কক্সবাজার হোটেল ভাড়া 2024
আপনারা কি কক্সবাজার হোটেল ভাড়া 2024 সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন?তাহলে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।কেননা এ পোস্টের মধ্যে কক্সবাজার হোটেল ভাড়া ও হোটেলের বিস্তারিত তথ্য আলোচনার করেছি। আশাকরি আজকের পোস্টটি পড়লে কক্সবাজার ভ্রমনের ক্ষেত্রে কাজে আসবে।
বাংলাদেশের অন্যতম পর্যটনের স্থান কক্সবাজার। কক্সবাজার প্রতিদিন অনেক মানুষ ভ্রমনের জন্য যেয়ে থাকে।আর এখানে যেয়ে থাকার জন্য রয়েছে অনেক হোটেল ও রিসোর্ট। ১ তারকা থেকে শুরু করে ৫ তারকা সব মানের হোটেলে ও রিসোর্টই এখানে পাবেন।কিন্তু মান ভেদে হোটেল ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত এই পোস্ট থেকে আমরা কক্সবাজার হোটেল ভাড়া 2024 সম্পর্কে জেনে নিবো।
কক্সবাজার হোটেল ভাড়া 2024
কক্সবাজারে অনেক ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে। এখানে অফসিজন ও অনসিজন অনুযায়ী প্রতিটি হোটেল ও রিসোর্টের ভাড়া কম বেশি হয়ে থাকে। ২০২৪ সালে কক্সবাজারের সেরা কয়েকটি হোটেল ও রিসোর্টের ভাড়ার রেট নিচে তুলে ধরা হলো-
আরো পড়ুনঃ সাজেক ভ্যালির হোটেল ভাড়া ২০২৪
নোটঃ এখানে উল্লেখিত ভাড়া রেট অনেক সময় কম বেশি হয়ে থাকে।আবার ভাড়ার উপর অনেক সময় সিজন ভেদে ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া
কক্সবাজারে কলাতলী থেকে লাবনী বিচে যাওয়ার সময় হাতের ডান দিকে অনেক গুলো হোটেল রয়েছে।এ ছাড়া মেইন রাস্তা বাদে ভিতরের দিকে ৩/৪টা গলি রয়েছে। যার প্রতিটি গলিতেই অনেক হোটেল রয়েছে। ৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া করতে চাইলে অফসিজনে এই গলির ভিতরের হোটেল/এপার্টমেন্ট গুলো দেখতে পারেন। হোটেলে এক রুমে ৪ জন এবং এপার্টমেন্টে ১ ফ্ল্যাটে ৬-১০ জন পর্যন্ত থাকা যায়।
১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া
বাংলাদেশের মধ্যে কক্সবাজার হল এমন একটি পর্যটন স্থান যেখানে সারা বছরই পর্যটকদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। তবে এই বাংলাদেশের একটি পর্যটন কক্সবাজার সব থেকে মুখ্য সমান বছরের শুরুর দিকে। অর্থাৎ ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি যখন পড়বে সে সময়ে। সেই সময়ের আবহাওয়াটা অনেকটা শীতল এবং মনোরম পরিবেশ থাকে। যেটা একজন পর্যটনের জন্য অনেক আরামদায়ক।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কি ভাবে কাশ্মীরে ভ্রমন করা যায় বিস্তারিত জানুন
আপনারা অনেকেই অর্থ সল্পতার কারণে হোটেল ভাড়াটা অনেক সময় সাশ্রয় করতে চান।এর জন্য আপনি ১০০০ হাজার টাকার মধ্যে হোটেল ভাড়া নিতে পারবেন। কক্সবাজারে কলাতলী থেকে লাবনী বিচে যাওয়ার সময় হাতের ডান দিকে অনেক গুলো হোটেল রয়েছে।
এ ছাড়াও মেইন রাস্তা বাদে ভিতরের দিকে ৩/৪টা গলি রয়েছে। যার প্রতিটি গলিতেই অনেক হোটেল রয়েছে।এখানে ১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া করতে চাইলে অফসিজনে এই গলির ভিতরের হোটেল/এপার্টমেন্ট গুলো দেখতে পারেন। হোটেলে এক রুমে ৪ জন এবং এপার্টমেন্টে ১ ফ্ল্যাটে ৬-১০ জন পর্যন্ত থাকা যায়।
কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
