ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আপনারা অনেক সময় ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।যদি ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে এ আর্টিকেলটি পড়ুন। আশাকরি ইন্ডিয়ান ভিসা করার আগে পড়লে উপকৃত হবেন।

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা অনেক জনপ্রিয়।কেননা প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে থাকেন।ইন্ডিয়ান ভিসা ৭ থেকে ১ মাস এর মধ্যে পাওয়া যায় কিন্তু অনেক সময় ডকুমেন্ট এ ভুল তথ্য থাকলে ভিসা রিজেক্ট হতে পারে।  

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয়  ডকুমেন্ট

অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, ইন্ডিয়ান ভিসার জন্য যে  ডকুমেন্ট আপনার কাছে থাকা লাগবে বা আপনাকে আবেদনপত্র জমা করতে হবে তা নিচে দেওয়া হল-

পাসপোর্ট

  • সর্ব প্রথম আপনার কাছে মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে। 
  • পাসপোর্ট সহ ভারতীয় ভিসার আবেদন করার জন্য পাসপোর্ট তারিখের আগে থেকে মাস মেয়াদ থাকতে হবে।
  • পাসপোর্টে দুইটি সাদা পাতা থাকতে হবে।
  • পাসপোর্টের পাতার পেছনের দ্বিতীয় পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর জন্য ডলার এনডোর্সমেন্ট যদি থাকে ভিসার আবেদনের সাথে যুক্ত করতে হবে।
  • ভারতীয় ভিসার আবেদন পত্রের সাথে যদি পুরোনো পাসপোর্ট থাকে জমা দিতে হবে।

 সদ্য তোলা ছবি

সদ্য তোলা ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। ছবির মাপ যেন x (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে

আবাসস্থলের কাগজ পত্র

আবাসস্থলের কাগজ পএের সাথে বর্তমান জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল,বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের কপি দিতে হবে।

পেশার কাগজ পত্র

চাকুরী জীবীর কাছ থেকে পেশার কাগজ পএের সনদ নিতে হবে। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। বিজনেস এর ক্ষেএে ট্রেড লাইস্নিস এর সনদপত্র সংযুক্ত করতে হবে।

আর্থিক সচ্ছলতার কাগজ পত্র

এপ্লিকেশন ফরম দেয়া নির্ধারিত স্থানে আবেদনকারী অনলাইন তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ভিসা আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান মূল পাসপোর্টের জন্মতারিখ এবং জন্মস্থান এর সাথে পুরোনো পাসপোর্টের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদের মিল থাকতে হবে।

আরো পড়ুনঃ সৌদি ভিসা অনলাইনে আবেদনর নিয়ামবলি 

ভিসার আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে। সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। বাংলাদেশী নাগরিক এর পাসপোর্ট ক্ষেত্রে সব ধরণের ভারতীয় ভিসা, অ্যাপায়েন্টম এর তারিখ সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়।

ভিসার জন্য প্রস্তুতি

বাংলাদেশীদের জন্য বাংলাদেশ ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় মোট ১৬ টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা কুষ্টিয়া অবস্থিত।

সব ধরণের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়।

  • চট্টগ্রাম বিভাগ এর জন্য - আইভ্যাক চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা তে ভিসার জন্য আবেদন করতে পারবে
  • রাজশাহী বিভাগ এর জন্য - আইভ্যাক রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া কুষ্টিয়া জেলার মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবে
  • সিলেট বিভাগ এর জন্য - আইভ্যাক সিলেট ময়মনসিংহ জেলার মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবে
  • খুলনা বিভাগ এর জন্য - আইভ্যাক খুলনা জেলার মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবে।
  • ঢাকা বিভাগ এর জন্য - আইভ্যাক ঢাকা যমুনা ফিউচার পার্ক  সব জেলার মানুষ ভিসার জন্য আবেদন করতে পারবে।

ভিসা ফি

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসার আবেদন করতে ভিসা ফি ৮০০ টাকা ও সাথে আরও কিছু ভ্যাট। বিদেশীভ সকল নাগরিককে ভিসার ফি প্রদান করতে হবে। যদি তারা ভিসার ফি ভারত সরকারের আদেশের অধীনে থেকে রেয়াত পায়।

