হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? আপনি যদি হানিফ পরিবহনে যাতায়াত করে থাকেন তবে অবশ্যই আপনাকে হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে হবে।তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক,হানিফ পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে।
পরিবারিক ভাবে ঘুরতে যাওয়ার জন্য অনেক সময় অনেক স্থানে ভ্রমণ করে থাকি।আর ভ্রমণ করার জন্য হানিফ পরিবহনের বাস অনেক উন্নত ।কারণ ভ্রমণ করার জন্য হানিফ পরিবহনের বাস গুলো যাত্রীদেরকে দ্রুত নিরাপদ এবং আরামদায়ক সিট প্রদন করে থাকে।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
হানিফ পরিবহন টিকিট সংগ্রহ করার জন্য গ্রাহক টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমান সময়ে টিকিট কাউন্টারে না গিয়ে টিকিট সংগ্রহ করা যায়।যেমন, অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। নিচে হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম বিস্তারিত ভাবে দেওয়া হলো-
আরো পড়ুনঃ একতা ট্রান্সপোর্ট ভাড়া - অনলাইন টিকিট কাটার নিয়ম সমূহ
- হানিফ পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য প্রথমে অপনার মোবাইল ফোন থেকে chrome বাউজার ওপেন করতে হবে।
- তারপর Hanif paribahan লিখে সার্চ করতে হবে।
- এরপর অপনারে প্রথমে Hanif paribahan এর অফিসিয়াল পেজ আসবে।
- তারপর "Hanif Enteicprise.com" এ অপশনে ক্লিক করবেন।
- তারপর আপনি কোন রুটে যাবেন ও কোথায় থেকে যাবেন তার নাম লিখবেন এবং ভ্রমন ডেট লিখে সার্চ বাটনে ক্লিক করবেন।
- এরপর আপনাকে যে তারিখে যে রুটে যাবেন তার বিস্তারিত সময়সূচি, বাসের লিস্ট ও ভাড়ার তালিকা দেখাবে।
- তারপর আপনি কোন বাসে যাবেন সে সময় সিলেক্ট করে view অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি কোন সিটে যেতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে সবুজ রং চলে আসবে।
- তারপর আপনাকে টাকার অপসন দেখাবে কত টাকা লাগবে ।আমি এখানে ২টি টিকিট সিলেক্ট করেছি তাই ১৩৮০ টাকা দেখাছে।
- এরপর Choose Boarding point সিলেক্ট করতে হবে আপনি যে জাইগা থেকে বাসে উঠবেন।এরপর Cartinue অপসনে ক্লিক করতে হবে।
- তারপর passengerc Details আপনার নাম, লিঙ্গ,মোবাইল নাম্বার ও ইমেল অ্যাডেন্স দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে।পেমেন্ট করার জন্য নিচে যে অপসন গুলো দেখাবে আপনার যে অপসনে টাকা আছে সেটি ক্লিক করবেন।
- এরপর Confirm Reservation এ ক্লিক করবেন।
- তারপর যদি বিকাশ,নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টিকিট কাটেন সে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
- এরপর procead বাটনে ক্লিক করতে হবে
- তারপর আপনার মোবাইলে আসা OTP কোড দিতে হবে।
- এরপর অপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। আবার Proceed বাটনে ক্লিক করবেন।
- তারপর আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি যে নামে টিকিট কাটবেন সে নামে hi এরপর আপনার নাম দিয়ে your ticket is conflirmed দেখাবে। এবং আপনাকে একটি PNR নাম্বার দিয়ে দিবে।
আরো পড়ুনঃ ন্যাশনাল ট্রাভেলস ভাড়ার তালিকা-অনলাইন টিকিট সম্পর্কে জানুন
এভাবে আপনি PNR নাম্বার দিয়ে কাউন্টার থেকে আপনার মূল টিকিটটি খুব সহজেই নিতে পারবেন।
হানিফ পরিবহন ঢাকা
