রমজান মাসের প্রথম রোজা ও রমজান মাসের সমসুচি ২০২৪
আমরা অনেকেই মুসলিম হিসেবে জানিনা ২০২৪ সালের রমজান কত তারিখে? তাই আপনাদের জন্য এ আর্টিকেলে ২০২৪ সালের প্রথম রমজান ও রমজান মাসের সমসূচি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।আসা করি আজকের আর্টিকেলটি পরে আপনারা ২০২৪ সালের প্রথম রমজান ও রমজান মাসের সমসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আমরা জানি সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমযান মাস। এ মাস হলো রহমতের মাস, এ মাস মাগফিরাতের ও জাহান্নাম থেকে মুক্তির পাবার মাস। এ মাস বিশ্ব মানবতার মুক্তির দিশারী পবিত্র কুরআন অবতীর্ণের মাস। এ মাস তাক্বওয়া অর্জনের মাস। রমজান মাস মুসলিম জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
রমজান মাসের প্রথম রোজা
রমজান মাস মুসলিম বেক্তির কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ মাস এ মাসে আল্লাহতালা কুরানমাজিদ নাযিল করেন। আরবি মাসের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান ও বরকতময় সিয়াম সাধনার মাস মাহে রমজানের এ মাসে আল্লাহতালা বান্দার দোয়া কুবল করেন ।
২০২৪ সালের রমজান মাস শুরু হবে ১১ই মার্চ সাবান মাসের ২৯দিন পূর্ণ হয়ে ১২ই মার্চ ২০২৪ সালে, ১৪৪৫ হিজরি থেকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এক্ষেত্রে ১১ই মার্চ দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানগণ সেহরি খেয়ে রোজা পালন শুরু করেন।
আবার মধ্য প্রাচ্যের এই দেশের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এমাইরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (EAS) জানিয়েছে, আগামী বছর ১১ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস ।
রমজান মাসের ইতিহাস
মুসলমানদের ধারণা অনুযায়ী যে সমস্ত ধর্মগ্রন্থ রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। রমজানের শেষ ১০ দিনের যে পাঁচটি বিজোড় সংখ্যা যুক্ত রাত আছে, তার মধ্যে একটি রাত হল শবে কদর।আর শবে কদরের রাত হাজার রাতের চেয়ে সেরা এ রাতে আল্লাহতালার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কুবল করেন।
রহমত, বরকত আর মাগফিরাতের সওকাত নিয়ে আবার ফিরে ফিরে আসে পবিত্র মাহে রমজান। মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা গুলি খুলে দেন। এটি অতিশয় গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাসের রোজা আল্লাহ তা’আলা তাদের উপরে ফরজ করেছেন।এই মাসে আকাশের দরজার গুলি উন্মুক্ত করে দেওয়া হয়। আর জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে বড় বড় শয়তান গুলোকে আটক করে রাখা হয়।
রোজার ফজিলত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন- এই সেই রমজান মাস যে মাসে নাজিল হয়েছে আল-কোরআন।মানুষের জন্য আল-কোরআন আলোর পথ এবং স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী।রমজান মাসের সিয়াম পালন জান্নাত লাভের একটি মাধ্যম।
রমজান মাসের আগমন হলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় ও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। রমজানভ মাসে রহমতের সকল দরজা খুলে দেয়া হয়। রমজান মাসে আসমানের দরজ সমূহ উম্মুক্ত করা হয়। রমজান মাসের আগমন হলে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের সব দরজা খুলে দেয়া হয় ও জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন - শয়তানদেরকে শিকলে বন্দি করা হয়। অন্য বর্ণনায় বলা হয়েছে- শয়তানদেরকে শিকল আবদ্ধ করা হয়।
রোজার ফরজ সমূহ
ইসলামের পাঁচটি ফরজ রয়েছে। তাদের মধ্যে রোজা বা সিয়াম হল তৃতীয় ফরয। রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। যা প্রত্যেক মুসলমানকে পালন করতে হয়। মূলত হিজরি সনের অনুসারে রমজান বা রোজা পালন করা হয়।রোজার নিয়ত করা, পানাহার থেকে বিরত থাকা সুবহে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম বা রোজা পূর্ণ করা।
রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদাত
রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদাত হলো রোজা রাখা,নামাজ পরা,কুরান শরীফ পাঠ করা,বেশি বেশি তাসবি পাঠ করা ও নফল নামাজ পড়া আল্লাহতালা ৮ টি জান্নাতের মধ্যে “রাইয়ান”নামক একটি বিশেষ জান্নাত রয়েছে, শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্যই সেই জান্নাতটি তৈরি করা হয়েছে।এতে অন্য কারো প্রবেশের অধিকার থাকবে না।এছাড়া রমজান মাসের প্রতিটি আমলের সওয়াব বৃদ্ধি করা হয়। প্রতিটি নফলকে একটি ফরজ ও প্রতিটি ফরজকে ৭০ টি ফরজের সমতুল্য করে প্রদান করা হয়।
সারা বছর ধরে রমজান মাসের জন্য সেই জান্নাতটি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়।রমজান মাসে মৃত্যুবরণ করলেও সেই ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি জান্নাত বাসি হয় ও কবরের আজাব মাফ করে দেওয়া হয় বলে ধারণা করা হয়। আর তাই এত সব কিছু দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে, রমজান মাস ইসলাম অনুসারে সব চেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য মাসের তুলনায়। রমজান মাস পাওয়া খুবই মুসলমান বেক্তির জন্য।ভাগ্যের বিষয় ।
রমজান মাসের সময়সূচি ২০২৪ -
রহমতের ১০ দিন
রমজান |
|
|
|
|
|
|
|
|
|
৫ঃ০৫ |
|
|
|
|
|
|
|
|
|
|
৪ঃ৪৮ |
|
|
|
|
|
৪ঃ৪৭ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
মাগফিরাতের ১০ দিন
|
|
|
সেহেরী শেষ সময় |
ফজর শুরু |
ইফতারের সময় |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
২৫ মার্চ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
নাজাতের ১০ দিন
|
|
|
|
ফজর শুরু |
ইফতারের সময় |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শেষ কথা
উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল রমজান মাসের প্রথম রোজা ও রমজান মাসের সমসুচি ২০২৪সে সম্বন্ধে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি রমজান মাসের প্রথম রোজা ও রমজান মাসের সমসুচি ২০২৪সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন ও অনেক উপকৃত হয়েছেন এবং আপনার অনেক ভালো লেগেছে।মুলত আরবি মাস গুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই সঠিক ভাবে কেউ বলতে পারে না কোন দিন শুরু হবে দুই একদিন আগে যা হতে পারে।
very good