রূপচর্চায় টক দইয়ের ব্যবহার

রূপচর্চায় টক দইয়ের ব্যবহার বিধি বেশিরভাগ মানুষই জানেন না। বর্তমানে রূপচর্চায় টক দই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনারা রূপচর্চায় টক দইয়ের ব্যবহার প্রণালী বিস্তারিত শিখে ফেলতে পারবেন। অতএব, রূপচর্চায় টক দইয়ের ব্যবহার জানতে হলে এখনই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন। 


রূপচর্চার জন্য কতইনা সামগ্রী আমরা ব্যবহার করি! কিন্তু কখনো কি টক দই ব্যবহার করে রূপচর্চা করা যায় এমনটি শুনেছেন? হ্যাঁ টক দই ব্যবহার করেও কার্যকর ভাবে রূপচর্চা করা সম্ভব। রূপচর্চায় টক দইয়ের ব্যবহার বিধি নিয়েই তাই আজকের এই সম্পূর্ণ পোস্টটি সাজিয়েছি। পোস্টটি শেষ পর্যন্ত পড়লে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার জেনে নেওয়ার পাশাপাশি টক দইয়ের আরো সব উপকারিতা সম্পর্কে বিস্তর ধারণা লাভ করবেন। অতএব দেরি না করে এখনই পোস্টটি পড়া শুরু করুন। 

পোস্ট সূচিপত্র - রূপচর্চায় টক দইয়ের ব্যবহার জেনে রাখুন 

টক দইয়ের উপাদান 

টক দইয়ে আমাদের দেহের জন্য উপযোগী বেশ কিছু প্রোবায়োটিক উপাদান রয়েছে। যেগুলো দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নিমিষেই মেরে ফেলে দেহের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও টক দইয়ে অধিক পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি৬, আয়রন, ক্যালসিয়াম ফসফরাস সহ বিভিন্ন উচ্চ মাত্রার খাদ্য উপাদান রয়েছে। টকদই দেহে ক্ষতিকর বর্জ্য জমতে বাধা প্রদান করে। তাই নিয়মিত টক দই খেলে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। 

রূপচর্চায় টক দইয়ের ব্যবহার

বর্তমানে রূপচর্চার ক্ষেত্রে টক দই ব্যাপক মাত্রায় ব্যবহৃত হচ্ছে। যারা রূপচর্চার ব্যাপারে অধিক সচেতন তারা টক দই ব্যবহার করতে পারেন। চলুন এবার রূপচর্চায় টক দইয়ের ব্যবহার বিধি সম্পর্কে ধারণা নিই।

  • টকদই ত্বকের পোড়া অংশ নিরাময় করতে বিশেষভাবে সহায়ক। রোদে বের হওয়ার এক ঘন্টা পূর্বে শরীরের খোলা জায়গা যেমন মুখ, হাতের পাতা, পায়ের পাতায় টক দই লাগাতে পারেন। অতঃপর ২০-২৫ মিনিট পরে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন। এবার কিছুটা ফেসওয়াশ ও সানস্ক্রিন লাগিয়ে রোদে বের হতে পারে। এতে করে রোদের প্রখর তাপের হাত থেকে ত্বক রক্ষা পাবে। 
  • যাদের ত্বক মিশ্র এবং প্রায় শুষ্ক থাকে তারা চন্দন গুড়ার সাথে টক দই মিশিয়ে সেটি ফেসপ্যাক হিসেবে মুখে লাগাতে পারেন। মুখে লাগানোর আধা ঘন্টা পরে ভালো হবে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের শুষ্ক ভাব দূর হয়ে ত্বক কোমল ও মসৃণ হয়ে গেছে।
  • টক দই ও মধু মিশ্রিত করেও সেটি দিয়ে রূপচর্চা করতে পারেন। এটিও গুরুত্বপূর্ণ ফেসপ্যাক এর মত কাজ করবে। এই প্যাকটি সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করলে আপনার মুখের উজ্জ্বলতা ফিরে আসবে। 
  • ত্বক ফর্সা করার ক্ষেত্রেও টক দই বিশেষ ভূমিকা পালন করে। টক দই ও টমেটোর রস ভালোভাবে মিশ্রিত করে ত্বকের নির্দিষ্ট জায়গায় নিয়মিত লাগান। এভাবে কয়েক মাস লাগাতে থাকুন। দেখবেন ধীরে ধীরে ত্বক ফর্সা ও আকর্ষণীয় হতে শুরু করেছে। 

দেহের জন্য টক দই এর উপকারিতা 

পোস্টের পূর্ববর্তী অংশে আপনারা রূপচর্চায় টক দইয়ের ব্যবহার বিধি সম্পর্কে জেনেছেন। দেহের জন্য টক দই আরো বিভিন্ন ক্ষেত্রে অনেক উপকারী। চলুন টক দইয়ের নানাবিধ উপকারিতা এবার জেনে ফেলি।

  • যাদের হজমে সমস্যা রয়েছে তারা দুধের বদলে নিয়মিত টক দই খেতে পারে। এটি তাদের দেহে দুধের বিকল্প উপাদান হিসেবে কাজ করবে।
  • টক দই দেহের ওজন কমিয়ে চর্বিগুলোকে কাটিয়ে ফেলতে সহায়তা করে।
  • টক দইয়ের ব্যাকটেরিয়া গুলো আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। কারন টক দইয়ের এসব ব্যাকটেরিয়া কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে।
  • শরীরে যেকোনো ধরনের ব্যাকটেরিয়াল ফাংগাল ইনফেকশন থেকে দই আমাদেরকে রক্ষা করে। 
  • গবেষণায় দেখা গেছে যারা প্রত্যেকদিন টক দই খায় তাদের দেহে একটি বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে ওঠে। 
  • এছাড়াও নিয়মিত টক দই খেলে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং দেহে শক্তি যোগায়।

টক দই এর ক্ষতিকর দিক 

পোস্টের পূর্ববর্তী অংশে আপনারা রূপচর্চায় টক দইয়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এবার টক দইয়ের কিছু ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন। 

  • যাদের অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের অতিরিক্ত টক দই না খাওয়াই ভালো। কারণ টক দই বেশি পরিমাণে খেলে ঠান্ডা লেগে যেতে পারে। 
  • হাঁপানি, শ্বাসকষ্টের মত সমস্যা থাকলে টক দই যথা সম্ভব কম খেতে হবে। 
  • টক দই গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে। যাদের অত্যাধিক গ্যাসের সমস্যা রয়েছে তারা চাইলে টক দই থেকে দূরে থাকতে পারেন। 
  • দই খেলে অনেক সময় হজমে গন্ডগোল হতে পারে। যাদের প্রচুর হজমে সমস্যা রয়েছে তারা সীমিত পরিমাণে টক দই খেতে পারেন। 

রূপচর্চায় টক দইয়ের ব্যবহার-শেষ কথা

প্রিয় পাঠক, এই আর্টিকেলে মূলত আমরা রূপচর্চায় টক দইয়ের ব্যবহার সম্পর্কে আপনাদের ব্যাপক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে টক দইয়ের যাবতীয় উপকারী ও ক্ষতিকর দিক আপনাদের সামনে তুলে ধরেছি।

টক দই সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য এই পুরো পোষ্টটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে বলে প্রত্যাশা করছি। আপনি যদি রূপচর্চায় টক দইয়ের ব্যবহার অন্যদের জানাতে চান তবে এই পোস্টটি তাদের মাঝে শেয়ার করুন। নিত্যনতুন স্বাস্থ্য বিষয়ক আপডেটেড পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url