কক্সবাজার কলাতলীতে বিভিন্ন মানের অনেক হোটেল রয়েছে। কলাতলী সমুদ্রসৈকত তুলনা মূলক নিরাপদ হওয়ায় এখন পর্যটকরা এই বিচের আশে পাশের হোটেলে থাকতেই বেশি পছন্দ করে। মান ভেদে এখানের হোটেল গুলোর ভাড়া ১০০০ থেকে শুরু করে ৯০ হাজার পর্যন্ত হয়ে থাকে। উল্লেখ করার মত কয়েকটি হোটেল হচ্ছে, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন, ওশ্যান প্যারাডাইস, সি মুন, সি ক্রাউন, সায়মান বিচ রিসোর্ট ইত্যাদি।
জলতরঙ্গ হোটেল কক্সবাজার ভাড়াঃআর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তৈরি করা হোটেল হল জলতরঙ্গ। হোটেলটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এর ভাড়া ৮৯২৫ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে সিজন ভেদে ডিসকাউন্টে সর্বনিম্ন ৫৫০০ টাকাতেও থাকা যায়।
আরো পড়ুনঃ সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট এর উপায় জানুন
নিসর্গ হোটেল কক্সবাজার ভাড়াঃ কক্সবাজার শহর থেকে কিছুটা দূরে মেরিন ড্রাইভ সড়কের উপর নিসর্গ হোটেল অবস্থিত। রুফটপ সুইমিংপুলের কারনে এ হোটেলটি অনেক জনপ্রিয়।মূলত রিসোর্টের নিয়মিত রুম ভাড়া ৪৫০০ থেকে ২০হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে সিজনভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৩৫০০ টাকাতেও রুম পাওয়া যায়।
কক্সবাজার হোটেল সায়মন ভাড়াঃ ৪ তারকা মানের হোটেল গুলোর মধ্যে সায়মান সবচেয়ে বেশি জনপ্রিয়। কলাতলীতে অবস্থিত এই হোটেলের নিয়মিত ভাড়া ১২৫০০ থেকে ৪৮০০০ টাকা পর্যন্ত। সিজন ভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৭০০০ টাকাতে রুম পাওয়া যায়।
কক্সবাজার হোটেল সি প্যালেস ভাড়াঃ সুগন্ধা বিচের কাছাকাছি অবস্থিত হোটেল হচ্ছে সি প্যালেস।এখানকার রুম ভাড়া ৪০০০ থেকে ৬০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সিজন ভেদে এই ভাড়া আরো বাড়তে পারে।
কক্সবাজার হোটেল কল্লোল ভাড়াঃ কক্সবাজার হোটেল কল্লোল মানুষের কম ভাড়ার জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে।মূলত লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রুম ভাড়া ৩০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা হতে পারে।
আরো পড়ুনঃ কক্সবাজার ভ্রমন,হোটেল ভাড়া ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানুন
কক্সবাজার হোটেল সিগ্যাল ভাড়াঃ কক্সবাজারে ঝাউবন এরিয়ায় সিগ্যাল হোটেল অবস্থিত। হোটেলের নিয়মিত ভাড়া ৯৫০০ থেকে ৬৩ হাজার টাকা। সিজন ভেদে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট থাকে।
কক্সবাজার হোটেল জামান ভাড়াঃসল্প খরচে এক মাত্র জামান হোটেলেই সুইমিংপুল সুবিধা রয়েছে।এখানে ২৫০০ থেকে রুম ভাড়া শুরু। সিজন ভেদে রুম ভাড়া কম বেশি হয়ে থাকে।
কক্সবাজার হোটেল ভাড়া 2024-শেষ কথা
উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল কক্সবাজার হোটেল ভাড়া 2024 সে সম্বন্ধে। সাথে আরো আলোচনা করেছি সাথে আর বিস্তারিত ভাবে আলোচনা করেছি কক্সবাজার ভাড়ার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য।
আশাকরি আজকের আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনার কাছে অনেক ভালো লেগেছে।এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url