গ্রীনলাইন পরিবহনের ভাড়া ও রোড ম্যাপ
গ্রীনলাইন পরিবহন ভাড়ার তালিকা ও গ্রীনলাইন পরিবহন অনলাইন টিকিট ২০২৪ পরিবারিক ভাবে ঘুরতে যা আজে অনেক সময় অনেক স্থানে ভ্রমণ করে থাকি। যাদের ভ্রমণ করার জন্য গ্রীনলাইন পরিবহন উন্নত পরিবহন । কারণ ভ্রমণ করার জন্য গ্রীনলাইন পরিবহন বাস গুলো ধাত্রীদেরকে দ্রুত নিরাপদ এবং আরামদায়ক ধাত্র প্রদন করে থাকে ।
আপনি যদি গ্রীনলাইন পরিবহনে যাতায়াত করে থাকেন তবে অবশ্যই আপনাকে গ্রীনলাইন পরিবহন ভাড়া তালিকা ও গ্রীনলাইন পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে জানতে হবে। ভাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক গ্রীনলাইন পরিবহন এর ভাড়া তালিকা ও গ্রীনলাইন পরিবহন এর অনলাইন টিকিট সম্পর্কে।
গ্রীনলাইন পরিবহনের ভাড়া তালিকাঃ
বাংলাদেশ পরিবহনের ভাড়া নির্ভর করে নির্দিষ্ট দূরত্বের উপর। আপনি যদি দূরে কথা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনার ভাড়ার পরিমাণ বেশি হবে এবং আপনি যদি কাছে কোথাও ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়াটাও কমে আসবে। আর তাই অনেকেই ভাড়ার পরিমাণটা না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই আমাদের পূর্বে থেকেই ভাড়া পরিমাণ জেনে রাখা ভালো।
আরো পড়ুনঃ ন্যাশনাল ট্রাভেলস ভাড়ার তালিকা-অনলাইন টিকিট সম্পর্কে জানুন
তাই চলুন আমাদের আর্টিকেল গ্রীনলাইন পরিবহন ভাড়া তালিকা ও গ্রীনলাইন পরিবহন অনলাইন টিকিট এর মাধ্যমে জেনে নেওয়া যাক, গ্রীনলাইন পরিবহন বর্তমানে ভাড়া কত-
- ঢাকা থেকে বরিশাল Non AC টিকিট মূল্য ৮৫০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১২০০ টাকা
- ঢাকা থেকে কুয়াকাটা Non AC টিকিট মূল্য ১২০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা থেকে বেনাপোল Non AC টিকিট মূল্য ১০০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা থেকে খুলনা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা থেকে সাতক্ষীরা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা
- ঢাকা থেকে গোলাচিপা Non AC টিকিট মূল্য ১০০০ টাকা
- ঢাকা থেকে সিলেট AC (Business) টিকিট মূল্য ১৪০০ টাকা
- ঢাকা থেকে চিটাগাং DD-UPPER টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা থেকে রাঙ্গামাটি AC (Business) টিকিট মূল্য ১৭০০ টাকা
- ঢাকা থেকে খাগড়াছড়ি AC (Business) টিকিট মূল্য ১৬০০ টাকা
- ঢাকা থেকে কক্সবাজার Economy টিকিট মূল্য ১৫০০ টাকা, AC (Business) টিকিট মূল্য ২০০০ টাকা, DD-UPPER টিকিট মূল্য ২২০০ টাকা এবং SLEEPER টিকিট মূল্য ২৫০০টাকা
- যশোর থেকে ঢাকা Economy টিকিট মূল্য ৯০০ টাকা
আরো পড়ুনঃ দেশ ট্রাভেলস ভাড়ার তালিকা ও অনলাইন টিকিট সম্পর্কে জানুন
বর্তমান সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতে ও গ্রীনলাইন পরিবহনের বাসগুলো প্রবেশ করে। যাত্রীদের সুবিধার্থে গ্রীনলাইন পরিবহন কোম্পানি এই সুবিধা দিয়েছে। আবার ঢাকা থেকেও ভারতের কলকাতায় গ্রীনলাইন পরিবহন বাস গুলো প্রবেশ করে। চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে কলকাতায় যাওয়ার ভাড়া কত বা টিকিট মূল্য কত?
