নামাজের বিভিন্ন অংশের দোয়া
আপনারা অনেক সময় নামাজের বিভিন্ন অংশের দোয়া সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন।যদি নামাজের বিভিন্ন অংশের দোয়া সম্পর্কে জানতে চান তাহলে এ আর্টিকেলটি পড়ুন।আশাকরি আর্টিকেলটি পড়লে নামাজের বিভিন্ন অংশের দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
দোয়া ছাড়া কোন নামাজ কবুল হয় না । নামাজ পড়তে হলে নামাজের দোয়া গুলো সঠিক ভাবে পড়তে হবে। যদি দোয়া ভুল হয় তাহলে নামাজ ভুল হয় আর নামাজ ভুল হলে আল্লাহর কাছে নেককার মুমিন হওয়া ষায় না। আল্লাহ আমাদেের উপর নামাজ ফরজ করেছেন। নামাজ আমাদের সঠিক ভাবে আদায় করতে হবে।
নামাজের বিভিন্ন অংশের দোয়া
নামাজ পরার জন্য নামাজের বিভিন্ন অংশের দোয়া পাঠ করতে হয় । এ সব দোয়া ছাড়া নামাজ কখনও কুবুল হয় না।তাই দোয়া গুলো সঠিক ভাবে জানা প্রয়োজন।নিচে নামাজের নামাজের বিভিন্ন অংশের দোয়ার সঠিক ভাবে বিবরন দেওয়া হলো-
জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া
বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামা-ওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন ।
বাংলা অর্থ
নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নহি ।
তাকবীরে-তাহরীমা
আল্লাহু আকবর।
বাংলা অর্থ
আল্লাহ তাআ'লা সর্বশ্রেষ্ঠ।
সানাঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
দো'আ ইস্তেফ্তাহ (সানা)পাঠ করা সুন্নাত। দো'আ ইস্তেফ্তাহ নিম্নরূপঃ
আল্লাহুম্মা বা‘ইদ বাইনী ও বাইনা খাতায়াইয়া কামা বা‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনী মিন খাতায়াইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ্দানাসি, আল্লাহুম্মাগসিলনী মিন খাতায়াইয়া বিল মা-য়ি ওয়াস সালজি ওয়াল বারাদি।
বাংলা অর্থ
হে আল্লাহ!আমার এবং আমার গুনাহ্ খাতার মাঝে এমন দূরত্ব সৃষ্টি কর যেরূপ পশ্চিম ও পূর্বের দূরত্ব সৃষ্টি করেছ। হে আল্লাহ!আমাকে আমার গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ!আমার পাপসমূহকে পানি,বরফ ও শিশিরের মাধ্যমে ধৌত করে দাও। (বুখারী-মুসলিম)
অথবা , অন্য এক হাদীসে আবু হোরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে-যদি কেউ চায় তাহলে পূর্বের দো'আর পরিবর্তে নিম্নের দো'আটি ও পাঠ করতে পারে। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম থেকে তা পাঠ করার প্রমাণ রয়েছে-
সোবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্মুকা, ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।
বাংলা অর্থ
হে আল্লাহ্!আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময় ,তোমার নাম বরকতময়,তোমার মর্যাদা অতি উচ্চে,আর তুমি ব্যতীত সত্যিকার কোন মা'বূদ নেই।
আরো পড়ুনঃ ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানুন
আঊজুবিল্লাহ
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বাংলা অর্থ
আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
বিসমিল্লাহঃ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ।
বাংলা অর্থ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
রুকুর-তাসবীহ
সূরা ক্বিরাতের পর আল্লাহু-আকবার বলে রুকুতে যাবে এবং নিম্নোক্ত রুকুর দোয়াটি পাঠ করবেঃ
সুবহানা রাব্বিয়াল আযিম।
বাংলা অর্থ
আমি আমার মহান প্রতি পালকের পবিত্রতা বর্ণনা করিতেছি।
দো'আটি তিনবার বা তার অধিক -পাঁচবার বা সাতবার পড়া ভাল।
রুকু হতে উঠার তাহারীম
সামি আল্লাহু লিমান হামিদাহ।
বাংলা অর্থ
যে আল্লাহর প্রশংসা করিয়াছে,আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন।
রুকু হতে দাড়িয়ে পড়ার তাহমীদ
রাব্বানা লাকাল্ হামদ্।
বাংলা অর্থ
সকল প্রশংসা আল্লাহ’র জন্য।
সেজদার -তাসবীহ
