অনলাইন জিডি করার নিয়ম

আপনারা কি অনলাইন জিডি করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন?তাহলে আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।কারন এ আর্টিকেল এর মধ্যে বিস্তারিত ভাবে অনলাইন জিডি করার নিয়ম আলোচনা করার চেষ্টা করেছি।আশাকরি আপনাদের কাছে ভাল লাগবে ও আপনারা সহজেই ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন  । 

অনলাইন জিডি করার নিয়ম

অনলাইনে জিডি করার বিষয়টি বর্তমান সময়ে অনেক প্রয়োজনীয়।কারন যে কোন ধরনের অপরাধ যেমন,কোন জিনিস,কাগজ ও ফোন জাতীয় কিছু হারালে খুব তারাতারি থানায় না গিয়ে  ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিডি করা যায়।এতে করে মানুষের অনেক সহায়তা হচ্ছে।ফলে খুব সহজেই হারিয়ে যাওয়া জিনিস খুজে পাওয়া সম্ভব হচ্ছে।

অনলাইন জিডি করার নিয়ম

১। প্রথমে গুগল প্লে স্টোর থেকে  অনলাই জিডি অ্যাপটি ডাউনলোড বা ইন্সটল করে অ্যাপটি ওপেন করতে হবে।

২। অ্যাপটি ওপেন করার পর ২টি অপসন আসাবে আপনি যেহেতু নতুন অ্যাপটি ডাউনলোড করেছেন সেহেতু নতুন নিবন্ধন অপসনে ক্লিক করবেন।

৩। তারপর জাতীয় পরিচয় পত্রের  নম্বার, জন্ম তারিখ দিতে হবে। এখানে পরিচয় পত্র যাচাই হয়ে আপনার পরিচয় পত্রের সকল তথ্য দেখাবে। যদি সকল তথ্য সঠিক হয় নিচে ক্লিক এর জায়গাতে ক্লিক করতে হবে।

৪। তারপর আপনার পরিস্কার ভাবে ছবি তুলে দিতে হবে।

৫। এরপর আপনার সচল মোবাইল নাম্বার দিবেন।

৬। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড নিশ্চিতের জন্য পূনরায় দিতে হবে।

আরো পড়ুনঃ ফেসবুক রিপোর্ট করার নিয়ম 

৭। তারপর নিচে অ্যাকাউন্ট তৈরী লিখা আছে এ বাটনে আপনাকে ক্লিক করতে হবে।

৮। তারপর আপনার রেজিস্ট্রশন সফল হয়েছে দেখালে আপননা এই মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগইন করতে হবে।

৯। অ্যাপে লগইন করলে আপনার সকল তথ্য চলে আসবে।যদি সবকিছু ঠিক থাকে তাহলে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। আর যদি কোন কিছু ভুল থাকে তাহলে আপনি নিজে লিখে পরবর্তী বাটনে ক্লিক করবেন।

১০। এরপর  আপনার জন্ম তারিখ ও NID নাম্বার ফোন নাম্বার দেখাবে ঠিক থাকলে পরবর্তী বাটান ক্লিক করতে হবে।

১১। তারপর অপনার NID কার্ডের যে সাক্ষর আছে সেটি দিতে হবে।সাক্ষর যাতে ভুল না হয় সে দিকে লক্ষ রাখবেন।

আরো পড়ুনঃ দূর্নীতি নিয়ে ছন্দ,স্ট্যাটাস ও কবিতা সম্পর্কে পড়ুন

১২। তারপর সরক্ষন অপসনে ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

১৩। তারপর মোবাইল নাম্বার/ মোবাইল অপারেটর ও ইমেইল দিয়ে পরবর্তী বাটান ক্লিক করতে হবে।

১৪। এরপর আপনার মোবাইলে OTP কোর্ড যাবে সেটি সঠিক ভাবে দিতে হবে।

১৫। OTP কোড দেওয়ার পর লগইন বার্টনে ক্লিক  করতে হবে।

১৬। অ্যাপে বর্তমানে ২টি বিষয়ে  জিডি করা করা যায়। হারানো আর পাওয়া। তাই আপনি যে জিডি করতে চান সে অপসনটি ক্লিক করতে  হবে।

১৭। এরপর যে বিষয় সম্পর্কে জিডি করবেন তার সকল তথ্য দিয়ে ফরম পূরণ করে সব সঠিক থাকলে সাবমিট বাটান ক্লিক করতে হবে।

>আরো পড়ুনঃ ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে জেনে নিন 

১৮। তারপর আপনার মোবাইলে  একটি OTP কোড যাবে।কোডটি দিয়ে verify করলে তথ্য পূরন সম্পূন হয়েছে যা আপনাকে একটি ট্যাকিং নাম্বার দেওয়া হবে।

১৯। এরপর আপনি আবেদনের ফরমটি pint করে আপনি- আপনার থানায় যেয়ে ডিটটি অফিসারকে দিয়ে অ্যাপরুফ করাতে পাবেন। অথবা থানায় না যেতে চান তাহলে কিছুটা জিডি করতে সময় লাগবে অ্যাপরুফ হতে।

উপরের উক্ত নিয়ম মেনে কাজ করলেই আপনি অনলাইনে জিডি করতে পারবেন।

অনলাইন জিডি করতে প্রয়োজনীয় জিনিশ

  • ⇒ একটি স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে।
  • ⇒ জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড লাগবে।
  • ⇒ একটি সচল মোবাইল নাম্বার- যেটা আপনি ব্যবহার করেন।
  • ⇒ আপনার ইমেল থাকতে হবে।

 অনলাইন জিডি কোন কোন ক্ষেত্রে করা যায়

সকল ক্ষেত্রে অনলাইন  জিডি করা যায় না।বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অনলাইন জিডি করা হয়ে থাকে।যেমন, হারানো পাসপোর্ট, ফোন, ব্যাংক কার্ড ইত্যাদি এসব জরুরী কোন কাগজ হারিয়ে গেলে তখন হারানোর জিডি করা যায়।

অনলাইনে জিডি করার সুবিধা

অনলাইন জিডি করা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উথেছে।কারন এখন ঘরে বসেই যে কোন হারানো জিনিসের জন্য জিডি করা যায়। এতে করে জিডি অনেক সহজ হয়ে গেছে।নিচে কিছু অনলাইন জিডি করার সুবিধা দেওয়া হল-

আরো পড়ুনঃ জিমেইল একাউন্ট খোলার নিয়ম জেনে নিন

  • অনলাইনের মাধ্যমেই আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
  • অনলাইনে জিডি করলে থানায় না গিয়ে ঘরে বসেই জিডি করতে পারবেন।
  • আপনার অভিযোগের কখন করেছেন ও সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • আপনি  অভিযোগের তদন্তকারী অফিসারের সাথে অনলাইনের মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন।
  • অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোড ডিজিটাল কপি প্রিন্ট করতে পারবেন

অনলাইন জিডি করার নিয়ম-শেষ কথা

আপনারা আজকের আলোচনায় ইতিমধ্যে জানতে পেরেছেন অনলাইন জিডি করার নিয়ম সম্পর্কে। প্রিয় পাঠক, আপনারা সকলেরই বর্তমান সময়ে স্মার্টফোন, কম্পিউটার, অথবা ল্যাপটপ দিয়ে অনলাইনে জিডি করতে পারবেন। তাই উপরে দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই নিজে নিজে ঘরে বসেঅনলাইন জিডি করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url