অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনারা যদি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।কেননা এ আর্টিকেলের মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করেছি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায় তার যাবতীয় তথ্য সম্পর্কে। অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলাতে চাইলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি উপকৃত হবেন।
বিকাশ হলো টাকা আদান প্রদানের জন্য অন্যতম মাধ্যম। বিকাশের মাধ্যম বিশ্বের যে কোন স্থানে খুব কম সময়ের মধ্যে বিকাশে টাকা এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় বা আদান প্রদান করা যায়। বিকাশের মাধ্যমে প্রিয় জনের কাছে মুহূর্তের মধ্যেই টাকা পাঠানো সম্ভব হচ্ছে কোন ধরনের ঝামেলা ছাড়াই। এমন একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহক গণ যে কোনো সময়ে লেনদেন সহ নানা ধরনের সুবিধা গ্রহণ করছে।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে বিশ্বে বিকাশ গ্রাহক সেবার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। কেননা লেনদেন ছাড়াও আরও অনেক ধরনের সেবা গ্রাহকদের প্রদান করে বিকাশ যার মাধ্যমে দিয়ে বিকাশ বিশ্বাস অর্জন করে ফেলেছে। আজকাল সবাই বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতে চাই।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
কিন্তু আপনারা অনেকেই জানেন না বিকাশ একাউন্ট কি ভাবে খুলবেন ।তাই আপনাদের জন্য আজকে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম-
মূলত অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলাতে হলে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার বা বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। কারণ আপনি নিজে একাউন্ট খুলতে পারবেন না। আপনি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার চেষ্টা করলে আপনাকে ইংরেজিতে আপনাকে "Please Download bkash App to bkash Account on your Smartphone or Visit Nearest Smartphone or Visit Nearest bkash Center,bkash Care or Agent Point With NID Card".
Helpline: 16247
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খুলার জন্য আপনাকে বিকাশের কাস্টমার কেয়ার যেতে হবে।
- বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়ার সময় সাথে করে আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে।
- আপনাকে এককপি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে যেতে হবে।
- আপনি যেই নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন সেই নাম্বারসহ বাটন ফোন অথবা অ্যান্ড্রডুয়েট ফোন নিয়ে যেতে হবে।
- যে ব্যক্তি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তাকে অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ার উপস্থিত থাকতে হবে।
এভাবে আপনারা বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ কাস্টমার সেন্টারে গিয়ে প্রয়োজনে তথ্য জমা দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একটি পদ্ধতিতেই আপনি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খুলতে পারবেন। অনেকেই বিকাশ USD কোড দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম বলে থাকে, যা সম্পন্ন ভুল তথা। এখন আর বিকাশ USD কোড ডায়াল করে বিকাশ একাউন্ট খোলা যায় না।
বিকাশ একাউন্ট খোলার জন্য ঘরে বসে নিজে খুলতে পারবেন না আপনাকে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড ও এক কপি ছবি নিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ কাস্টমার কেয়ার বা বিকাশ এজেন্ট এর কাছে যেয়ে বিকাশ একাউন্ট খোলতে হবে।
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ দিয়ে কি ভাবে বিকাশ একাউন্ট খোলা যায় আজকে বিস্তারিত জানবো। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক অ্যাপ দিয়ে কি ভাবে বিকাশ একাউন্ট খোলা যায়-
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম ও টাকা লেনদেনের নিয়ম জানুন
- অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোর থেকে বিকাশের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- এরপর অ্যাপটি কে ইন্সটল করে ওপেন করতে হবে। এতে করে আপনাকে লগইন / রেজিস্ট্রেশন লিখা আসবে। এখানে পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
- এরপর পরবর্তী অপসনে ক্লিক করার পর তিনটি অপসন আসবে। এখানে লগইন/রেজিস্ট্রেশন- অপসনে ক্লিক করতে হবে।
- এরপর কোন দেশ থেকে একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করতে হবে এবং সচল একটি মোবাইল নম্বার দিতে হবে কিন্তু আগে থেকে বিকাশ একাউন্ট খোলা আছে এমন নম্বার দেওয়া যাবে না । নতুন মোবাইল নম্বার দিতে হবে।তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
- এরপর অপরেটর বেছে নিন অপসনটি আসবে,এবার যে সিম দিয়ে একাউন্ট খুলবেন রবি হলে রবি , গ্রামীন হলে গ্রামীন, বাংলালিংক হলে বাংলালিংক ও টেলিটক হলে টেলিটক এর উপরে ক্লিক করবেন।
- তারপর এখানে পরিচয় যাচাই করুন বলে একটি অপসন আসবে সেখানে জন্ম নিবন্ধন ও আইডি কার্ড নাম্বার দিতে বলবে আপনি যেটি দিয়ে খুলবেন সে আপসনটি ক্লিক করবেন।
- এরপর আপনার মোবাইল নাম্বার যাচাই করুন অপসন- আসবে এখানে আপনার যে নাম্বার দিয়েছিলেন ঐ নামাবে OTP কোড যাবে সেটি দিতে হবে। তারপর "Allow" বাটনে ক্লিক করবে হবে।
