতে হবে। তাহলে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায়।

ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু থাকলে বোঝার উপায়

ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু আছে কি না বোঝার জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে নিয়ম গুলোর নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-

  • সর্ব প্রথমে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর মনিটাইজেশন নামের একটি অপশন আছে প্রবেশ করতে হবে ও মনিটাইজেশন লেখার সাথে একটি বৃত্ত আছে অপসন দেখতে পাবেন।
  • বৃত্তটি যদি হলুদ রঙের হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার পেজে অল্প পরিমাণ কিছু সমস্যা আছে, যা সমাধান হয়ে গেলে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
  • বৃত্তটি যদি লাল রঙের হয় তাহলে আপনাকে বুঝতে হবে পেজটি বর্তমান সময়ে মনিটাইজেশনের জন্য প্রস্তুত নয়।
  • বৃত্তটি যদি সবুজ রঙের দেখা যবে তখনি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্যপ্রস্তুত হয়ে গেছে। আপনি যদি মনে করেন তাহলে পেজটিতে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন।

ফেসবুক মনিটাইজেশন থেকে আয়

ইন স্ট্রিম বিজ্ঞাপন In-stream ads মাধ্যমে Facebook পেজ মনিটাইজেশন করতে, আপনার পৃষ্ঠার কমপক্ষে ৫০০০ ফলোয়ার থাকতে হবে।। গত ৬০ দিনের মধ্যে আপনার পেজের ওয়াচ টাইম ৬০০০ মিনিট হতে হবে। এর পাশাপাশি আপনার পেজে কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকাতে হবে।

লাইভ বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন করতে হলে পেজে কমপক্ষে ১০,০০০ হাজার ফলোয়ার থাকতে হবে। লাইভ ভিডিওতে বিজ্ঞাপন চালানোর জন্য, আপনাকে লাইভ বিজ্ঞাপন মনিটাইজেশন টুল চালু করতে হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম রয়েছে।

ফেসবুকে রিল ভিডিও তৈরি করে প্রায় করা যায়। ফেসবুক এসব ক্ষেত্রে বোনাস দেয়, এই পদ্ধতির মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে। এতে আপনাকে কোনও ধরণের সেটিং বা যোগ্যতা পূরণ করতে হবে না।যদি আপনার ফণানবেস বড় হয়, তাহলে আপনি সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার ফেসবুক পেজকে মনিটাইজ করতে পারেন।

আপনি যদি Stars এর মাধ্যমে আপনার ফেসবুক পেজে পৃষ্ঠা মনিটাইজ করেন, তাহলে যে কোন ব্যবহারকারী আপনাকে আপনার Reels ভিডিওর মাধ্যমে স্টার পাঠাতে পারে, Facebook Stars এর মাধ্যমে এখন অনেকেই টাকা পাচ্ছেন। ফেসবুকে ১০০ স্টারের বিনিময়ে, আপনি ১ ওনার পাবেন, অর্থাৎ, আমি যদি আপনাকে ১০০ স্টোর পাঠায়, তাহলে ফেসবুক আপনাকে বিনিময়ে ১ ডলার দেবে,যা বাংলাদেশী টাকায় ১১২ টাকার সমান।

 ফেসবুক মনিটাইজেশন টুল-শেষ কথা

উপরে উক্ত আর্টিকেলের আলোচনার মুখ্য বিষয় ছিল  ফেসবুক মনিটাইজেশন টুল সে সম্বন্ধে।আশা করি এই পোস্ট থেকে আপনি বুঝতে পেরেছেন কি ভাবে  ফেসবুক মনিটাইজেশন করবেন ও ফেসবুক মনিটাইজেশন এর শর্ত সমূহ। এমন নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। এই পোস্ট থেকে আপনার মতামত অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url