সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪

আপনারা কি  সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪  সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন?তাহলে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা এ পোস্টের মধ্যে  সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া  বিস্তারিত তথ্য আলোচনার করেছি।আশাকরি আজকের পোস্টটি পড়লে  সেন্টমার্টিন ভ্রমনের ক্ষেত্রে কাজে আসবে।

সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪

সেন্টমার্টিন হলো বাংলাদেশের এক মাত্র প্রবাল দ্বীপ।এখানে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে মার্চ এ সময় টেকনাফ থেকে সরাসরি জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যায়। এ ছাড়াও বর্তমানে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন গামী জাহাজ চলাচল শুরু হয়েছে।

সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪ 

সেন্টমার্টিনের রিসোর্ট ও হোটেল ভাড়া সম্পর্কে আমাদের অনেকের সঠিক ভাবে ধারণা নেই। আজকের এই আর্টিকেলে আমরা বেশ কয়েকটি রিসোর্ট ও হোটেল সম্পর্কে জানব।

 রিসোর্ট নাম

 ভাড়ার পরিমাণ 

 দ্বীপান্তর বিচ রিসোর্ট

 ৬০০০-৮০০০ টাকা/-

 আটলান্টিক রিসোর্ট

 ৭০০০-১৫,৫০০ টাকা/-

 গোধূলী ইকো রিসোর্ট

 ১৮০০-৮০০০ টাকা/-

 মিউজিক ইকো রিসোর্ট

 ৩০০০-৬০০০ টাকা/-

 নীল দিগন্ত রিসোর্ট

 ৩৫০০-৭০০০ টাকা/-

 দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট

 ২৫০০-৫০০০ টাকা/-

 জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট

 ৩৫০০-৮০০০ টাকা/-

 ব্লু মেরিন রিসোর্ট

 ৬০০০-১০,০০০ টাকা/-

 কিংশুক ইকো রিসোর্ট

 ৩০০০-৪৫০০ টাকা/- 

ফ্যান্টাসি হোটেল এন্ড রিসোর্ট

 ৬০০০-১৩০০০ টাকা/-

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কি ভাবে কাশ্মীরে ভ্রমন করা যায় বিস্তারিত জানুন  

নোটঃ সময় ভেদে ভাড়া পরিমাণ অনেক সময় কম-বেশি হতে পারে।

সেন্টমার্টিন রিসোর্টের বিস্তারিত তথ্য

দ্বীপান্তর বিচ রিসোর্ট ভাড়াঃ দীপান্তর রিসোর্টটি প্রচুর পরিমানে নারিকেল গাছের মধ্যে অবস্থিত।আর রিসোর্টের সামনে দিকেই রয়েছে সমুদ্র  সৈকত। এখান থেকে সমুদ্র  সৈকত দেখতে অনেক সুন্দর লাগে ও জোয়ারের সময় রিসোর্টের সামনেই পানি আছড়ে পড়ে। রিসোর্টটিতে সিঙ্গেল এবং ডুপ্লেক্স দুই ধরনের কটেজ রয়েছে।

  • বিচ ভিউ প্রিমিয়াম কাপল কটেজ ২ জনের ভাড়া ৬০০০ টাকা
  • বিচ ভিউ প্রিমিয়াম ডুপেক্স কটেজ ৪ জনের ভাড়া ৮০০০ টাকা
  • এক্সক্লুসিভ কাপল কটেজে ২ জনের ভাড়া ৫০০০ টাকা
  • স্টুডিও কাপল রুমে ২ জনের ভাড়া  ৪০০০ টাকা
  • স্টুডিও ফ্যামিলি রুমে ৪ জনের ভাড়া ৪৫০০ টাকা
  • এক্সট্রা বেডের ভাড়ার পরিমাণ ৭৫০ টাকা

আটলান্টিক রিসোর্ট ভাড়াঃ সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাসে সাগরের সাথেই আটলান্টিক রিসোর্ট।এ রিসোর্ট মোট ৪৩টি রুম রয়েছে আর জোয়ার এর সময় রিসোর্টের একে বারে সমুদ্রের পানি চলে আসে। রিসোর্টের রুমের মধ্যে থেকে সাগরের অপূর্ব দৃশ্য দেখা যায়।রিসোর্ট ভাড়া ৭০০০ থেকে ১৫৫০০ টাকা পর্যন্ত।

জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট ভাড়াঃ জ্যোৎস্নালয় রিসোর্টটি সেন্ট-মার্টিন দ্বীপের পশ্চিম বিচের পাসে অবস্থিত।রিসোর্টের চারি দিকে রয়েছে পরিমাণে প্রচুর নারিকেল গাছ। রিসোর্টেরন সামনে দিকেই সমুদ্রসৈকত। রিসোর্টের উঠোনে আড্ডা দেওয়ার জন্য ছাউনি দেওয়া মাচা তৈরি করা হয়েছে। যেখানে বসে সমুদ্র দেখতে দেখতে আড্ডা জমবে বেশ।রুমঃ ১৫টি রিসোর্ট ভাড়াঃ ৩৫০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুনঃ কক্সবাজার ভ্রমন,হোটেল ভাড়া ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানুন

