আল্লাহর ৯৯ নাম বাংলায়
বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের আলোচনার বিষয় আল্লাহ ৯৯ নাম বাংলায় কি ?তা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।তাই আল্লাহ ৯৯ নাম বাংলায় পড়তে চান কিন্তু সঠিক উত্তর জানতে পারেন না।তাই আল্লাহ ৯৯ নাম বাংলায় সঠিক ভাবে জানতে চাইলে নিচের তথ্য গুলো আপনার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।তো চলুন দেরি না করে দেখে নেই, আল্লাহর ৯৯ নাম বাংলায় ।
আল্লাহর ৯৯ নাম বাংলায়
1. আল্লাহ - অর্থ: আল্লাহ, প্রভু
2. আর রহমান অর্থ: পরম দয়ালু
3. আর রাহীম অর্থ: অতি দয়ালু -
4.আল মালিক অর্থ: অধিপতি, মালিক -
5. আল কুদ্দুস অর্থ: অতি পবিত্র
6. আস সালাম- অর্থ: নিরাপত্তা দানকারী
7. আল মুমিন- অর্থ: নিরাপত্তা ও ইমান দানকারী
৪. আল মুহাইমিন অর্থ: রক্ষক, অবিভাবক
9. আল আজীজ অর্থ: পরাক্রমশালী
10. আল জব্বার অর্থ: মহাপ্রতাবশালী
11. আল মুতাকাব্বিইর অর্থ: সর্বশ্রেষ্ঠ
12. আল খালিক - অর্থ: সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা
13. আল বারী - অর্থ: সঠিকভাবে সৃষ্টিকারী
14. আল মুছউইর অর্থ: আকৃতি দানকারী -
15. আল গফফার অর্থ: পরম ক্ষমাশীল
16. আল ক্বাহার অর্থ: দমনকারী
17. আল ওয়াহাব - অর্থ: সবকিছু দমনকারী
18. আর রজ্জাক অর্থ: রিজিকদাতা -
19. আল ফাত্তাহ অর্থ: বিজয়দানকারী
20. আল আলীম- অর্থ: মহাজ্ঞানী
21. আল ক্ববিদ্ব অর্থ: সরল পথ পদর্শনকারী -
22. আল বাসিত অর্থ: প্রশস্তকারী -
23. আল খফিছু - অর্থ: অবনতকারী
24. আর রফীই অর্থ: উন্নতকারী -
25. আল মুইজ্ব - অর্থ: সম্মান দানকারী
26. আল মুদ্বিল্লু অর্থ: বেইজ্জতকারী
27. আস সামিহ অর্থ: সর্বশ্রোতা -
28. আল বাছীর অর্থ: সর্বদ্রষ্টা
29. আল হাকাম অর্থ: অটক বিচারক
30. আল আদল - অর্থ: পরিপূর্ণ ন্যায়বিচারক
31. আল লাতীফ অর্থ: সকল গোপন বিষয়ে অবগত
32. আল খবীর অর্থ: সকল ব্যাপারে জ্ঞাত -
33. আল হালীম অর্থ: প্রশ্রয়দাতা
34. আল আজীম অর্থ: অতি বিরাট -
35. আল গফুর- অর্থ: পরম ক্ষমাশীল
36. আশ শাকুর অর্থ: সুবিবেচক
37. আল আলিইউ অর্থ: উচ্চ মর্যাদাশীল -
38. আল কাবিইর অর্থ: সুমহান, অতি বিরাট -
39. আল হাফীজ অর্থ: সংরক্ষণকারী
40. আল মুক্কীত - অর্থ: লালনপালন কারী
41. আল হাসীব অর্থ: হিসাব গ্রহণকারী -
42. আল জালীল অর্থ: গৌরবান্বিত
43. আল কারীম - অর্থ: সুমহান দাতা
44. আর রক্কীব অর্থ: তত্ত্বাবধায়ক -
45. আল মুজিব অর্থ: জবাব দানকারী
46. আল ওয়াসি - অর্থ: সর্ব ব্যাপী, অসীম
47. আল হাকিম অর্থ: পরম প্রজ্ঞাময় -
48. আল ওয়াদুদ - অর্থ: পরম স্নেহশীল
49. আল মাজীদ - অর্থ: মহিমান্বিত, সম্মানিত
