ফেসবুকে কত ভিউ কত টাকা

আপনারা কি ফেসবুকে কত ভিউ কত টাকা সে সম্পর্কে জানতে চাচ্ছেন?তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।কারন এ পোস্টটি এর মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করেছি কি ভাবে ফেসবুক টাকা ইনকাম করা যায় ও কত ভিউ কত টাকা । আশা করি আপনাদের কাছে ভাল লাগবে ও ফেসবুকে কত ভিউ কত টাকা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ।

ফেসবুকে কত ভিউ কত টাকা

বর্তমান ডিজিটাল যুগের সামাজিক মাধ্যম গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেসবুক।আর ফেসবুকে কনটেন্ট তৈরি করে আয় করার বিষয়টি অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে, ফেসবুকে ভিউ ও আয় সম্পর্কিত বিষয়টি কেমন, তা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব  কি ভাবে ফেসবুকে ভিউ থেকে আয় করা যায় বা আয় করার জন্য কতটা ভিউ প্রয়োজন।

ফেসবুকের ভিউ কি

ফেসবুকের ভিউ বলতে বোঝায় কতজন ফেসবুক ব্যবহারকারী আপনার পোস্ট, ভিডিও, অথবা কনটেন্টটি দেখেছে এটিকে বোঝায়।আর এ ভিউ বিভিন্ন ধরনের কনটেন্টে প্রযোজ্য হতে পারে, যেমন:

  • ভিডিও: ভিডিওতে একটি ভিউ গননা তখনি করা হয় যখন কেউ আপনার ভিডিওটি ৩ সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে দেখে।
  • ছবি বা পোস্ট: ছবির বা পোস্টের ক্ষেত্রেও ভিউ বলতে বোঝায় কতজন ব্যক্তি বা ব্যবহারকারী আপনার ছবিটি বা পোস্টটি তাদের নিউজ ফিডে দেখেছে। 
  • স্টোরি: ফেসবুক স্টোরিতে ভিউ তখনি করা হয় যখন কেউ আপনার স্টোরিটি সম্পূর্ণ বা অংশিক ভাবে দেখে থাকে।

মূলত ভিউ সংখ্যার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার পোস্ট, ভিডিও ও কনটেন্ট কতটা মানুষের কাছে পৌঁছেছে এবং কেমন জনপ্রিয় হচ্ছে বেশি না কম।

ফেসবুকে কত ভিউ কত টাকা

মূলত ফেসবুক নির্দিষ্ট ভিউ সংখ্যা অনুযায়ী ও নির্দিষ্ট অর্থের হার নির্ভর করে আপনার কনটেন্টের ধরন, ভিউয়ারদের অবস্থান, বিজ্ঞাপনের ধরন এবং ফেসবুকের পলিসির ওপর।জেমন,আপ্নার ভিডিওর ধরণ যদি ভালো মানের বা আকর্ষণীয় এবং ভালো মানের হয় তাহলে বেশি ভিউ আসে।আজকে আমরা জানবো ফেসবুকে কত ভিউ কত টাকা পাওয়া যায়-

টাকা ইনকাম করার সহজ উপায়  

ফেসবুকে কত ভিউ কত টাকা জানাতে হলে আপনাকে CPM, CPC ও CTR সম্পর্কে জানতে হবে।

  • CPM মানে: প্রতিহাজার ভিউতে বিজ্ঞাপন দাতারা কত টাকা দেয় তা বোঝা যায় ।
  • CPC মানে: যখন কোন বিজ্ঞাপনে ভিউয়ার ক্লিক করে তখন কত টাকা পাওয়া যায় তা বোঝা যায় ।
  • CTR মানে: কত ভাগ মানুষ বা ভিউয়ার বিজ্ঞাপনে ক্লিক করছে তা বোঝা যায় ।

যেমন,1000 ভিউ এর জন্য:

  • CPM $1: $1
  • CPC $0.1: $0.1 (10 জন ক্লিক করলে)
  • CTR 10%: $0,1 (100 জন ভিউয়ারের মধ্যে 10 জন ক্লিক করলে)

10,000 ভিউ এর জন্য:

  • CPM $1: $10
  • CPC $0.1: $1 (100 জন ক্লিক করলে)
  • CTR 10%: $1 (1000 জন ভিউয়ারের মধ্যে 100 জন ক্লিক করলে)

আরো পড়ুনঃ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়

উপরের দেখানো মাধ্যমে আপনি কত ভিউ কত টাকা নিধারন করতে পারবেন। তবে আরেকটি উপায়েও  কত ভিউ কত টাকা পাওয়া যাবে তা নিধারন করা হয়।যেমন, বাংলাদেশের বাইরে থেকে ভিউ আর বাংলাদেশের ভিউ থেকে ভিউ জন্য টাকা কম বেশি  নিধারন করা হয়।তাই বলা যায় দেশের উপর নির্ভর করে কত ভিউ কত টাকা পাওয়া যাবে।

10000 ভিউতে ফেসবুক কত টাকা দেয়

যদি আপনার ফেসবুকে 10000 ফলোয়ার, পাঁচটি ভিডিও এবং সাত দিন এর মধ্যে  ৬ লাখ মিনিটের ভিউ থাকে তাহলেই আপনি রিলশ অ্যাড দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই অ্যাড গুলো থেকে যে টাকা আসবে তার ৫৫% আপনি এবং ৪৫ শতাংশ ফেসবুক পাবে। এর আগে facebook  রিলশ দেওয়া যেত না।