ভারতীয় ভিসার জন্য বাংলাদেশের পাসফোর্ট ধারী ব্যক্তি আবেদন করতে পারবে। ভিসার জন্য যেকোন আইভ্যাকে আবেদনকারী যেকোন নিন্মলিখিত হারে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) প্রদান করতে হবে। ভিসা প্রসেসিং ফি অফেরতযোগ্য।

গ্রাটিস এর ফ্রি ভিসা

বাংলাদেশ,মরিশাস, দক্ষিণ আফ্রিকা,আর্জেন্টিনা,জ্যামাইকা,আফগানিস্তান,মালদ্বীপ,ডিপিআর কোরিয়া, এবং উরুগুয়ের নাগরিকদের উপর ফ্রি ভিসা জারি করা হবে। সীমাবদ্ধ সুরক্ষিত এলাকার পারমিটের জন্য (পিএপি আরএপি) এই দেশগুলোর নাগরিকদের কাছ থেকে কোন ফি ধার্য্য করা হবে না। ১লা জানুয়ারী, ২০১৫ থেকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সংশোধিত ভিসা প্রসেসিং ফি প্রযোজ্য হয়েছে।

সংশোধিত ফি নিচে দেয়া হল

ইন্ডিয়ান ভিসা ফি ৫ আগস্ট ২০১৮ থেকে ৮০০ টাকা নির্ধারিত হয়। এই প্রথম ভিসা ফি ১৮ ডিসেম্বর ২০১৪ থেকে পরিবর্তন হল। গত চার বছর ধরে মুদ্রাস্ফীতি এবং বর্ধিত ব্যয়ভার বহনে এই ফি পরিবর্তন হয়েছে । সুবিধার ফি স্থানীয় পেমেন্ট পরিষেবা প্রদানকারী দ্বারা চার্জ করা হয় - ২৪ টাকা।

নিরাপত্তা নিয়মাবলী

ইন্ডিয়ান ভিসা কেন্দ্রে এই সব বস্তুসমূহ নিয়ে প্রবেশ করা যাবে না তা নিচে উল্লেখ করা হলো-

  • ব্যাটারি চালিত বা বৈদ্যুতিক গ্যাজেট জাতীয় উপাদান নিয়ে যাওয়া যাবে না।যেমন, মোবাইল ফোন, ওয়াকী-টকী ক্যামেরা, অডিও/ ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ, অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার।
  • সকল ধরণের শক্ত ব্যাগ জাতীয় উপাদান নেওয়া যাবে না।যেমন, ট্রাভেল ব্যাগ, ব্যাক প্যাক, ব্রিফকেইস, স্যুটকেইস, চামড়া/ পাট/ কাপড়ের ব্যাগ এবং জিপ ফোল্ডার।শুধুমাত্র একটি প্লাস্টিক ব্যাগে আবেদন সংক্রান্ত কাগজ পত্র বহনের অনুমতি দেয়া হবে।

আরো পড়ুনঃ ট্রেন ভ্রমণ বাংলাদেশ থেকে ভারত

  • আবার সিলকৃত খাম বা প্যাকেজ এ যে কোন ধরনের জ্বালানী উপাদান নেওয়া যাবে না।যেমন,দিয়াশলাই বক্স,লাইটার, সিগারেট,ছুরি,কাঁচি বা নেইল কাটা বা অস্ত্র ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না।
  • ভিসা আবেদন কারীর সাথে আলাদা কোন আগ্রহী ব্যক্তি নেওয়া যাবে না।তবে ভিসা আবেদন কেন্দ্রে শ্রবণ-প্রতিবন্ধীর সাথে দো-ভাষীরা প্রবেশ করার অনূমতি পাবে। শারীরিক প্রতিবন্ধীদের সাথে অনুষঙ্গী হিসাবে আমাদের কর্মীরা সকল সহযোগীতা করবে

ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট-শেষ কথা

উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সে সম্বন্ধে। ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে উপরোক্ত নিষিদ্ধ উপাদান সমূহ জমা রাখার জন্য কোন সুবিধা নেই।ভারতীয় ভিসা কেন্দ্রে প্রবেশের আগেই আবেদনকারীদের উপাদান গুলোর বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং আপনার অনেক ভালো লেগেছে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • sifat
    sifat 26 February 2024 at 09:06

    Very Good

    • SIRAJUL ISLAM
      SIRAJUL ISLAM 26 February 2024 at 11:03

      thank you

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url