আল্লাহু-আকবার বলে সিজদায় যাবে। এবং নিচের এই দোয়াটি তিন বার বা তার অধিক (পাঁচবার বা সাত বার)পাঠ করবে।
সুবহানা রাব্বিয়াল আ‘লা।
বাংলা অর্থ
আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি।
আল্লাহু-আকবার বলে সিজদা থেকে সোজা হয়ে বসবে এবং দুই সিজদার মাঝ খানে এই নিচের দোয়াটি পড়বেঃ
আল্লাহু-ম্মাগ ফিরলী,ওয়ার হামনি,ওয়াহদিনী,ওয়ারযোকনী,ওয়া 'আ-ফিনী,ওয়াজবুরনী।
বাংলা অর্থ
হে আল্লাহ্!আমাকে ক্ষমা কর,আমাকে রহম কর,আমাকে হেদায়াত দান কর,আমাকে রিযিক দান কর,আমাকে সুস্থ্যতা দান কর এবং আমার ক্ষয়ক্ষতি পূরণ কর।
অথবা
রব্বি-গ্ফিরলী,রব্বি-গ্ফিরলী,রব্বি-গ্ফিরলী।
বাংলা অর্থ
হে আল্লাহ্!আমাকে ক্ষমা কর,হে আল্লাহ্!আমাকে ক্ষমা কর,হে আল্লাহ্!আমাকে ক্ষমা কর। অতঃপর পুনরায় আল্লাহু-আকবার বলে দ্বিতীয় সিজদা দিবে এবং প্রথম সিজদার অনুরূপ পড়বে।
আত্তাহিয়্যাতু
আত্তাহিয়্যাতু লিল্লা-হি, ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ'লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ'লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ।
বাংলা অর্থ
সমস্ত মৌখিক ইবাদাত,সমস্ত শারীরিক ইবাদাত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তা‘আলার জন্য। হে নবী! আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাযিল হউক। আমাদের প্রতি ও আল্লাহ তা‘আলার নেক বান্দাদের প্রতি তাঁহার শান্তি বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিতেছি যে,আল্লাহ তা‘আলা ব্যতীত আর কোন মা‘বুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার বান্দা ও রাসূল।
দরূদ শরীফ
আল্লাহুম্মা সল্লেআ‘লা মুহাম্মাদিও ও‘য়ালা আলি মুহাম্মদ কামা সল্লেইতা‘আলা ইবরাহিমা ওয়া‘লা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিকআ‘লা মুহাম্মাদিও ও‘য়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা‘আলা ইবরাহিমা ওয়া‘লা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্মাজিদ।
বাংলা অর্থ
হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর মুহাম্মদ(সা.)-এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি, যেমন রহমত বর্ষণ করিয়াছ ইবরাহীম(আ.)-এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সন্মানিত। হে আল্লাহ! তুমি বরকত নাযিল কর মুহাম্মদ(সা.)-এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি, যেমন বরকত নাযিল করিয়াছ ইবরাহীম(আ.)-এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সন্মানিত।
আরো পড়ুনঃ আফরোজা নামের বিখ্যাত ব্যক্তি
দোয়ায়ে মাসূরাহ
আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুল মান কাসিরাও,ওয়ালা ইয়াগ ফিরুজ্জনুবাকা,ইল্লা আন্তা ফাগফিরালি মাগফিরাতাম্মিন ইন্দিকা ওয়ারহামনি,ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।
বাংলা অর্থ
হে আল্লাহ,আমি আমার আত্মার উপর ক্ষতি সাধন করেছি,মাফ করার সাধ্য কারোর নাই (তুমি ব্যতিত),তুমি আমাকে সম্পুর্নরুপে মাফ করে দাও ও দয়া করো,নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল ও দয়ালু)
অথবা ,নিচের দোয়াটি পাঠ করতে পারেন।
আল্লাহুমাগ ফিরলী ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিমান তাওয়াল্লাদা ওয়ালি জামীঈল,মু’মিনীনা ওয়াল মুমিনাত,ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত,ওয়াল আহ্ইয়ায়ি মিনহুম ওয়াল আমুয়াত,বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন ।
বাংলা অর্থ
হে পরম করুণাময় আল্লাহ তায়ালা!আমাকে,আমার পিতা মাতাকে,সন্তান-সন্ততিকে,সমস্ত মু’মিন পুরুষ ও নারীকে এবং জীবিত মৃত সমস্ত মুসলিম নর-নারীকে ক্ষমা কর ।
সালাম
