পাচঁ কালেমা সমুহ
আজকের পোস্টে পাচঁ কালেমা সমুহ বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।তাই পাচঁ কালেমা সমুহ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচের তথ্য গুলো আপনার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।তাহলে চলুন দেরি না করে দেখে নেই, পাচঁ কালেমা সমুহ সম্পর্কে বিস্তারিত তথ্য।
কালেমা আমাদের দোয়া ও নামাজের জন্য অন্যতম অংশ।কালেমা ছাড়া দোয়া ও নামাজের হয় না । একজন মানুষকে মসলমান হতে হলে কালেমা পড়ে মসলমান হতে হয়। কালেমা পাঠ করা ছাড়া কেউ মসলমান হতে পারে না। তাই মুসলিম হিসাবে কালেমা গুরুত্ব অনেক বেশি।তাই আমাদের বেশি বেশি কালেমা পাঠ করতে হবে।
পাচঁ কালেমা সমুহ
কালেমা তাইয়্যেবাহ
লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।
বাংলা অর্থঃ আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল।
কালেমা শাহাদাত
আশ্হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু-লা-শারীকালাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাংলা অর্থঃ আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক,অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ (সাঃ) তাঁহার বান্দা ও প্রেরিত রাসুল।
আরো পড়ুনঃ নামাজের বিভিন্ন অংশের দোয়া
কালেমা তামজীদ
লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।
বাংলা অর্থঃ হে আল্লাহ্! তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর । মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়-গম্বরগণের ইমাম এবং শেষ নবী।
কালেমা তাওহীদ
লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাসূলু-রাবি্বল আলামীন।
বাংলা অর্থঃ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই। তিনি এক তাঁহার অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্ব পালকের প্রেরিত।
কালেমা রদ্দে কুফর
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আলামু বিহি ওয়া আসতাগ ফিরুকা লিমা আলামু বিহি ওয়ামা লা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ্শির্কি ওয়াল মা আছি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আক্বলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ।
আরো পড়ুনঃ আল্লাহ ৯৯ নামের অর্থ ও ফজিলত
বাংলা অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট আশা করছি, যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি। আমার জানা-অজানা গুনাহ হতে ক্ষমা চহিতেছি এবং ইহা হতে তওবা করিতেছি । কুফর, শিরক এবং অন্যান্য সমস্ত গুনাহ হতে বিদুরীত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নাই, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তাঁহার রাসুল।
পাচঁ কালেমা সমুহ-শেষ কথা
উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল পাচঁ কালেমা সমুহ সে সম্বন্ধে। সাথে আরো আলোচনা করেছি পাচঁ কালেমা বাংলা অর্থ সম্বন্ধে বিভিন্ন তথ্য সম্বন্ধে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনার কাছে অনেক ভালো লেগেছে।
আজকের আর্টিকেলটি পড়ে আপনার কোন কোন বিষয় গুলি ভালো লেগেছে এবং আপনি কত টুকু উপকৃত হয়েছেন তা আপনার নিকটস্থ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতি দিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url