মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন সম্পর্কে জানুন

আপনি কি মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।কেননা আমারা এ আর্টিকেলটি মধ্যে আলোচনা করেছি মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য।

মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন সম্পর্কে জানুন

বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতি বছর মালয়সিয়ার কাজের উদ্দেশ্যে মালয়সিয়ার যেয়ে থাকেন।মালয়সিয়া যাওয়ার আগে অবশ্যই যানা উচিত। মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন  সম্পর্কে । যদি না জেনে থাকেন তাহলে এ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন তাহলে এখানেই জানতে পারবেন কাজের ভিসা কিভাবে পাওয়া যায় ও কাজের বেতন কত টাকা। আশা করি নিচের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

মালয়েশিয়ার কাজের ভিসা

মালয়েশিয়ারন ভিসার জন্য প্রতিনিয়ত অনেকেই আবেদন করে থাকেন।আর সব থেকে বেশি আবেদন করে কাজের ভিসার জন্য।মালয়েশিয়ারন কাজের ভিসা পাওয়ার পর অনেক মানুষ স্বাবলম্বী হয় এবং পরিবারের দায়িত্ব পালন করে থাকে।আর মালয়েশিয়ার কাজের ভিসা আবেদনের জন্য কিছু কাগজপত্র লাগে।নিচে সেগুলো দেওয়া হল-

মালয়েশিয়ার কাজের ভিসার কাগজপত্র

  • মালয়েশিয়ার কাজের ভিসার জন্য  আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪৫ বছর হতে হবে।
  • সর্বনিম্ন দুই বছর মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে।
  • বিএমইটির ডাটাবেজে রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র বিএমইটি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে।
  • ২ কপি পরিষ্কার ও সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।
  • করোনা ভ্যাকসিনেশন দেওয়া কার্ড থাকতে হবে। 

মালয়েশিয়ার কাজের ভিসার দাম

যারা সরকারি ভাবে মালয়েশিয়া কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য ভিসার ফি বা মূল্য হচ্ছে ৭৮, ৯০০ টাকা। অন্যদিকে মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং ফি ১ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হতে পারে।

মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি

মালেয়িশিয়ায় বর্তমান সময়ে বিভিন্ন ধরণের কাজ রয়েছে। আর এখানে বিভিন্ন ধরণের কাজের চাহিদাও রয়েছে। বিশেষ করে কিছু কাজের ক্ষেত্রে অনেক বেশি চাহিদা রয়েছে। তাই আপনি যদি একজন প্রবাসী হিসেবে মালয়েশিয়াতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে জেনে যেতে হবে মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি রয়েছে। চলুন তাহলে এখন জেনে নেই আমরা সেই সম্পর্কে।

মালয়েশিয়ায় সবচেয়ে ইলেকট্রিশিয়ান ও কনস্ট্রাকশ এর কাজের চাহিদা বেশি রয়েছে। কেননা মালয়েশিয়ায় বর্তমান সময়ে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে।আর এসব বিল্ডিং এর জন্য মূলত কনস্ট্রাকশ তৈরি ইলেকট্রিক কাজ করতে শ্রমিক প্রয়োজন হয় ।এই কাজ ছাড়াও আরো অনেক কাজের চাহিদা রয়েছে সেগুলি হলো-

  • ড্রাইভিং
  • সেলস ম্যন
  • রিসেপশনিস্ট
  • ক্লিনার
  • ওয়েটার
  • ওয়েল্ডিং ইত্যাদি।

ইলেকট্রিশিয়ান

বর্তমান সময়ে অনেকে আছেন যারা মালয়েশিয়াতে ইলেকট্রিক কাজ করতে চান।এখানে ইলেকট্রিক কাজের চাহিদা অনেক বেশি।আর প্রতিনিয়ত ইলেকট্রিক কাজের জন্য অনেক লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে।

ড্রাইভিং

মালয়সিয়াতে ড্রাইভিং অনেক ভালো কাজ। আর এর বেতন ও বেশি অনন্যা কাজের তুলনায়।তাই আপনি চাইলে মালয়সিয়াতে ড্রাইভিং এর কাজ করতে পারেন।