প্রথমে সালাম ডান দিকে ফিরাবেন তারপর বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা-হ।
বাংলা অর্থ
আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত বর্ষিত হোক।
মোনাজাত
এক হাদীসে বর্নিত আছে, আল্লাহতায়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারিত আছেন যখন কোন ব্যাক্তি ৩ বার “ ইয়া আর হামার রাহেমিন ” ( হে সকল দয়াশীলদের চেয়ে বড় দয়াশীল) তখন উক্ত ফেরেশতা ঐ ব্যাক্তিকে বলেন, নিশ্চয়ই সবচেয়ে বড় দয়াশীল তোমার প্রতি মনযোগী আছেন, এখন তুমি যা ইচ্ছা তাই চাও (তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে)।
এরপর আল্লাহতায়ালার গুনবাচক নামগুলো বলা যেতে পারে এবং সেভাবে চাওয়া যেতে পারে আউজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহেলিন। (আমি আল্লাহতায়ালার নিকট মূর্খের ন্যায় দোয়া করা থেকে আশ্রয় প্রার্থনা করছি।)
কেননা অনেক সময় আমরা এমন কিছু চেয়ে ফেলি যা হয়ত আখের আমাদের জন্য ভাল নয়। রাব্বানা জালাম না আন ফুছানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা লা নাকুনান্না মিনাল খসিরিন। (হে আমাদের রব, আমরা আমদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের দল ভুক্ত হয়ে যাব।)
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাছ সামিয়্যুল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহীম। (হে আমাদের প্রতিপালক আমাদের যাবতীয় সতকর্মসমূহ কবুল করুন। অবশ্য আপনি সব কিছু শুনেন ও জানেন এবং আমাদের তওবাকে কবুল করুন। আপনিই এক মাত্র বান্দার তওবা কবুলকারী ও পরম দয়ালু।)
লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালিমিন। (কোন মাবুদ নেই আপনি ছাড়া। আপনি পূত ও পবিত্র, অবশ্য আমি আমার আত্নার উপর অত্যাচারকারী।)
এস্তেগফার পড়া যেটা আপনার জানা আছে
আল্লাহুম্মা ইন্না নাস আলুকা জান্নাতি ওয়া ইন্না নাউজুবিকা মিনান নার।
(হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার নিকট জান্নাত চাই এবং দো্যখ থেকে আশ্রয় ভিক্ষা চাই।)
এক হাদীসে বর্নিত আছে যে, যখন কোন ব্যাক্তি ৩ বার আল্লাহর নিকট জান্নাত কামনা করে তখন জান্নাত বলে হে আল্লাহ এই ব্যাক্তিকে জান্নাতে দাখিল করে দিন এবং যখন কোন ব্যাক্তি ৩ বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে নাজাত চায় তখন জাহান্নাম বলে হে আল্লাহ আপনি এই ব্যাক্তিকে জাহান্নাম থেকে নাজাত দান করুন। লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। কোন লক্ষ্য অর্জনের শক্তি মহান আল্লাহতায়ালার কাছ থেকেই পাওয়া যেতে পারে।
রাব্বানা লা তু ওয়া খিজ না ইন্না ছি না আও আখ ত না রব্বানা ওয়া তাহ মিল আলাইনা ইছ্রান কামা হামাল তা হু আলাল্লাঝী না মিন কাব লিনা রব্বানা ওয়ালা তু হাম্মিল না মা লা ত কা তা লা না বিহী ওয়া ফু আন্না ওয়াগ ফির লানা ওয়ার হাম না আন্তা মাওলানা ফান ছুর না আলাল কাওমিল কাফেরিন। (আয় আল্লাহ ! আমাদের ভুল ত্রুটি ধরবেন না ।আয় আল্লাহ ! আমাদের উপর জারি করবেন না কোন কঠোর আইন পূর্ববর্তী উম্মতগনের ন্যায়। আয় আল্লাহ ! আমাদের শক্তির বাইরে কোন হুকুম জারি করবেন না এবং আমাদের অন্যায় ক্ষমা করে দিন এবং আমাদের ত্রুটি মার্জনা করে দিন। এবং আমাদের প্রতি দয়ার নজর দান করুন ।আপনিই আমাদের একমাত্র মালিক অতএব আমাদের কাফিরদের মোকাবেলায় জয়যুক্ত করুন।)
রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অজুররিই ইয়াতিনা কুররাতা আউনিউ ওয়াজআল্না লিলমুত্তাকিনা ইমামা।(হে আমাদের প্রভু। আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের মাধ্যমে চক্ষুর স্নিগ্ধতা দান কর। আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানাও) রাব্বানা আ তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার (হে আল্লাহ আপনি আমাদের দুনিয়াতেও শান্তি দান করুন এবং আখেরাতেও শান্তি দান করুন এবং আমাদের আযাব হতে মুক্তি দিন )।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আ’ম্মা ইয়াসিফুনা।ওয়া সালামুন আ’লাল মুরসালিনা। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আ’লামিনা (পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।পয়গম্বরদের প্রতি সালাম র্বষিত হোক।সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত)।
আল্লাহ্র কাছে দুই-হাত তুলে মোনাজাত করবেন।
দোয়া কুনূত
দোয়া কুনুত-বিতরের নামাজে পড়তে হয়।
আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়ানাসতাগফিরুকা ওয়ানু‘মিনুবিকা ওয়ানাতাওয়াক্কালু আ‘লাইকা ওয়ানুছনি আ‘লাইকাল খইর, ওয়ানাশকুরুকা ওয়ালানাকফুরুকা ওনাখলা‘উ ওয়ানাতরুকু মাঈয়াফ যুরুকা, আল্লাহুম্মা ইয়্যা কানা‘বুদু ওয়ালাকানুসল্লি ওয়ানাসযুদু ওয়ালাইকানাস‘আ ওয়ানাহফিদু ওনারযু রাহমাতাকা ওয়ানাখশা আ‘যাবাকা ইন্না আ‘যাবাকা বিলকুফ্ফারি মুলহিক।
বাংলা অর্থ
হে আল্লাহ!আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি,তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি,তোমার ভরসা করিতেছি । তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি,তোমার উপর ঈমান আনিতেছি,তোমার ভরসা করিতেছি তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । আমরা তোমাকে অস্বীকার করি না । যাহারা তোমার হুকুম অমান্য করে তাহাদের সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র পরিত্যাগ করি । হে আল্লাহ!আমরা তোমারই ইবাদত করি,তোমারই খেদমতে হাজির হই এবং তোমার রহমতের আশা করি ও তোমার শাস্তিকে ভয় করি । নিশ্চই তোমার আজাব অবিশ্বাসিগণ ভোগ করিবে
বিতর নামাজের শেষ রাকাতের তাকবীরের পরে (বিসমিল্লাহ্ ব্যতীত)দোয়া কুনূত পড়তে হয়।এক্ষেএে অন্য কোন সূরা পড়া যাবে না।তবে যাদের দোয়া কুনূত মুখস্ত নেই তারা মুখস্ত করার আগ পর্যান্ত পড়তে হবে।
রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া ক্বিনা আ'যাবান্নার।
বাংলা অর্থ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে ইহকালের মঙ্গল এবং পরকালের শান্তি দান করুন এবং আমাদেরকে দোযখের আগুন হতে রক্ষা করুন।
অথবা তিনবার বলবে-
আল্লা-হুম্মাগ-ফিরলী
বাংলা অর্থ
হে আল্লাহ্!আমাকে ক্ষমা কর
ফরজ নামাজের শেষের তাসবি সমূহ
৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লা্হ, ৩৩ বার আল্লা হু আকবর, ১বার লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদুহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদির।
বাংলা অর্থ
সুবহানাল্লাহ অর্থ “আল্লাহ অপূর্ণতা থেকে মুক্ত”।আল-হামদু লিল্লাহ অর্থ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য"।আল্লাহু আকবর অর্থ "আল্লাহ সর্বশ্রেষ্ঠ"। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদুহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদির অর্থ " আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই, যাবতীয় প্রশংসা তাঁরই, তিনিই সবকিছুর উপর শক্তিমান "।
নামাজের বিভিন্ন অংশের দোয়া-শেষ কথা
পরিশেষে বলা যায় যে,আমাদের নামাজের মধ্য দোয়া সঠিক ভাবে পড়তে হবে । নামাজের অন্যতম অংশ হল দোয়া । নামাজ জান্নাতের চাবি । আমাদের সঠিক ভাবে নামাজ আদায় করতে হবে । ঠিক সেই ভাবে নামাজের দোয়াগুলো সঠিক ভাবে পড়তে হবে ।
উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল নামাজের বিভিন্ন অংশের দোয়া সেই সম্বন্ধে। সাথে আরো আলোচনা করেছি নামাজের এর দোয়া সম্বন্ধে বিভিন্ন তথ্য সম্বন্ধে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ভালো লেগেছে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url