শুধু মাত্র ভিডিওতে এড দেওয়া যেত। স্টারস-সম্পত্তি ফেসবুক রিলস থেকে অর্থ আই এর নতুন একটি মাধ্যম আনার কথা ঘোষণা করেছেন মেটা।, এই নতুন ফিচারে একজন ব্যবহারকারীর দেখার সময় ষ্টার দিতে পারবে। প্রতি ১০০ টারে ১ ডলার পাবে।

রিলস বোনাস বা প্রোগাম রিলস  আসার পর থেকে বাড়িতে বসে থাকে মেয়েরা বা একাধিক বেকার ছেলেদের রিলস করার সুযোগ তৈরি করেছে। যার মধ্যে উন্নত একটি উপায় হল স্প্রে বোনাস প্রোগ্রাম। এই প্রকল্পের মেয়েরা বা একাধিক বেকার ছেলেদের কোন ভিডিওতে যদি ৩০ দিনে ১০০০ ভিউ গেলে টাকা দিয়ে থাকে।

১ মিলিয়ন ভিউতে ফেসবুক কত টাকা দেয়

আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে, ফেসবুক ১ মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায়। একটা ভিডিও তে এক মিলিয়ন ভিউ বা তার বেশি ভিউ মানে অবশ্যই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে থাকবে। ভাইরাল হওয়া ভিডিওতে কিন্তু আয় তুলনা মূলক বেশি হয়ে থাকে। এই নিয়মটি ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য।

ইউটিউবেও ভাইরাল ভিডিওতে ইনকাম বেশি হয়। আমরা যদি এক মিলিয়ন ভিউয়ের টাকা হিসাব করি। তাহলে ৭০ হাজার থেকে ১ এক লক্ষ টাকা পাওয়া যাবে। তবে আমি আগেই বলেছি যে ভাইরাল ভিডিওতে ইনকাম বেশি হয়ে থাকে। এটি আমি একটি আনুমানিক হিসাব আপনাদের সামনে পেশ করলাম।

ফেসবুক থেকে আয় করার উপায়

ফেসবুক পেজর মাধ্যমে আয়: ফেসবুক পেজে আপনি ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ একটি জনপ্রিয় ফেসবুক পেজ চালিয়ে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করে তাদের পণ্য বা সেবা প্রচার করতে পারেন।আবার স্পনসরড পোস্টের মাধ্যমে আপনি ব্র্যান্ড বা কোম্পানির পণ্য বা সেবা প্রমোট করে আয় করতে পারেন। এ ছাড়াও মার্কেটপ্লেস আপনার পেজের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারেন।

ফেসবুক গ্রুপের মাধ্যমে আয়: আপনি একটি বিশেষজ্ঞ গ্রুপ তৈরি করে সেখানে সদস্যদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিতে পারেন।আবার এক্সক্লুসিভ কনটেন্ট গ্রুপের সদস্যদের জন্য বিশেষ কনটেন্ট প্রদান করতে পারেন এবং এর জন্য ফি নিতে পারেন।

ফেসবুক অ্যাডস: আপনার নিজস্ব পণ্য বা সেবা প্রমোট করার জন্য ফেসবুক অ্যাডস ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে সরাসরি বিক্রি বা ক্লিক-পে-কস্ট (CPC) মাধ্যমে আয় করতে পারবেন।

ফেসবুক লাইভ: লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ফ্যানদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ডোনেশন, সুপার চ্যাটস (ফেসবুকের মেটা প্ল্যাটফর্মে) বা ব্র্যান্ড স্পনসরশিপের মাধ্যমে আয় করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং: বিভিন্ন ধরনের পণ্যের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আয় করতে পারেন। যখন আপনার লিঙ্কের মাধ্যমে কেউ কিছু কিনবে, আপনি কমিশন পাবেন।

কনটেন্ট ক্রিয়েশন ও সেলদ: আপনি যদি বিশেষজ্ঞ হয়ে থাকেন তাহলে কোনো বিষয়ে ইবুক, কোর্স, বা টিউটোরিয়াল তৈরি করে তা বিক্রি করতে পারেন বা নিজস্ব ডিজাইন করা পণ্য বা সেবা বিক্রি করতে পারেন।

ফেসবুক অ্যাড ব্রেকিং: ফেসবুক ভিডিও আপলোড করে অ্যাড ব্রেকিং করে প্রোগ্রামের মাধ্যমে আয় করতে পারেন।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং: যদি আপনার ফেসবুকে বেশি পরিমাণ ফলোয়ার থাকে, তাহলে আপনি ইনফ্লুয়েন্সার হয়ে ব্র্যান্ডের প্রমোশন করতে পারেন এবং তার জন্য আয় করতে পারেন।

ফেসবুকে কত ভিউ কত টাকা-শেষ কথা

উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, ফেসবুকের  ভিউ থেকে ভালো মানের টাকা আয় সম্ভব। তবে সফল পেতে হতে প্রয়োজন পরিশ্রম, ধৈর্য এবং বিশেষ দক্ষতা অর্জন করা। শুরুতে আয়ের পরিমাণ কম হলেও আস্তে আস্তে দক্ষতা বাড়ানোর মাধ্যমে আয় বাড়ানো সম্ভব।এমন ধরনের নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। এই পোস্ট থেকে আপনার মতামত অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url