বর্তমানে হানিফ পরিবহন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের ভালো পরিবহন গুলোর মধ্যেও হানিফ পরিবহন একটি অন্যতম ভালো পরিবহন।হানিফ পরিবহন তাদের যাত্রীদেরকে অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে ও আরামদায়ক এবং এসি ও নন এসি বাস সার্ভিস চালু রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় হানিফ পরিবহন কাউন্টার রয়েছে। হানিফ পরিবহন হেড অফিস ঢাকায় অবস্থিত।
বাংলাদেশের কল্যাণপুর মিরপুর রোড, ঢাকা, কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন। হানিফ পরিবহন ঢাকায় বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। হানিফ পরিবহন ঢাকায় সব থেকে বড় সুবিধা হল হানিফ পরিবহন আপনি ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে ঢাকা থেকে আপনি হানিফ পরিবহন ভারতের কলকাতা এবং শিলিগুড়িতেও ভ্রমণ করতে পারবেন।
হানিফ পরিবহন চট্টগ্রাম
পাঠক আপনারা যদি হানিফ পরিবহন চট্টগ্রাম ভ্রমণ করতে চান তাহলে আপনি খুব সহজে হানিফ পরিবহন টিকিট অনলাইনে মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আপনার গন্তব্যে যাওয়ার জন্য কারণ হানিফ পরিবহন বাংলাদেশের প্রায় প্রত্যকটি জেলাতে পরিষেবা দিয়ে আসছে।
আমাদের আজকের আর্টিকেল হানিফ পরিবহন অনলাইন টিকিট। এই পর্বে আপনি সহজ ডটকম এর মাধ্যমে অথবা অনলাইনে টিকিট কাটার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে সে গুলতে আপনার অ্যাকাউন্ট খুলে চট্টগ্রাম যাওয়ার জন্য খুব সহজে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। উপরে দেশের যেকোনো জায়গা থেকে অনলাইনে টিকিট কাটার নিয়ম দেওয়া হয়েছে।
হানিফ পরিবহন রাজশাহী
বর্তমান সময়ে হানিফ পরিবহন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের অনেক পরিবহন গুলোর মধ্যেও হানিফ পরিবহন একটি। হানিফ পরিবহন যাত্রীদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। এ পরিবহনের বাস খুব আরামদায়ক এবং এসি নন এসি বাস সার্ভিস চালু রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় হানিফ পরিবহন কাউন্টার রয়েছে। রাজশাহীতে হানিফ পরিবহন কাউন্টার রয়েছে। আমাদের আজকের আর্টিকেল হানিফ পরিবহনের অনলাইন টিকিট। এই পড়বে হানিফ পরিবহন হেড অফিসের ঠিকানা হলো-
আরো পড়ুনঃ দেশ ট্রাভেলস ভাড়ার তালিকা ও অনলাইন টিকিট সম্পর্কে জানুন
বাংলাদেশের অবস্থানরত, শিরোয়িল বাস স্ট্যান্ড রাজশাহী হানিফ পরিবহন টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। হানিফ পরিবহন রাজশাহীর সব থেকে বড় সুবিধা হল হানিফ পরিবহন আপনি রাজশাহী থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে রাজশাহী থেকে বেনাপোল আবার আপনি হানিফ পরিবহন ভারতের কলকাতা ভ্রমণ করতে পারবেন।
হানিফ পরিবহন রোড ম্যাপ
হানিফ পরিবহন ভ্রমণ করার জন্য রোড ম্যাপ অনেক গুরুত্বপূর্ণ।নিয়মিত এই রোড অনুসারেই হানিফ পরিবহন বাস চলাচল করে থাকে। নিচে বিভিন্ন রোডের হানিফ পরিবহন চলাচল রোড ম্যাপ দেওয়া হল-
আরো পড়ুনঃ গ্রীনলাইন পরিবহনের ভাড়া ও রোড ম্যাপ
- ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-খাগড়াছড়ি,ঢাকা-কক্সবাজার,
- ঢাকা-বান্দরবান,ঢাকা-কাপ্তাই,,ঢাকা-রাঙ্গামাটি,ঢাকা-টেকনাফ, ঢাকা-ফটিকছড়ি
- ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-কুষ্টিয়া,ঢাকা-বগুড়া,ঢাকা-নওগন, ঢাকা-গাইবান্ধা
- ঢাকা-সিলেট, ঢাকা-চাতক, ঢাকা-মৌলভীবাজার
- ঢাকা-পঞ্চগড় , ঢাকা-দিনাজপুর, ঢাকা-সুনামগঞ্জ, ঢাকা-রংপুর, ঢাকা-জয়পুরহাট
হানিফ পরিবহন অনলাইন টিকিট-শেষ কথা
আজকের এই আর্টিকেল হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়মের বিস্তারিত তথ্য আলোচনা করেছি ।আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন।এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url