সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট এর উপায় জানুন
আপনারা অনেকেই সিএমসি হাসপাতাল সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।আর জানতে অ্যাপোয়েন্টমেন্ট কি ভাবে নিবেন,কোথায় কোন ডিপার্টমেন্ট ও ঔষুধ কি ভাবে নিবেন এর বিস্তারিত তথ্য। তাহলে আজকেই আর্টিকেলটি আপনার জন্য এখানে বিস্তারিত সকল কিছু আলোচনা করা হবে।
বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারত তথা ভারতের বিভিন্ন প্রান্ত ভেলোরে চিকিৎসা করতে অনেক মানুষ যায়।কেননা এখানকার চিকিৎসা ব্যবস্থার মান অন্যান্য জাইগার তুলনাই অনেক ভাল।আর সিএমসি হাসপাতালের ডাক্তারা অনেক সময় নিয়ে রোগীকে দেখেন ও তাদের ব্যবহার অনেক ভালো।কিন্তু ভেলোরে ট্রিটমেন্ট করতে গেলে বেশি সময় নিয়ে যাওয়া উচিৎ।কেননা তারা রোগীকে দেখার পর সব টেস্ট করে রিপোর্ট করার পর ওষুধ দেয়।
সিএমসি হাসপাতাল ভেলোর
ভেলোর সিএমসি হাসপাতাল (Cmc Hospital) এর ট্রিটমেন্ট যে উন্নত মানের সেটা আর বলার অপেক্ষা রাখেনা। আমরা অনেকেই সাধারনত আমাদের শহরে সরকারি হাসপাতাল বা কোনো নার্সিং হোমে ডাক্তার দেখাই তারপর সে রকম উন্নতি না হলে কোন উপায় না দেখে অবশেষে ভেলোর যাই তাদের চিকিৎসা ব্যবস্থা ভালোর জন্য।বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ট্রিটমেন্ট জন্য এখানে যায় ।
সিএমসি হাসপাতালের কিছু মাইন বিল্ডিং আছে যে গুলাতে বিভিন্ন ধরনের ডাক্তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে।কিন্তু ডাক্তারা ডিপ্টামেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকে।এ হাসপাতালের মাইন কিছু বিল্ডিং এর নাম হলো,ওপিডি বিল্ডিং(OPD Building),আইসসিস বিল্ডিং(ISSCC building),পি এম আর(PMR Building) সিভার গেট (Silver Gate ), এমার্জেন্সী পেসেন্ট (Emergency Patient), পাউল ব্রান্ড ব্লক (Paul Brand Block), ওয়ার্ড বিল্ডিং(ward Building), আসা বিল্ডিং (Asha Building),
ভাষা জনিত সমস্যা ও সমাধান
আমরা যারা সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট তখন আমাদের ভাষা বুঝতে কিছুতা কষ্ট হয়। কারন আমরা তামিল ভাষা তেমন বুঝতে পারিনা ।কিন্তু ভয়ের কিছু নেই হিন্দি বা ইংরাজী ভালো জানা থাকলে সমস্যা হওয়ার কথা নয় বা হবে না।
সিএমসি হাসপাতালের ডাক্তারা বেশির ভাগ হিন্দি আর ইংরাজীতে কথা বলে থাকে। আবার কিছু কিছু ডাক্তার আছে যারা বাংলা বুঝেন বা পারে। তাই বাংলা জানলেও কাজ চলে যাবে তবে হিন্দি আর ইংরাজী জানলে বেশি ভালো হয় ।
সিএমসি এর অ্যাপোয়েন্টমেন্ট
সিএমসি এর অ্যাপোয়েন্ট মুলত দুই প্রকার হয়ে থাকে-
- জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট (জুনিয়ার ডাক্তার দেখেন)