50. আল বাইছ- অর্থ: পুনরুজ্জীবিত
51. আশ শাহীদ অর্থ: প্রত্যক্ষদর্শী -
52. আল হাক্ক- অর্থ: পরম সত্য
53. আল ওয়াকিল অর্থ: সহায় প্রদানকারী
54. আল ক্বউইউ অর্থ: পরম শক্তির অধিকারী
55. আল মাতীন- অর্থ: সুস্থির
56. আল ওয়ালিইউ অর্থ: অভিভাবক ও সাহায্যকারী
57. আল মুহছী - অর্থ: সকল সৃষ্টির ব্যাপারে অবগত
58. আল হামীদ অর্থ: সকল প্রশংসার অধিকারী
59. আল মুঈদ- অর্থ: পুনরায় সৃষ্টিকর্তা
60. আল মুব্দি অর্থ: প্রথমবার সৃষ্টিকর্তা
61. আল মুহয়ী - অর্থ: জীবনদানকারী
62. আল মুমীত - অর্থ: মৃত্যুদানকারী
63. আল হাইয়্যু - অর্থ: যার কোন শেষ নেই
64. আল ক্বাইয়্যুম - অর্থ: সবকিছুর ধারক ও সংরক্ষণকারী
65. আল মুহীত অর্থ: পরিবেষ্টনকারী
66. আল ওয়াজিদ - অর্থ: অফুরন্ত ভান্ডারের অধিকারী
67. আল ওয়াহিদ অর্থ: এক ও অদ্বিতীয়
68. আছ ছমাদ অর্থ: অবিনশ্বর, চিরন্তন
69. আল ক্বদির অর্থ: সর্বশক্তিমান
70. আল মুক্বতাদির - অর্থ: নিরঙ্কুস সিদ্ধান্তের অধিকারী
71. আল মুক্বদ্দিম- অর্থ: অগ্রসারক
72. আল মুয়ারি অর্থ: অবকাশ দানকারী
73. আল আউয়াল অর্থ: অনাদি, প্রথম
74. আল আখির অর্থ: অনন্ত, সর্বশেষ
75. আল বাতিন অর্থ: গোপন
76. আজ জহির অর্থ: প্রকাশ্য
77. আল ওয়ালি - অর্থ: সমস্ত কিছুর অবিভাবক
78. আল মুতাআলি - অর্থ: সৃষ্টির গুণাবলীর উর্ধ্বে
79. আত তাওয়াব অর্থ: ক্ষমাকারী
৪০. আল বার অর্থ: পরম উপকারী
81. আল আফউ অর্থ: পরম উদার
82. আল মুনতাক্কিম অর্থ: প্রতিশোধ গ্রহণকারী
83. আর রউফ অর্থ: পরম স্থেনশীল
84. মালিকুল মুলক অর্থ: সমগ্র জগতের বাদশাহ
85. আল মুক্বসিত অর্থ: হকদারের হক আদায়কারী
86. যুল জালালি ওয়াল ইকরাম অর্থ: মহা মর্যাদাবান
87. আল গণিই - অর্থ: অমুখাপেক্ষী ধনী
88. আল জামিই অর্থ: একত্রকারী
89. আল মানিই অর্থ: অকাল্যাপরোধক
90. আল মুগণিই অর্থ: পরম অভাবমোচনকারী
91. আন নাফই অর্থ: উপকার কারী
92. আয যর অর্থ: ক্ষতি সাধনকারী
93. আল হাদী অর্থ: হিদায়েতকারী
94. আন নূর অর্থ: পরম আলো
95. আল বাক্বী অর্থ: চিরস্থায়ী
96. আল বাদীই অর্থ: অতুলনীয়
97. আর রাশীদ অর্থ: সচেতন
98. আস সবুর অর্থ: অত্যধিক ধৈর্য ধারণকারী
99. আল ওয়ারিস অর্থ: উত্তরাধিকারী
আল্লাহর ৯৯ নাম বাংলায় শেষ কথা
আল্লাহর ৯৯ তালিক নাম বাংলায় ও অর্থ সহ আল্লাহর নাম কোনটি বা সম্পর্কে আপনাদের এ পোস্টের মধে জানানোর চেষ্টা করেছি।আশাকরি আপনারা এ গুলো ভালোভাবে জানতে পেরেছেন ও আপনার কাছে ভালো লেগেছে।আল্লাহর নাম গুলো ভুলে যেতে পারেন তাই মাঝে মাঝে এখান থেকে দেখে নিতে পারেন। এরকম আরও শিক্ষণীয় ও ইসলামি পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url