- ঢাকা থেকে কলকাতা Non AC টিকিট মূল্য ১৪০০ টাকা এবং AC (Business) টিকিট মূল্য ২০০০ টাকা।
গ্রীনলাইন পরিবহনঃ
গ্রীনলাইন পরিবহন বাংলাদের সর্বোচ্চ ভালো পরিবহন গুলোর মধ্যে একটি । এটি বাংলাদেশে প্রথম পরিবহন যা ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-বেনাপোল এসি স্লিপার কোচ সার্ভিস দিচ্ছে।আবার গ্রীনলাইন পরিবহন বাংলাদেশে প্রথম বারের মতো দূরপাল্লার রুটে জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের ডাবল ডেকার’ বাস সার্ভিস চালু করেছে।গ্রীনলাইন পরিবহনের যাত্রী পরিসেবা অনেক ভালো মানের। এ পরিবহনের মধ্যে সুপার ভাইজার থাকে যারা প্রতিনিয়ত যাত্রীদের পরিসেবা করে থাকে।
গ্রীনলাইন পরিবহনের মোবাইল নাম্বারঃ
পাঠক বন্ধু, আপনি যদি গ্রীনলাইন পরিবহন মোবাইল নাম্বার জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। এই পর্বের মাধ্যমে আপনি জানতে পারবেন গ্রীনলাইন পরিবহন সকল কাউন্টার মোবাইল নাম্বার। অনেক সময় ব্যস্ততার কারণে টিকিট কাউন্টারে যেতে না পারার কারণে মোবাইল ফোনের মাধ্যমে বা কাউন্টারে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করে থাকে। তাই আমাদের উচিত কাঙ্খিত টিকিট কাউন্টারের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখা। চলুন, আমাদের আজকের আর্টিকেল গ্রীনলাইন পরিবহন ভাড়া তালিকা ও গ্রীনলাইন পরিবহন অনলাইন টিকিট এই পর্বের মাধ্যমে জেনে নেওয়া যাক গ্রীনলাইন পরিবহনর মোবাইল নাম্বার।
ঢাকা জোনঃ
- নর্দা 01730-060098
- বাড্ডা 01970-060074
- গোলাপ বাগ 0447-866001
- রাজারবাগ 02-9342580 02-9339623
- আরামবাগ 02-71923 01730-060009
- ফকিরাপুল 02-719190 01730-060013
- কালা ব্যাগান 02-9133145 01730-060006
- কল্যাণপুর খালেক পাম্প 02-8032957 01730-060080
- কল্যাণপুর সোহরাব 01730-060081
- উত্তরা আজমপুর 01970-060075
- উত্তরা আবদুল্লাহপুর 01970-060076
যশোর জোনঃ
- যশোর গাড়িখানা: 01730060038
- যশোর নিউ মার্কেট: 01730060039
- বেনাপোল বর্ডার: 01730060040
- বেনাপোল বাজার: 01730060035
খুলনা জোনঃ
- খুলনা সদর 01730060037 041813888
চট্রগ্রাম জোনঃ
- দামপাড়া নতুন 01970-060085 01762620935
- দামপাড়া পুরাতন 031-630551 01730-060085
- এ কে খান 01730-060021 01970-060021 031-751161
- স্টেশন রোড 031-631288
কক্সবাজার জোনঃ
- কোলাতলী 0341-63747 01970-060070
- টার্মিনাল 01730-060074
- ঝাউতলা 01762-620937
- সেন্ট মার্টিন 01730-060047
- জোতলা 0341-62533, 01730-060070
সিলেট জোনঃ
- কদমতলী 01970-060036
- মাজার গেট 01970-060034
- সুভানিঘাত 01730-06003, 8821-72016
গ্রীনলাইন পরিবহন রোডম্যাপঃ
গ্রীনলাইন পরিবহন বাংলাদের সর্বোচ্চ ভালো পরিবহন গুলোর মধ্যে একটি । আমরা অনেকে এই বাসে যাতায়াত করে থাকি কিন্তু রোডম্যাপ সম্পর্কে জানিনা। ঢাকা থেকে শুরু করে খুলনা,সিলেট, বেনাপোল, চট্রগ্রাম ও কক্সবাজার সহ দেশের আরও বিভিন্ন রোডে গ্রীন লাইন পরিবহন যাতায়াত করে। নিচের অংশে গ্রীন লাইন পরিবহন রোডম্যাপ টি আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করেছি।
আরো পড়ুনঃ হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
- ঢাকা- চট্টগ্রাম – ঢাকা
- চট্টগ্রাম – সিলেট – চট্টগ্রাম।
- চট্টগ্রাম – বেনাপোল – চট্টগ্রাম।
- ঢাকা- কক্সবাজার – ঢাকা
- ঢাকা- টেকনাফ – ঢাকা।
- ঢাকা – সিলেট – ঢাকা
- ঢাকা- খুলনা – ঢাকা।
- ঢাকা– বেনাপোল – ঢাকা
গ্রীনলাইন পরিবহন টিকিট কিভাবে কাটবোঃ
