মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি জেনে নিন

প্রিয় পাঠক আপনারা কি মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেছেন?তাহলে আমাদের আজকের পোস্টটি মনোযোগ সহকারে পরুন।কেননা আজকের পোস্টের মধ্যে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি জেনে নিন

মানব দেহ হল মানুষের সকল কাঠামো।এটি অনেক রকমের কোষ দ্বারা গঠিত যা এক সাথে টিস্যু এবং পরবর্তী কালে অঙ্গ এবং তারপরে অঙ্গ সিস্টেম তৈরি করে । তারা হোমিওস্টেসিস এবং মানব দেহের কার্যকারিতা নিশ্চিত করে

মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজঃ

মানব দেহের প্রতিটি অঙ্গের নাম ও কাজ সম্পর্কে আমাদের জানা উচিৎ।কেননা মানব দেহের প্রতিটি অঙ্গের মধ্যে যদি একটি অঙ্গ কাজ না করে তাহলে মানুষকে প্রতিবন্ধি হিসাবে ধরা হয়।নিচে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি দেওয়া হল-

মস্তিস্ক বা Brain

আমাদের মস্তিস্ক তিনটি ভাগে বিভক্ত করা হয়। যেমন,

1.অগ্র-মস্তিষ্ক

2.মধ্য-মস্তিষ্ক 

3. পশ্চাৎ-মস্তিষ্ক

অগ্র-মস্তিষ্কঃ আমাদের অনুভূতি, চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, কথাবলা, দেহ নাড়াচাড়া, পেশির কার্যকলাপ এবং সিদ্ধান্ত গ্রহণে অগ্রমস্তিষ্ক কাজ করে থাকে।

আরো পড়ুনঃ কিডনিতে পাথর হওয়ার কারন বিস্তারিত জানুন

মধ্য-মস্তিষ্কঃ কোন কিছু দেখা ও শোনার ক্ষেত্রে মধ্য মস্তিষ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র তৈরি করে।

পশ্চাৎ-মস্তিষ্কঃ দেহের পেশী টান, চলাচলে সমন্বয়, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশী গুলোর কাজ নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক শ্বাসক্রিয়া, খাদ্য গিলে ফেলা, হৃদপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে।

চোখ বা Eye

চোখ আমাদের বহির জগতের দৃশ্য দেখতে সাহায্য করে। আমাদের চোখ মূলত কনজাংটিভা, কর্নিয়া, আইরিশ, লেন্স বা মনি, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা ইত্যাদি দ্বারা গঠিত। আমাদের চোখ শুধুমাত্র আলোর উপস্থিতি বা অনুপস্থিতির পার্থক্য করতে পারে।

মাথার খুলি বা Skull

খুলি আমাদের মুখের কাঠামো ধরে রাখে এবং কোনো আঘাত থেকে মস্তিষ্ককে রক্ষা করে। ২২টি হাড়ের সমন্বয়ে খুলি গঠিত হয়।

কান বা Hear

মানব দেহের একটি অঙ্গের নাম হচ্ছে কান বা Hear.মানুষ কান এর মাধ্যমে যে কোন শব্দ শুনতে পায়।

মুত্রাশয় বা Bladder

কিডনি রক্তকে পরিশোধিত করে মূত্রের সৃষ্টি করে এবং সেই মূত্র আমাদের মূত্রাশয়ে পাঠিয়ে দেয়। মুত্রাশয়ে নির্দিষ্ট পরিমাণে মূত্র জমা হলে, মূত্রাশয় মস্তিষ্কে সংকেত পাঠায়। তখন মূত্রচাপের সৃষ্টি হয়।

নাক বা Nose

মানব দেহের একটি অঙ্গের নাম হচ্ছে নাক বা Nose মানুষ নাক এর মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে।

শিরা বা Vain

শিরা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে হৃৎপিণ্ডে প্রবেশ করায়। সাধারনত শিরা অপরিশোধিত রক্ত বহন করে তবে ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে।

হৃদপিন্ড বা Heart

মানুষের হৃদপিন্ড ফুসফুসের মাঝে ও বাম দিকে হেলে অবস্থান করে। দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃদপিন্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। হৃদপিন্ড মিনিটে ৭২বার পাম্প করে থাকে।

ফুসফুস বা Lunch

ফুসফুস সকল প্রাণীর একটি অঙ্গ যা শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই শ্বাস যন্ত্রটির প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেনকে রক্ত প্রবাহে নেওয়া এবং রক্ত প্রবাহ থেকে কার্বন ডাই-অক্সাইডকে বাতাসে বের করে দেওয়া।

পাকস্থলী বা Stomach

পাকস্থলীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে। একজন পূর্ণ বয়স্ক মানুষের পাকস্থলী ২ থেকে ৩ লিটার এর মতো খাদ্য ধারণ করতে পারে। শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্য পরিপাক করতে পাকস্থলী প্রধান ভূমিকা পালন করে।

যকৃত  বা  Liver

যকৃত যাকে আমরা কলিজা বলে থাকি। যকৃৎ শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। অসুস্থতা ও সংক্রমণ প্রতি রোধে করতে সহায়তা করে, শরীর থেকে টক্সিক পদার্থ বের করে দেয় এবং কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ও পিত্তরস নির্গত করে।

অন্ত্র Antra

পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা প্যাচানো নালিকে অস্ত্র বলে। যার কাজ শুধুমাত্র পরিপাক তন্ত্রের আচরণ নিয়ন্ত্রণ করা। অন্ত্র মূলত ২ প্রকার যেমন,

1. বৃহদন্ত্র 

2. ক্ষুদ্রন্ত্র

বৃহদন্ত্রঃ বৃহদন্ত্র প্রায় ১৬ ঘন্টা নেয় খাদ্য হজম করতে এটি দ্বারা মল গঠন হয়।

আরো পড়ুনঃ টেনশন হলে কি কি সমস্যা হয়

ক্ষুদ্রন্ত্রঃ খাদ্য থেকে পানি, ভিটামিন এবং খনিজ লবন শোষণ করে। শর্করা ও প্রোটিন এর সরল অংশ রক্ত প্রবাহে এবং ফ্যাটের সরল অংশ লসিকা প্রবাহে প্রবেশ করায়।

কিডনি বা Kidney

কিডনি শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ মূত্র হিসেবে শরীর থেকে বের করে রক্ত পরিশোধন করে ও শরীরে ক্ষার এবং অম্লের ভারসাম্য বজায় রাখে। এইভাবে কিডনি শরীরকে স্বচ্ছ এবং সুস্থ রাখে। কিডনি শরীরের প্রয়োজনের অতিরিক্ত জল মূত্র দ্বারা শরীর থেকে বাইরে বের করে।

হাড় বা Bones

হাড় হল মানব দেহের কঠিন অঙ্গ।যা মানুষ বা প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড় গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়, লোহিত এবং শ্বেত রক্ত কণিকা তৈরি করে, খনিজ পদার্থ জমা রাখে, শরীরের কাঠামো তৈরি করে এবং চলনে সাহায্য করে।

মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ-শেষ কথা

উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সে সম্বন্ধে।আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার কাছে ভালো লেগেছে। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Reliable Online Services
    Reliable Online Services 25 September 2024 at 04:43

    তথ‍্যবহুল লেখা, উপকৃত হলাম

    • SIRAJUL ISLAM
      SIRAJUL ISLAM 10 October 2024 at 12:45

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url