সেলস ম্যন

সেলস ম্যন এর কাজ মূলত সুপার মার্কেটের কাজ। আর মালয়সিয়াতে যে সুপার মার্কেট গুলা আছে যেগুলাতে প্রতিনিয়ত সেলস ম্যন এর প্রয়োজন হয়।তাই এখানে সেলস ম্যন এর চাহিদা বেশি।

রিসেপশনিস্ট

রিসেপশনিস্ট কাজ যে কোন সুপার মার্কেটের,বার,হোটেল ও হসপিটালে করা হয়ে থাকে।মালয়েশিয়াতে রিসেপশনিস্ট প্রচুর পরিমানে লোক প্রয়োজন হয়।তার জন্য এখানে এ কাজের চাহিদা বেশি।

ক্লিনার

সব জায়গাতে ক্লিনার প্রয়োজন হয়।

ওয়েটার

ওয়েটার এর কাজ মূলত হোটেল বা বার গুলোতে করা হয়।আর মালয়েশিয়াতে হোটেল ও বারে তুলনা মূলক অনেক বেশি তাই লোকের প্রয়োজন হয়।এর জন্য এখানে ওয়েটার কাজের চাহিদা

ওয়েল্ডিং

ওয়েল্ডিং এর কাজ করার জন্য মালয়েশিয়াতে প্রচুর পরিমানে লোক প্রয়োজন হয়।এর জন্য এখানে ওয়েল্ডিং কাজের চাহিদা রয়েছে।

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়াতে বর্তমান সময়ে অনেক ধরণের কাজ রয়েছে।তবে আপনার বেতন নির্ধারণ করা হবে আপনি কোন ধরণের কাজ করতে চান তার উপর। বর্তমানে মালয়েশিয়া সরকার কর্তৃক বলা হয়েছে যে, এখানে কাজের বেতন সর্বনিম্ন ১২০০ রিংগিত ধরা হয়েছে।যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮,০০০ টাকার সমতুল্য।মালোয়েশিয়ায় বিভিন্ন কাজের বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে।

মালয়েশিয়ায় কাজের বেতন নির্ভর করে কাজের ধরনের উপর। তাই সকল কাজের বেতন এক রকম না।নিচে বিভিন্ন ধরনের কাজের বেতনের বিস্তারিত তথ্য দেওয়া হল-

কাজের ধরন

মালয়েশিয়ান বেতন "রিংগিত"

বাংলাদেশ বেতন "টাকা" 

 ইলেকট্রিশিয়ান

 ২৫০০ - ৪০০০

 ৫৫০০০-৯০০০০

 সেলস ম্যন

 ২২০০-৩৫০০

 ৪৫০০০-৮০০০০

 ড্রাইভিং

 ৩৫০০

 ৮০,০০০

 ক্লিনার

 ১৭০০-২৫০০

 ৩৫০০০-৫৫০০০

 কনস্ট্রাকশন লেবার

 ১,৭০০- ২,৫০০

 ৪০,০০০- ৫৮,০০০

 ওয়েল্ডিং 

 ২৫০০-৩০০০

 ৫৫০০০-৭০০০০

 ওয়েটার

 ২০০০-২৫০০

 ৪০০০০-৫৫০০০

 রিসেপশনিস্ট

 ২২০০-৩৫০০

  ৪৫০০০-৮০০০০

মালয়সিয়ার কাজের ভিসা ও কাজের বেতন-শেষ কথা

উপরের উক্ত পোস্টের আজকের প্রধান আলোচনার বিষয় ছিল মালয়েশিয়ার কাজের ভিসা ও কাজের বেতন সম্পর্কে। আশা করছি আপনি সম্পূর্ণ পোস্টেটি মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে উক্ত বিষয়ে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এই রকম আরো বিভিন্ন তথ্য নিয়মিত পড়তে আমাদের ওয়াবসাইটটি নিয়োমিত ভিজিট করুন।এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url