গোধূলী ইকো রিসোর্ট ভাড়াঃ গোধূলি ইকো রিসোর্ট সেন্টমার্টিন দ্বীপের  পশ্চিম  বিচের পাসে অবস্থিত।রিসোর্টের চারদিকে রয়েছে পরিমাণে প্রচুর নারিকেল গাছ।এখানকার রুম ভাড়া ৩০০০  থেকে ১০০০০ টাকা পর্যন্ত।

ব্লু মেরিন রিসোর্ট ভাড়াঃ জেটিঘা ট থেকে খুব কাছেই ব্লু মেরিন রিসোর্টটি অবস্থিত। দ্বীপের অন্যতম লাক্সারিয়াস রিসোর্ট।খানকার রুম ভাড়া ৬০০০ থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত ।রুম সংখ্যা ৪১টি।

ফ্যান্টাসি হোটেল এবং রিসোর্ট ভাড়াঃ ফ্যান্টাসি হোটেল এবং রিসোর্টটি ২০২০ সালে উদ্ভোধন করা হয়েছে। থ্রিস্টার মানের লাক্সারিয়াস রিসোর্ট এটি।এখানকার রুম ভাড়া ৬০০০ থেকে ১৩০০০ টাকা পর্যন্ত ।এখানে রুমের সংখ্যা ১০০+।

কিংশুক ইকো রিসোর্ট ভাড়াঃ  কিংশুক ইকো রিসোর্ট একা বারে বিচের পাসেই অবস্থিত নিরিবিলি ইকো রিসোর্ট।এখানকার রুম ভাড়া  ৩০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত।

মিউজিক ইকো রিসোর্ট ভাড়াঃ দ্বীপের শেষ সীমানায়  বিচে মিউজিক ইকো রিসোর্ট অবস্থিত। এর পরে ছেঁড়াদ্বীপের অংশ শুরন্সএই রিসোর্টে থাকার ব্যবস্থা একটু অন্য রকম যেমন, কন্টেইনার এবং তাঁবুতে থাকতে হবে।।এই রিসোর্ট ভাড়া তাঁবু ৩০০০/৪০০০/৬০০০ টাকা ও কন্টেইনার ৪০০০/৫০০০ টাকা।রুম সংখ্যা ৫টি কন্টেইনার ও ৭টি তাঁবু রয়েছে।

আরো পড়ুনঃ সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট এর উপায় জানুন

নীল দিগন্ত রিসোর্ট ভাড়াঃ দ্বীপের দক্ষিন-পশ্চিমে বিচের সাথেই নীল দিগন্ত রিসোর্টটি অবস্থিত।রিসোর্ট ভাড়া ৩৫০০ থেকে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত।এখানে রুম মুলত ৩৮ টি

দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট ভাড়াঃ সেন্টমার্টিনের পশ্চিম বিচে সব চেয়ে বড় বীচ ভিউ রিসোর্টদ্যা বিচ ক্যাম্প রিসোর্ট। এটি সম্পূর্ণ একটি ইকো রিসোর্ট ও বাঁশ, কাঠ, টিন ও ছনে দিয়ে সাজানো। যারা মূলত নির্জন ও নীরবতা পছন্দ করেন তাদের কাছে রিসোর্টটি অনেক পছন্দ হবে।রিসোর্ট ভাড়া ২৫০০ থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত।এখানে রুম ৪টি ও তাঁবু ৩টি।

সেন্টমার্টিন রিসোর্ট বুকিং সংক্রান্ত পরামর্শ

  • সময় ভেদে প্রতিটি রিসোর্টের রুম ভাড়া কম বেশি হয়ে থাকে।আর প্রতি মাসের শুক্র-শনিবারের রুম ভাড়া তুলনামূলক ভাবে একটু বেশি থাকে। সপ্তাহের অন্যান্য দিন গুলোতে ডিসকাউন্ট পাওয়া যায়।
  • রিসোর্ট বুকিং করার সময় রিসোর্ট সম্পর্কে ভালো ভাবে জেনে নিবেন। প্রতিটি রিসোর্টের অবস্থান সম্পর্কে আমি ধারনা দেওয়ার চেষ্টা করেছি।
  • রিসোর্ট বুকিং এর সময় অগ্রিম পেমেন্ট করতে হয়ে সে ক্ষেত্রে আগে ভালো ভাবে যাচাই করে নিবেন।

 সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪-শেষ কথা

উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল  সেন্টমার্টিন রিসোর্ট ভাড়া ২০২৪সে সম্বন্ধে। সাথে আরো আলোচনা করেছি সাথে আর বিস্তারিত ভাবে আলোচনা করেছি সেন্টমার্টিন রিসোর্ট ভাড়ার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য।

আশাকরি আজকের আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনার কাছে অনেক ভালো লেগেছে।এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url