- তারপর আপনার বিকাশ একাউন্ট খোলার শর্তাবলি আসবে সেগুলো চাইলে পড়ে নিতে পারেন।আর পড়া শেষ হলে নিচের দিকে "সম্মতি আছে" অপসন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে।এরপর অপনাকে তিনটি অপসন দিবে। এখানে আপনাকে তথ্য দেওয়ার জন্য পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।অপসন গুলো হলো-
- আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলে দিতে হবে।
- মা/বাবার তথ্য দিতে হবে।
- নিজের চেহারার ছবি তুলে দিতে হবে।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম ও একাউন্ট এর নাম্বার পরিবর্তন
মনে রাখবেন ছবি তোলার সময় পরিষ্কার ছবি তোলে সাবমিট করতে হবে।
- তারপর অপনার জন্ম সনদ যাচাই বা আইডি কার্ড করে, আপনার নাম, জন্ম তারিখ ও জন্ম সনদ বা আইডি কার্ড নাম্বার দেওয়া থাকবে। যদি সবকিছু সঠিক থাকে থাকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে। যেমন লিঙ্গ নির্ধারন, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় ও পেশা নির্বাচন করতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
- এরপর জন্ম সনদ দিয়ে হলে মা/বাবা সচল বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে। যে কোন একজনের হলেই হবে।আর আইডি কার্ড দিয়ে হলে নিজের আইডি কার্ড নাম্বার দিতে হবে।
- তারপর নিজের আইডি কার্ড সম্পর্ক নির্বাচন করতে হবে না ।আর জন্মসনদ দিয়ে সম্পর্ক নির্বাচন করতে হবে। বাবা হলে বাবা ও মা হলে মা তারপর পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
- তারপর আপনার ছবি তোলার জন্য প্রস্তুত হতে হবে।এখানে ছবি তোলার জন্য কিছু নিয়ম দেওয়া থাকার সে নিয়ম অনুযায়ী ছবি তোলে দিতে হবে। তারপর নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে আপনার তথ্য সাবমিট হয়েছে এরাকম একটি অপসন দেখাবে। আর ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে আর জন্ম সনদ দিয়ে হলে মা/বাবার ভেরিফিকেশন কোড প্রদান করা হবে। সেটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর OTP কোড দিয়ে পরবর্তী -অপসনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে তিনটি অপসন দেখাবে সব কয়টিতে টিক চিহ্ন আসলে আপনাকে নতুন পিন সেট করতে বলবে সেখানে ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে একটি অপসন দেখাবে মোবাইল নাম্বার দিয়ে লগইন এখানে আপনার যে নাম্বারে একাউন্ট খুলবেন নাম্বারটি সো করবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
- তারপর আপনার, মোবাইল নাম্বার যাচাই করুন অপসন আসবে এখানেই আপনার মোবাইলে যাওযা ভেরিফেকেশন কোডটি দিয়ে "Allow" করতে হবে ।
- তারপর আপনাকে ৫ সংখ্যার পিন সেট করতে হবে। পিন সেট করার জন্য নতুন বিকাশ পিন লিখার পরে মনে রাখার মত একটি পিন দিবেন। তারপর নতুন বিকাশ পিন কনফার করুন এমানে, আর একরার আপের কিক পিন দিয়ে- নিশ্চিত করুন অপসনে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে আবার ল্যাইন ও রেজিস্ট্রসন অপসনে আপনার সামনে দেখাবে।এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে শুধু আপনার পিন দিয়ে পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
- তারপর আপনার নাম সেট করতে বলবে, চইলে নাম সেট করতে পারেন? তারপর পরবর্তী বাটনে ক্লিক করলে প্রোফাইলে ছবি যুক্ত করতে বলা বলবে? চাইলে ছবি অ্যাড করবেন না হলে "পরে করুন" অপসনে ক্লিক করলে। বিকাশের মেন ড্যাশবোর্ড আপনাদের সমনে দেখাবে।এখান থেকে সকল প্রকার লেনদেন করতে পারবেন
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম
এ ছাড়াও আপনি জন্মনিবন্ধন দিয়ে যদি বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারেন। এর জন্য আপনাকে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধন নিয়ে বিকাশ এজেন্টের কাছে আপনাকে যেতে হবে। বিকাশ এজেন্ট আপনাকে সাহায্য করবে বিকাশ একাউন্ট খোলার জন্য।এভাবে আপনি নিশ্চিত ভাবে বিকাশ একাউন্ট খুলতে পারবেন ও সে একাউন্টে আপনি অর্থ লেনদেন করতে পারবেন কোন সমস্যা হবে না।
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট দেখার নিয়ম
যদি আপনি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট দেখতে চান তাহলে *247# নাম্বার দিয়ে চেক করতে পারেন।এতে করে আপনার বাটন ফোন বা এন্ড্রয়েড ফোনের বা নেট কানেকশন না থাকার জন্য একাউন্ট চেক করার প্রয়োজন হলে কিভাবে চেক করবেন? আপনার মোবাইলে *247# ডায়াল করে অপশন ওপেন করে আপনার পিন নাম্বার টি দিয়ে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট দেখার নিয়ম
যদি অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার অ্যান্ড্রডুয়েট ফোন এর ইন্টারনেট কানেকশন অন রেখে বা ওয়াইফাই কানেকশন বিকাশ অ্যাপটি ওপেন করুন।তারপর আপনার গোপন ৫ ডিজিটের পিন নাম্বারটি দিন। তাহলেই আপনারা দেখবেন বিকাশ অ্যাপ আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন করবে।আর উপরের দিকে ব্যালেন্স অপশনে ক্লিক করুন তাহলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম-শেষ কথা
উপরে উক্ত আর্টিকেল পরে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অ্যাপ ছাড়া কি ভাবে বিকাশ একাউন্ট খোলা যায়।কারণ আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায় সে সম্পর্কে । আশাকরি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ভালো লেগেছে।এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url