বন্ধুরা আপনি যদি টিকেট সংগ্রহ কিভাবে করবেন জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেল গ্রীনলাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট। এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই গ্রীন লাইন পরিবহনের টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্রীন লাইন পরিবহনের টিকিট কিভাবে কাটবো সেই প্রক্রিয়াগুলো।
আরো পড়ুনঃ বনলতা এক্সপ্রেস ট্রেনের নতুন ভাড়ার তালিকা-সময়সূচী ও অনলাইন টিকিট কাটার নিয়ম
গ্রীন লাইন পরিবহনের টিকিট সংগ্রহ করার জন্য গ্রাহক টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমান সময়ে টিকিট কাউন্টারে গিয়ে কেউ টিকিট সংগ্রহ করতে চায় না। অনেক সময় ব্যস্ততার কারণে টিকিট কাউন্টারে যাওয়া সম্ভব হয়ে উঠেনা। তাই আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনি চাইলে সেই সকল ওয়েবসাইটগুলো একাউন্ট খুলে খুব সহজেই ঘরে বসে যে কোন স্থানে যাবার জন্য গ্রীন লাইন পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার জন্য ওয়েবসাইট গুলো হলোঃ
- shohoz.com
- bdticket.com
- Busbd.com
- Paribahan.com
অনলাইনে টিকিট কাটার নিয়মঃ
আমরা অনেকেই অনলাইনে টিকিট কাটতে ভালোবাসি। কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে ভালো লাগে না বা একটু ঝামেলার মনে হয়ে থাকে। আবার অনেক সময় অফিসে বা কোন কর্মব্যস্ততার কারণে টিকিট কাউন্টারে যাওয়া সম্ভব হয় না। তাই এখন সবাই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে থাকে। আপনি যদি গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য।
আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট এই পর্বের মাধ্যমে আপনি খুব সহজেই গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম জানতে পারবেন। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট এই মুহূর্তে পর্বটিতে চলুন জেনে নেওয়া যাক, কিভাবে গ্রীন লাইন পরিবহনের অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যায়।
আরো পড়ুনঃ একতা ট্রান্সপোর্ট ভাড়া - অনলাইন টিকিট কাটার নিয়ম সমূহ
বাংলাদেশ এখন চারটি ওয়েব সাইটের মাধ্যমে আপনি গ্রীন লাইন পরিবহনের টিকিট ক্রয় করতে পারবেন। আপনি যদি অনলাইনে মাধ্যমে গ্রীন লাইন পরিবহনের টিকিট কাটতে চান তবে আপনাকে অবশ্যই সহজ ডট কম (shohoz.com), বাস বিডি ডট কম (Bhttp://shohoz.com/usbd.com), পরিবহন ডট কম (Paribahan.com), বিডি টিকেট ডট কম (bdticket.com) এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো দিয়ে খুব সহজেই অনলাইনে টিকিট কাটতে পারবেন।
প্রথমত গ্রীন লাইন পরিবহনের অনলাইনে টিকিট কাটতে হলে ,এই ওয়েবসাইটগুলোতে আপনার একটি নিজস্ব একাউন্ট খুলতে হবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশন গুলো দিলেই আপনি খুব সহজে টিকিট কাটতে পারবেন। আপনি যদি দেশের বাহিরে অর্থাৎ ভারতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে চান। তবে আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। কেননা নিরাপত্তার জন্য আপনার পাসপোর্ট ভিসা সম্পর্কিত সকল তথ্য গ্রীন লাইন পরিবহনের বাস কাউন্টার কর্তৃপক্ষের কাছে প্রদান করতে হবে।
গ্রীনলাইন পরিবহন ঢাকাঃ
বর্তমানে গ্রীনলাইন পরিবহনের বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের অন্যতম পরিবহন গুলোর মধ্যেও গ্রীন লাইন পরিবহনের একটি। গ্রীন লাইন পরিবহনের যাত্রীদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। এটি খুব আরামদায়ক এবং এসি নন এসি বাস সার্ভিস চালু রয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় গ্রীন লাইন পরিবহনের কাউন্টার রয়েছে। গ্রীন লাইন পরিবহনের হেড অফিস ঢাকায় অবস্থিত। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য হেড অফিসের ঠিকানা হলো-