- প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট (সিনিয়ার ডাক্তার রা দেখেন
অ্যাপোয়েন্টমেন্টের জন্য সময়
জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট-
জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট (General Appointment) – অনলাইন অথবা অফলাইন এ করা যায়। ১ থেকে ৩ (General Appointment) – অনলাইন অথবা অফলাইন এ করা যায়। ১ থেকে ৩ দিন এর মধ্যে এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট-
প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট (Private Appointment) – অনলাইন অথবা অফলাইন এ করা যায়। ৩ থেকে ১৫ দিন এর মধ্যে এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার উপায়
অ্যাপোয়েন্টমেন্ট সাধারনত অফলাইন আর অনলাইন দুই রকমের অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া যায়। যেহেতু আমরা দূরবর্তী জায়গা থেকে যাচ্ছি তাই আমাদের অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া ভাল।কারন অনেক সময় ওখানে যেয়ে ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না ।
অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট-
অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার জন্য ভালো মানের ফোন ল্যাপটপ বা কম্পিউটার লাগবে আর কোন ডিপার্টমেন্ট এর ডাক্তার এর নিবেন জানতে হবে তাহলে আপনি ঘরে বসেই অ্যাপোয়েন্টমেন্ট নিতে পারবেন।
আর সিএমসি হাসপাতালের কোন ডিপার্টমেন্ট এর প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট পেতে হলে আপনাকে ১৫ দিন থেকে ৩০ দিন অব্দি সময় লাগতে পারে।এর জন্য আগে থেকে অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট নেওয়াই ভালো।
অফলাইন অ্যাপোয়েন্টমেন্ট-
ভেলোর সিএমসি হাসপাতালের এর যদি মেইন গেট দিয়ে আপনি ঢোকেন তাহলে ঢুকলেই দেখতে পাবেন Silver Gate for New Appointment. আপনি শুধু আপনার সমস্যা টা ওখানে জানালেই ওরা আপনার সমস্যা অনুযায়ী নিদিষ্ট ডিপার্টমেন্ট এ অ্যাপোয়েন্টমেন্ট দিয়ে দেবে।
জরুরীকালীন ট্রিটমেন্ট
ভেলোর সিএমসি হাসপাতালের এর যদি মেইন গেট দিয়ে ঢুকে Silver Gate এর পর Emergency বিভাগ। সিএমসি এর জরুরীকালীন ট্রিটমেন্ট এর জন্য আলাদা Emergency বিভাগ রয়েছে, সেখানে যাবেন ওরাই সব প্রসেস বলে দেবে।
ডিপার্টমেন্ট নাম
অনলাইন এ অ্যাপোয়েন্টমেন্ট নিতে গেলে আপনি কোন্ ডিপার্টমেন্ট এ নেবেন সেটা জানা জরুরী, নাহলে সময় & টাকা দুটোই নষ্ট হবে।
- হাত, পা বা মাজার জন্য-Orthopaedic,
- চোখ কানের সমস্যা হলে- ENT,
- কিডনি সমস্যা- Nephrology,
- মাথার সমস্যা- Neurology,
- ক্যান্সার – Oncolog,
আপনাদের যদি ডিপার্টমেন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে সিএমসি (Cmc) এর ওয়েবসাইট থেকে (https://clin.cmcvellore.ac.in/webapt/telelanding.aspx) দেওয়া হেল্পলাইন এ ফোন করে আপনারা জেনে নিতে পারেন। সমস্যা বললেই ওরা ডিপার্টমেন্টর নাম বলে দেবে। আপনার রোগ এর লক্ষন অনুযায়ী ডিপার্টমেন্ট এর আন্ডারে Clinic বেছে নিতে হয়।
সিএমসি তে রেজিস্টেশন
আমরা যারা বাংলাদেশ বা ভারতের উত্তর-পূর্ব অঞ্চল থেকে ভেলোরে যায় তাদের জন্য আলাদা ভাবে রেজিস্টেশন করতে হয় । বাংলাদেশিদের জন্য পাসফোর্ট লাগে আর ইন্ডিয়ানদের জন্য আধার কার্ড লাগে ৯০০ নম্বর বিল্ডিং এ ।
আবার এখান থেকে সমস্যা বলে New Appointment নেওয়া যায়।আর রেজিস্টেশন করার পর তারা ওখান থেকে একটি কার্ড করে দেয়।এ কার্ড হাসপাতালের সকল তথ্য ডাক্তারা জানতে পারে।আর হাতে করে কোন রিপোর্ট নিয়ে যেতে হয় না কার্ডে সব রিপোর্ট চলে আসে।
অ্যাপোয়েন্ট তারিখের পরিবর্তন করা
আইসসিস বিল্ডিং(ISSCC building),এ Help desk এ লম্বা লাইন দেবেন পেমেন্ট স্লিপ টা নিয়ে।এখানে মূলত অনেক ভীড় হয়ে থাকে। কাউন্টারে আপনার প্রব্লেম বললে ওরাই ডেট চেঞ্জ এর ব্যাবস্থা করে দেবে।যদি ডেট ফাকা থাকে তবেই করে দেবে এগোনো বা পেছানো যেটা চাইবেন।
রিপিট অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম
যে কোন বিল্ডিং এর ক্যাস কাউন্টার থেকে যে কোন ডাক্তার এর পুনরায় অ্যাপোয়েন্টমেন্ট করানো যায়।এক্ষেত্রে কাউন্টার এ বললেই হবে ডাক্টার কবে দেখতে চেয়েছে, ওরা অ্যাপোয়েন্টমেন্ট দিয়ে দেবে।
ঔষুধ নেওয়ার নিয়ম
সিএমসি এর ফার্মেসী থেকে ঔষুধ সাধারনত ৩ থেকে ৬ মাসের জন্য ওষুধ দেয় রোগীদের। ফার্মেসীর বিল ক্যাস কাউন্টারে পেমেন্ট করে ওষুধ নেবার জন্য লাইনে দাঁড়াতে হয়।
সিএমসি মেইন বিল্ডিং এর বিবরন
সিএমসি মেইন কয়েকটি বিল্ডিং রয়েছে যে গুলো থেকে প্রতিনিয়ত রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে। কোন বিল্ডিং এ কি কাজ করা হয় নিচে তা দেওয়া হলো-
ওপিডি বিল্ডিং(OPD Building)-
ওপিডি বিল্ডিং এর গ্র্যাউন্ড ফ্লরে বেশীরভাগ রোগীর টেষ্ট করানো হয়ে থাকে। তবে বিশেষ কিছু টেষ্ট এর জন্য যেমন USG এর জন্য ৩-৪ দিন ও লাগতে পারে। তাই যখন ডাক্টার এর সাথে কথা বলবেন ওনাকে রিকুয়েস্ট করবেন যেন আপনার টেষ্ট গুলি ALPHA Clinic এ পাঠিয়ে দেয়। ওনাদের একটা কলমের খোচাতে আপনার ৩-৪ দিনের কাজ টি ১ দিনেই হয়ে যাবে।এছাড়া গ্র্যাউন্ড ফ্লরে ওষুধের ফার্মেসী ও ক্যাস ক উন্টার রয়েছে।
আইসসিস বিল্ডিং(ISSCC building)-
আইসসিস বিল্ডিং(ISSCC building)এ Help desk এ লম্বা লাইন দেবেন পেমেন্ট স্লিপ টা নিয়ে, এখানে অনেক ভীড় হয়। ওখানে আপনার প্রব্লেম বললে ওরাই ডেট চেঞ্জ এর ব্যাবস্থা করে দেবে। (যদি ডেট ফাকা থাকে তবেই করে দেবে – এগোনো বা পেছানো যেটা চাইবেন)। এছাড়া ওষুধের ফার্মেসী ও ক্যাস কউন্টার রয়েছে।