বাংলাদেশের অবস্থানরত ১২ দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড, ঢাকা, কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন। গ্রীন লাইন পরিবহনের ঢাকায় বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্রীন লাইন পরিবহনের ঢাকায় সব থেকে বড় সুবিধা হল গ্রীন লাইন পরিবহনের আপনি ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে ঢাকা থেকে আপনি গ্রীন লাইন পরিবহনের ভারতের কলকাতা এবং শিলিগুড়িতেও ভ্রমণ করতে পারবেন।
গ্রীনলাইন পরিবহন চট্টগ্রামঃ
পাঠক, আপনি যদি গ্রীনলাইন পরিবহনের চট্টগ্রাম ভ্রমণ করতে চান তাহলে আপনি খুব সহজে গ্রীন লাইন পরিবহনের টিকিট অনলাইনে মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আপনার গন্তব্যে যাওয়ার জন্য কারণ গ্রীন লাইন পরিবহনের বাংলাদেশের প্রায় প্রত্যকটি জেলাতে পরিষেবা দিয়ে আসছে।
আরো পড়ুনঃ গ্রামীন ট্রাভেলসের কাউন্টার নাম্বার-অনলাইন টিকিট কাটার নিয়ম
আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট। এই পর্বে আপনি সহজ ডটকম এর মাধ্যমে অথবা অনলাইনে টিকিট কাটার জন্য অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে সেগুলতে আপনার অ্যাকাউন্ট খুলে চট্টগ্রাম যাওয়ার জন্য খুব সহজে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
গ্রীনলাইন পরিবহন সিলেটঃ
বর্তমানে গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বাস পরিচালনা করে থাকে। বাংলাদেশের অন্যতম পরিবহন গুলোর মধ্যেও গ্রীন লাইন পরিবহন একটি। গ্রীন লাইন পরিবহনের যাত্রীদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। এটি খুব আরামদায়ক এবং এসি নন এসি বাস সার্ভিস চালু রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় গ্রীন লাইন পরিবহনের কাউন্টার রয়েছে। সিলেটে গ্রীন লাইন পরিবহনের কাউন্টার রয়েছে। আমাদের আজকের আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়া তালিকা ও গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য হেড অফিসের ঠিকানা হলোঃ
বাংলাদেশের অবস্থানরত,সিলেট সদরে গ্রীন লাইন পরিবহনের টিকিট কাউন্টার রয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্রীন লাইন পরিবহনের সিলেট সব থেকে বড় সুবিধা হল গ্রীন লাইন পরিবহনের আপনি সিলেট থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে সিলেট আপনি গ্রীন লাইন পরিবহনের ভারতের কলকাতা ভ্রমণ করতে পারবেন।
গ্রীনলাইন পরিবহনের ভাড়ার তালিকা-শেষ কথাঃ
প্রিয় পাঠক, যারা আমাদের আজকের এই আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের ভাড়ার তালিকা গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট পড়ছেন। তারা এ সকল প্রশ্ন গ্রীন লাইন পরিবহনের ভাড়ার তালিকা গ্রীন লাইন পরিবহনের মোবাইল নাম্বার, গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট, গ্রীন লাইন পরিবহনের টিকিট কিভাবে কাটবো, গ্রীন লাইন পরিবহনের ঢাকা, গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট চট্টগ্রাম,এবং গ্রীন লাইন পরিবহনের অনলাইন টিকিট সিলেট ।তাদের সকল প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আজকের এই আর্টিকেল গ্রীন লাইন পরিবহনের বিস্তারিত তথ্য আলোচনা করেছি ।আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন।এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url