পি এম আর(PMR Building)-
PMR building এ মেডিসিন এর ডাক্তার বসে থাকে।আবার PMR building কে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বলা যেতে পারে। বিভিন্ন ফিজিওথেরাপি এর যন্ত্রপাতি, জুতা, ডুপ্লিকেট ব্রেস্ট (সিলিকন ব্রেস্ট), ইত্যাদি সকল জিনিস এর জন্য এই ডিপার্টমেন্ট এ যেতে হয়। পেমেন্ট স্লিপ অথবা অ্যাপোয়েন্টমেন্ট লেটার এ PMR Building উল্লেখ থাকবে।
সিভার গেট (Silver Gate)-
সিভার গেট (Silver Gate) এর ভিতরে New Appointment ও Appointment date change করা যায়। আবার এখানে 600A ও 600B তে ট্রিটমেন্টের জন্য ডাক্তার বসে।
এমার্জেন্সী (Emergency)-
এমার্জেন্সী পেসেন্ট এর জন্য এমার্জেন্সী টেষ্ট এর ব্যাবস্থা আছে। এই টেষ্ট গুলোর কোন রিপোর্ট আপনি পাবেন না, টেষ্ট গুলো হয়ে গেলে সরাসরি রিপোর্ট টা আপনার খাতায় চলে যাবে অর্থাৎ আপনার Hospital No. আর যে ডাক্তারবাবু দেখবেন সেই ডাক্তারবাবুর এর কাছেও চলে যাবে। তাই সমস্যার কিছু নেই। রিপোর্ট পেতে হলে আলাদা ভাবে আবেদন করতে হয়।
ওয়ার্ড বিল্ডিং(ward Building)-
ওয়ার্ড বিল্ডিং এ রোগীদের দের সার্জারি ও ট্রিটমেন্ট এর প্রয়োজনে এখানে ভর্তি করা হয়। খুবই পরিস্কার পরিছন্ন ও জীবাণুমুক্ত জায়গা। Diagnosis এর উপর বেশি জোর দেয় এবং অনেক টেষ্ট করতে দেয়। তারপর যখন রোগ ধরা পড়ে তখনই চিকিৎসা করে। টেষ্ট গুলি মুলত ৩ জায়গায় করানো হয়।
আসা বিল্ডিং (Asha Building)-
আসা বিল্ডিং এ রোগীদের বিভিন্ন ধররেন টেষ্ট এর ব্যাবস্থা আছে।যেমন,এম আর আই,সিটিস্কেস ও আল্টাসোন করা হয়ে থাকে।
পাউল ব্রান্ড ব্লক (Paul Brand Block)-
পাউল ব্রান্ড ব্লকে রোগীদের দের সার্জারি ও ট্রিটমেন্ট এর প্রয়োজনে এখানে ভর্তি করা হয়।এ বিল্ডিংটি সিএমসি সব থেকে সুন্দর আর উন্নতমানের।আর এ বিল্ডিংটি খুবই পরিস্কার পরিছন্ন ও জীবাণুমুক্ত জায়গা। Diagnosis এর উপর বেশি জোর দেয় এবং অনেক টেষ্ট করতে দেয়। এখানে ক্যাস কাউন্টার ও ওষুধের ফার্মেসী রয়েছে। পাউল ব্রান্ড ব্লক এর লিফট এর ৮ নম্বর ফ্লোরে অপারেশান থিয়েতার।
সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট এর শেষ কথা
সিএমসি (Cmc) হাসপাতালে ট্রিটমেন্ট এর সকল তথ্য এ আর্টিকেল এ মধ্য লিখে তুলে ধরার চেষ্টা করা হলো যাতে সকলের সাহায্য হয়। আশাকরি পাঠক উপকৃত হবেন পাঠক / রোগীর পরিবার পরিজন যাতে উপকৃত হয় তার জন্য এই ব্লগ এ শেয়ার করা হল।
Note: উপরে উল্লিখিত বিভিন্ন ডিপার্টমেন্ট বিল্ডিং বা রুম নম্বর সময়ের সাথে পরিবর্তন হতেই পারে সেটা অবশ্যই খেয়াল করবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url